বাংলাদেশের হারের লজ্জার শেষ কোথায়? T20 World Cup Update
সময়টা যেন বেশ খারাপ যাচ্ছে টিম টাইগারদের। কী হচ্ছে এসব বাংলাদেশ ক্রিকেট টিমে। কোনভাবেই থামানো যাচ্ছে না হারের রেস। একটি হারের শোক কাটতে না কাটতেই যেন আরেকটি হারের শোক এসে পড়ছে টাইগার ভক্তদের।
আসুন জেনে নেই টাইগারদের কিছু পারর্ফমেন্স-
গত ২১ মে,২০২৪ প্রথম টি-টুয়েন্টি সিরিজ খেলতে আমেরিকার বিপক্ষে মাঠে নামে টিম বাংলাদেশ। আমেরিকা টসে জিতে বল নিয়ে মাঠে নামলে ১৫৩ রানে অল আউট করে বাংলাদেশকে। আমেরিকার সামনে সাকিব, মাহমুদুল্লাহদের যেন দাম নেই এমন নাজেহাল অবস্থা করেছে টিম USA । পরবর্তীতে টিম USA ব্যাটে নামলে ১৯ ওভার ৩ বলে ১৫৬ করে টিম টাইগারদের হারের লজ্জা দিয়ে মাঠ ছাড়ে USA টিম।
২৩মে,২০২৪ বাংলাদেশ টসে জিতে বলের সিদ্ধান্ত নিলে মোনেক পাটেল,স্টিভেন টেইলর ও আরোন জনস এর ঝড়ো ব্যাটিংয়ে ১৪৪ রান এর টার্গেট দেয় টিম টাইগারদের। মুস্তাফিজ, শরিফুল ও রিসাদের বলিংয়ের ৬ উইকেট হারায় USA । অপরদিকে টিম বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে ১৩৮ রানে সব উইকেট হারিয়ে নিঃস্ব প্রায় টিম টাইগাররা। সাকিব ও শান্তোর ঝড়ো ব্যাটিংয়েও টিম টাগার সিরিজ হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
২৫মে,২০২৪ বাংলাদেশ টস জিতে বোলিং এর সিদ্ধান্ত নিলে মুস্তাফিজের সামনে টিকে থাকতে পারেনি টিম USA । মুস্তাফিজের ৬ উইকেট টিম USA কে তচনচ করে ১০৪ রানের টার্গেট দেয় বাংলাদেশকে । তানজিদ ও সৌমের ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ১১ ওভার ৪ বলে ১০ উইকেট এ জিতে টিম বাংলাদেশ।
বাংলাদেশ VS ইন্ডিয়া
১মে,২০২৪ বাংলাদেশ VS ইন্ডিয়া warm up ম্যাচে বাংলাদেশকে ৬০ রানে হারায় ইন্ডিয়া । রোহিত শার্মার নেতৃত্বে বিশাল রানের ব্যবধানে হারায় বাংলাদেশকে। মাহমুদুল্লার ৪০ রানের ঝড়ো ব্যাটিংয়ে জেতানো যায়নি বাংলাদেশকে। বাকি প্লেয়ারতো বাস আমেরিকার ভিসা পেয়েই আত্মোহারা খেলবেই বা কী? সৌম্য,লিটনদের মতো অটো চয়েস ও ইতিহাসের সেরা লজ্জাজনক হারের জনক ক্যাপ্টেন শান্ত রহমানের ক্যাপ্টেন্সি যেন টিম বাংলাদেশকে হারের পিছু ছাড়াচ্ছেই না। এর শেষ কোথায়?এর স্বদ উত্তর নেই খুদ বিসিবির কাছে । সাকিব-আল- হাসানকে প্রশ্ন করলে তার কাছেও কোনোও উত্তর নেই বলে সাফ জানিয়ে দেন । তাহলে এর দায়বদ্ধতা ও জবাবদিহিতা কার ? বাংলাদেশরে জনগনের?
আপনার মতামত কী?অবশ্যই জানাবেন কিন্তু । আপনার মতামত জানাতে নিচের কমেন্টবক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত প্রদান করবেন।
ধন্যবাদ সবাইকে । ভালো থাকবেন, সুস্থ থাকবেন । আর আমাদের সাথেই থাকবেন।
আবির ইনফো টেকের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url