জন্ম নিবন্ধন দিয়ে ঝটফট ৫ মিনিটে স্টুডেন্ট বিকাশ একাউন্ট খুলুন

জন্ম নিবন্ধন দিয়ে স্টুডেন্ট বিকাশ একাউন্ট খোলা এখন একদমই সহজ। বর্তমানে বাংলাদেশের মানি ট্রান্সফারিং অ্যাপস গুলোর মধ্যে বিকাশ অন্যতম এবং বেশ জনপ্রিয় একটি ব্যাংকিং মাধ্যম। এই বিকাশ অ্যাপ শুধু মাত্র ১৮ বছর বয়সীরাই খুলতর পারতো অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ড ছাড়া কোন প্রকার অ্যাকাউন্ট ক্রিয়েট করা যেতো না। কিন্তু বর্তমানে এই অ্যাপস নিয়ে এসেছে স্টুডেন্ড একাউন্ট।

জন্ম নিবন্ধন দিয়ে ঝটফট ৫ মিনিটে স্টুডেন্ট বিকাশ একাউন্ট খুলুন

একজন স্টুডেন্ট বা  ১৪-১৮ বছর এর কম বয়সী সবাই নিজের নিজের ডিজিটাল জন্ম নিবন্ধন দিয়ে স্টুডেন্ট একাউন্ট খুলতে পারবে। আজকের এই আর্টিকেলে আমরা জানবো কীভাবে জন্ম নিবন্ধন দিয়ে আপনি আপনার পার্সোনাল বিকাশ একাউন্ট খুলবেন সাথে কী কী লাগবে এবং একাউন্ট খোলার সাথে সাথে কী কী বোনাস পাবেন।

সূচীপত্রঃ জন্ম নিবন্ধন দিয়ে ঝটফট ৫ মিনিটে খুলুন স্টুডেন্ট বিকাশ একাউন্ট

স্টুডেন্ট একাউন্ট খুলতে যা যা প্রয়োজন

আমরা সাধারণভাবে যেভাবে বিকাশ একাউন্ট খুলি তাতে যে কাগজপত্রের প্রয়োজন হয় ঠিক তেমনি এই একাউন্টেও কিছু তথ্য দিতে হবে। যেহেতু আপনি ১৮ বছরের নিচে সেহেতু আপনাকে বাচ্চা বলেই গণ্য করা হয় সেক্ষেত্রে আপনার অভিভাবকেরও কিছু তথ্য প্রদান করতে হবে। প্রয়োজনীয় জিনিসগুলো নিম্নরূপ:

  • প্রথমত আপনার বয়স ১৪ থেকে ১৮ এর নিচে হতে হবে।
  • ডিজিটাল জন্ম সনদের একটি কপি।
  • বাবা অথবা মায়ের থেকে সম্মতি ( যে কোন একজনের অবশ্যই বিকাশ একাউন্ট সক্রিয় থাকতে হবে)।
  • মোবাইল ক্যামেরায় তোলা ছবি।
  • এ্যান্ড্রয়েড মোবাইল।
  • ইন্টারনেট।

জন্ম নিবন্ধন দিয়ে স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম

সাধারণ বিকাশ একাউন্ট খোলার ব্যাতিক্রম কোন কিছু নেই এই স্টুডেন্ট একাউন্ট খোলার মধ্যে। আমরা যারা ১৮ বছরের নিচে আছি তাদেরর জন্য স্টুডেন্ট একাউন্ট খোলার বেশ কয়েকটা ধাপ রয়ছে। অবশ্যই যাকে নমিনি (বাব/মা) করবেন তার মোবাইলটা পাশে রাখবেন। চলুন এইবার একাউন্ট খোলা শুরু করা যাক-

ধাপ-১: প্রথমে আপনার মোবাইলে প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপ ডাউনলোড করে নিন। এরপর বিকাশ অ্যাপে প্রবেশ করুন। প্রবেশের পর লগিন/রেজিস্ট্রেশন অপশনে চলা যান। 

ধাপ-২: আপনার সচল মোবাইল নাম্বারটি প্রদান করুন। 

ধাপ-৩: এরপর জন্মসনদ নির্বাচন করুন

ধাপ-৪: জন্ম সনদ নির্বাচনের পর সন্ম সনদের একটি স্পষ্টভাবে ছবি তুলুন যাতে সন্ম সনদ নম্বর, নাম, পিতামাতার নাম সহ সকল কিছু ভালোভাবে বোঝা যায়।

ধাপ-৫: এরপর আপনাকে কিছু তথ্য দেওয়া হবে সেগুলো সঠিকভাবে যাচাই করুন। যদি ঠিক না থাকে তাহলে সেগুলো যাচাই করে সঠিকভাবে বসান।

ধাপ-৬: এরপর নমিনি (বাবা/মা)  নির্বাচন করুন এবং তার সচল নাম্বার প্রদান করুন এবং সেই নাম্বারে যেন বিকাশ একাউন্ট খোলা থাকে।

ধাপ-৭: নিজের সেলফি তুলুন অবশ্যই আলোক স্থানে তুলবেন তারপর সাবমিট করুন।

ধাপ-৮: নমিনির নাম্বারে একটি কোড প্রদান করা হবে সেটি সফলভাবে বসিয়ে দিন।

ধাপ-৯: এরপর ৫ ডিজিটের একটি পিন সেট করুন। 

হয়ে গেলো আপনার নিজের নামে বিকাশ একাউন্ট। এখন থেকে আপনিও যেকোন সময় যেকোন পরিস্থিতিতে টাকা লেনদেন করতে পারবেন।  

বিকাশ স্টুডেন্ট একাউন্ট খোলার সময় যে ৫ টি নির্দেশনা মনে রাখবেন

জন্ম নিবন্ধন দিয়ে ঝটফট ৫ মিনিটে স্টুডেন্ট বিকাশ একাউন্ট খুলুন

বিকাশ কতৃপক্ষ একাউন্ট খোলার সময় কিছু দিক নির্দেশনা প্রদান করে থাকে। যেগুলো পালন অবশ্যই করতে হবে নতুবা আপনার একাউন্ট খুলতে সমস্যা হবে। যা আপনার বিরক্তের কারণ হয়ে দাড়াবে। কোন প্রকার সমস্যা ছাড়া একাউন্ট খুলতে চাইলে মানতে হবে ৫টি নির্দেশনা। নিচে ৫টি নির্দেশনা দেওয়া হলো:

১. জন্ম সনদের ছবি স্পষ্ট হতে হবে যাতে সকল কিছূ পড়া যায়।

২. জন্ম সনদের ছবি থেকে নাম, জন্ম তারিখ ও জন্ম সনদ নাম্বার সংগ্রহ করবে, তা বিকাশ অ্যাপে ভালোভাবে মিলিয়ে নিতে হবে। প্রয়োজন হলে জন্ম সনদ অনুযায়ী পরিবর্তন করতে হবে।  

৩. যিনি নমিনি (বাবা/মা) তার নাম জন্ম সনদের সাথে ভালোভাবে মিলিয়ে নিতে হবে। প্রয়োজন হলে জন্ম সনদ অনুযায়ী পরিবর্তন করতে হবে।

৪. অভিভাক হিসেবে যাকে দিবেন তার বিকাশ একাউন্ট অবশ্যই থাকতে হবে।

৫. সেলফি নেওয়ার সময় নিজের চেহারার ছবি অবশ্যই আলোর সামনে দাঁড়িয়ে তুলতে হবে যাতে ছবি স্পষ্ট ও পরিষ্কার আসে।

আরও পড়ুনঃ বাটন ফোনে বিকাশ একাউন্ট খোলার নিয়ম ও প্রিয় নাম্বার এ্যাডের নিয়ম ২০২৪

বিকাশে স্টুডেন্ট একাউন্টের বোনাসসমূহ

বিকাশে স্টুডেন্ট একাউন্ট খোলার সাথে সাথে আপনি বোনাস পেয়ে যাবেন। আপনার বিকাশ একাউন্ট খোলার সাথে সাথে ২৫ টাকা বোনাস পেয়ে যাবেন। এছাড়াও একাউন্ট খোলার পর ১৩০ টাকা পর্যন্ত বোনাস পেতে পারেন। এই বোনাসটি মূলত আপনি লগইন, পিন সেটাপ, মোবাইল রিচার্জের মাধ্যমে ধাপে ধাপে দেওয়া হবে। অ্যাপে প্রথমবার লগইন করে রিচার্জ করলে ২৫ টাকা বোনাস পাবেন এই সাথে একাউন্ট খোলার সাথে সাথেই ২৫ টাকা বোনাস পাবেন।

এরপর ৫০ টাকা বা তার বেশি রিচার্জ করলে ১৫ টাকা ক্যাশব্যাক পাবেন। ১০০ টাকা বা তার বেশি পেমেন্ট করলে ১০ টাকা ক্যাশব্যাক এবং ১০০ টাকা বা তার বেশি সেন্ড মানিতে ১৫ টা ক্যাশব্যাক। 

বিকাশে স্টুডেন্ট একাউন্ট লেনদেনের লিমিটেশন 

যেহেতু এটা স্টুডেন্ট একাউন্ট সেহেতু এখানে লেনদেনে কিছু সীমাবদ্ধ রয়েছে । যেগুলো শুধু মাত্র স্টুডেন্ট একাউন্টের ক্ষেত্রেই প্রযোজ্য। নিচে লেনদেনের লিমিটেশন তুলে ধরা হলো:
  • সেন্ডমানি প্রতিদিন ৫ টি করে সর্বোচ্চ ৫০০০ টাকা । 
  • মোবাইল রিচার্জ প্রতিদিন ৫০ টি করে সর্বোচ্চ ২৫০০ টাকা ।
  • ক্যাশ আউট প্রতিদিন ৫টি করে সর্বোচ্চ ৫০০০ টাকা ।
  • পেমেন্ট দীনিক ৩টি করে সর্বোচ্চ ৫০০০ টাকা ।
  • মাসিক সেন্ডমানি সর্বোচ্চ ১৫০০০ টাকা ।
  • মাসিক মোবাইল রিচার্জ সর্বোচ্চ ৫ হাজার টাকা ।
  • মাসিক ক্যাশ আউট সর্বোচ্চ ২৫০০০ টাকা ।
  • মাসেক পেমেন্ট সর্বোচ্চ ২০০০০ টাকা ।

অ্যাপ ছাড়া টাকা লেনদেনের নিয়ম  

অ্যাপ ছাড়াও আপনি অনায়াসে টাকা লেনদেন করতে পারবেন। বর্তমানে আমরা সবাই ব্রডব্যান্ডের লাইন ব্যবহার করে থাকি সেক্ষেত্রে ডাটা খুব কম পরিমাণে কিনা হয়ে থাকে। আমরা বাইরে গেলে যদি টাকার প্রয়োজন হয় সেক্ষেত্রে বিকাশ থেকে টাকা উত্তোলন বা কাউকে পাঠাতে হতে পারে। সেজন্য আমাদের ইন্টারনেট ছাড়াই সেন্ডমানি, ক্যাশআউট, মোবাইল রিচার্জসহ সকল কিছুই করতে পারবো শুধো মাত্র *২৪৭# ডায়ালে। প্রথমত আমদের *২৪৭# ডায়াল করতে হবে। ডায়ালের পর আপনার সামনে অনেক অপশন চলে আসবে সেন্ডমানি, ক্যাশআউট মোবাইল রিচার্জ।

প্রিয় নাম্বার এড করার নিয়ম

প্রিয় নাম্বার এড করার অন্যতম কারণ হলো আপনার লেনদেনের চার্জ কম কাটবে। এছাড়াও আপনার আশেপাশে কোন কোন বিকাশ এর এজেন্টের দোকান থাকলে তা প্রিয় নাম্বারে সেভ করলে যেকোন সময় ও কোম রেটে টাকা লেনদেন করতে পারবেন। তাি চলুন শিখে নিই কীভাবে প্রিয় নাম্বার এড করতে হয়-

জন্ম নিবন্ধন দিয়ে ঝটফট ৫ মিনিটে স্টুডেন্ট বিকাশ একাউন্ট খুলুন

  • প্রথমত বিকাশ অ্যাপে প্রবেশ করে সেন্ডমানি অপশনটিতে ক্লিক করুন।
  • ক্লিক করার পর একটি অপশন পাবেন সেটিতে ক্লিক  করুন।
  • এরপর একটি প্লাস বাটন আসবে সেটিতে ক্লিক করুন, এরপর যে নাম্বারটি প্রিয় নাম্বার হিসেবে এড করতে চান সেই নাম্বারটি টাইপ করুন।
  • প্রিয় নাম্বার লিখুন এবং পরবর্তী ধাপে এগিয়ে যান।
  • এখন আপনার পিন নাম্বারটি লিখুন।
  • এরপর আপনার ফোনে একটি নটিফিকেশন আসবে। 

যুক্ত হয়ে গেলো আপনার একাউন্টে প্রিয় নাম্বার এড করার পদ্ধতি।

আরও পড়ুনঃ বিদেশ থেকে বিকাশে একাউন্ট খোলা - হাজারে ২৫ টাকা বোনাসে লেনদেনের নিয়ম 

আমাদের শেষকথা

বর্তমানে এই ডিজিটাল যুগে মোবাইল ব্যাংকিং এর মধ্যে বিকাশ সবথেকে জনপ্রিয় ও বিশ্বস্ত একটি মাধ্যম। আর এরই মধ্যে চালু হয়েছে বিকাশ স্টুডেন্ট একাউন্ট। যা ১৪-১৮ বছর বয়সী সবার জন্য উন্মুক্ত। তাই আপনি যদি ১৪-১৮ এর নিচে হয়ে থাকেন তাহলে তো উপরোক্ত নিয়ম-কানুন সম্পর্কে ভালোভাবে জেনে গেছেন। তাই দেরি না করে এখনই খুলোন স্টুডেন্ট বিকাশ একাউন্ট।

এইরকম আরো তথ্যমূলক আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। কারণ আমরা আমদের ওয়েবসাইটে নিয়মিত এই ধরণের আর্টিকেল প্রকাশ করে থাকি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আবির ইনফো টেকের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url