এসি কেনার আগে ৬টি বিষয় লক্ষ্য রাখবেন
বর্তমানে বাংলাদেশে ঘাম ঝড়ানো গরমকাল চলছে, সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েই চলেছে তাপমাত্রার তীব্রতা। এই গরমকালে মানুষের নাভিশ্বাসে দিন কাটছে। একটু প্রশান্তি খুঁজার জন্য মানুষ ছুটছে এসির মতো প্রশান্তদায়ক এক প্রযুক্তির দিকে।
যার জন্য এখন প্রতিটি বাড়ির ঘরে ঘরে এসির মতো হোম অ্যাপ্লায়েন্স খুব জরুরি হয়ে উঠেছে। বিভিন্ন ব্র্যান্ডের এসিতে এখন বাজার পরিপূর্ণ। এসবের মধ্যে নিজের বাসার ঘরের জন্য ঠিক-ঠাক এসি বাছাই করা অনেক কষ্টসাধ্য ও সময় সাপেক্ষ্য বিষয়। তবে এসি কেনার আগে ৬টি বিষয় অবশ্যই মাথায় রাখবেন ।
পেজ সূচীপত্রঃ এসি কেনার আগে যে ৬টি বিষয় লক্ষ্য রাখবেন
রুমের আকার
আপনি যে রুমের জন্য এসি কিনবেন তার আকারের উপর নির্ভর করে সঠিক আকারের এসি কিনতে হবে। আপনি যে রুমের জন্য এসি কিনছেন তা ছিট না বড় তা প্রথমত যাচাই করতে হবে ।আপনি যদি বড় ঘরের জন্য ছোট এসি কিনেন তা কখনোই ঘর ঠান্ডা করতে পারবে না। অপরদিকে রুমের তুলনায় বড় এসি নিয়ে নিলে তা আবার কষ্টসাধ্য হয়ে পরবে। একদিকে আপনার নিজের স্বাস্থ্যের ক্ষতি হবে অপরদিকে বিদ্যুত বিল বেশি আসবে। বাসার ঘরের জন্য এসি সাধারণত এক, দেড় , এবং দুই টনের হয়ে থাকে।
এর মধ্যে ১১০-১২০ বর্গফুট রুমের জন্য ১টন, ১৭০-১৮০ বর্গফুট রুমের জন্য ১.৫টন, ২৪০-২৫০ বর্গফুট রুমের জন্য ২টন এসি একদম পারফেক্ট। এছাড়াও জানালার অবস্থা অর্থাৎ জানলা থাইসম্পন্ন কি না! সিলিংয়ের উচ্চতা এইসব বিষয়ে খেয়াল রাখা উচিত।
এসির ক্যাটাগরি ও বিদ্যুৎসাশ্রয়
বাসা বাড়ির জন্য সাধারণত ২ ধরণের এসি ব্যবহার করা হয় -উইন্ডো ও স্পিট । স্পিট এসির কম্প্রেসার নন-ইনভার্টার ও ইনভার্টার দুই ধরণের হয়ে থাকে। বর্তমানের কথা বিবেচনা করলে ইনভার্টার কম্প্রেসার এসি গুলো বেশী জনপ্রিয় হয়ে উঠেছে। নন-ইনভার্টার এসি গুলোর তুলনায় ইনভার্টার কম্প্রেসার ৫০-৮০ শতাংশ পর্যন্ত বিদ্যুতসাশ্রয়ি করতে সক্ষম। এ ধরণের এসিগুলো পরিবেশ-বান্ধব হয় ও অতিরিক্ত খরচ বাঁচাতে সাহায্য করে। যখন আপনি এসি ক্রয় করবেন তখন সিজনাল এফিশিয়েন্সি রেশিও রেটিং বেশি আছে কিনা দেখে নেয়া জরুরি।
এই রেটিং এর মধ্যমে আপনি সারা বছর কতটুকু বিদ্যুত ও টাকা খরচ করবেন তা জানতে পারবেন। সিজনাল এফিশিয়েন্সি রেশিও রেটিং বেশি থাকা মানে এসি দীর্ঘমেয়াদে বিদ্যুৎসাশ্রয়ী হবে এবং অতিরিক্ত খরচ হবে না।
কুলিং স্পিড
আপনি যদি দ্রুত রুমকে বেশী ঠান্ডা করতে চান তাহলে অবশ্যই আপনাকে ব্রিটিশ থার্মাল ইউনিট রেটিং (বিটিআই) বেশি আছে কিনা তা দেখে নিতে হবে । বেশি বিটিআই নির্ভর মডেলগুলো রুমকে খুব দ্রুত ঠান্ডা করে পাশাপাশি বিদ্যুতসাশ্রয়ি করতে পারে।
এসি ইনস্টলমেন্ট ও রক্ষণাবেক্ষণ
এক্ষেত্রে এসি ইনস্টল প্রফেশনাল টেকনিশিয়ান দ্বারা করানো উচিত। এসি ইনস্টলের উপর নির্ভর করে এসির পারফর্ম্যান্স। অনেক সময় এই ইনস্টলমেন্ট ঠিকঠাক না হলে অনেক রকমের জটিলতার সম্মুখিন হতে হয়। এতে বিদ্যুত খরচ অতিরিক্ত হয়ে যেতে পারে। একইসাথে ঘরের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে।
এসির ফিচার
বর্তমান যুগ প্রযুক্তির যুগ। এই প্রযুক্তির যুগে সকল প্রযুক্তির উপর নিত্যনতুন পরীক্ষা চলতেই থাকে। সেই ধারাবাহিকতায় নিত্যনতুন ফিচার নিয়ে কাজ করা হচ্ছে এবং তা মার্কটে আসছে। রুমে বিশুদ্ধ বাতাস সরবরাহ নিশ্চিতে এসিতে আনা হয়েছে খুব সহজেই পরিষ্কার করা যায় এমন এয়ার ফিল্টার । একটি এসি কতো দ্রুত ঠান্ডা হবে তা নির্ভর করে কুলিং স্পিডের ওপর, এই বিষয়টিও বর্তমানে এসি ক্রয় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয়।
এ সমস্ত ফিচারগুলো জানার পাশাপাশি এসি রিমোট কন্ট্রোলের ফাংশানগুলি দেখে নিতে হবে। স্যামসাং তাদের নতুন রিমোট কন্ট্রোল ফিচারে নিয়ে এসেছে রুমের বর্তমান তাপমাত্রা ও এসিতে সেট করা তাপমাত্রা দুটোই একসাথে দেখা যায়। রুম ঠিক কতো সময়ের মধ্যে ঠান্ডা হচ্ছে তা এখন খুব সহজেই বোঝা যায়। আর সর্বোচ্চ আরাম নিশ্চিত করতে এর ওপর নির্ভর করে সেটিংসেও পরিবর্তন করা যাবে।
এসির দাম
এসি কেনার ক্ষেত্রে এর দাম একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেক্ষেত্রে শুরুতেই আপনার বাজেট নির্ধারণ করতে হবে, এরপর দোকানে গিয়ে দেখতে হবে আপনার বাজেটের মধ্যে সবচেয়ে ভালো এসি কোনটা ।সাধারণত ৪০,০০০ টাকা থেকে নন-ইনভার্টার এসির দাম শুরু হয়, আর ইনর্ভাটার প্রযুক্তি-নির্ভর এসির দাম শুরু হয় ৬০,০০০ টাকা থেকে।
উপরোক্ত উল্লিখিত বিষয়গুলো বিবেচনায় নিয়ে খুব সহজেই এসি ক্রয় করা যাবে। এতে একদিকে যেমন আপনার প্রয়োজন মিটবে, তেমনি নিশ্চিত করা যাবে আরাম ও প্রশান্তি।
আবির ইনফো টেকের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url