সার্টিফিকেটে নাম ও বয়স সংশোধনের নিয়ম

  


সার্টিফিকেটে নাম ও বয়স সংশোধন অনেকের কাছে বিরক্তির একটা বিষয় কারণ হয়ে দারিয়েছে কারণ অনেকেই সঠিক নিয়ম না জেনেই আবেদন করেন। আজকেই শিখে যাবেন কিভাবে সঠিক নিয়মে ঘরে বসে আবেদন করা যায়।

ধাপসমূহ: 

প্রথমত আমরা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করব এরপর নিচে  স্ক্রল করে অন্যান্য ই-সেবা লিখা বক্সে দ্বি-নকল/ইংলিশ ভা./নাম-বয়স সংশোধন এ ক্লিক করব।


 
Name & Age Correction এ ক্লিক করে  New Application এ ক্লিক করতে হবে ।


একটি ফর্ম আসবে সেই ফর্ম সাবধানতার সাথে ফিলাপ করতে হবে । নিচে Example হিসেবে দিয়ে দেয়া হলো। 

প্রথমত Exam অর্থাৎ JSC, SSC, HSC যেইটা সংশোধন করবেন তা সিলেক্ট করতে হবে। এরপর পাসের সন(Exam Year) তারপর রোল নম্বর পরের বক্সে রাজিস্ট্রেশন নম্বর এ রাজিস্ট্রেশন নম্বর দিয়ে নিচে Security Key বক্স ফিলাপ করতে হবে। এরপর; Student Information বক্সে সকল তথ্য প্রদান করে; Application Type এ ক্লিক করে যেটা সংশোধন করবেন সেটাই‌ ক্লিক করে Payment Information বক্সে ; Information প্রদান করে Applicant's Photo,; Meeting Person's Photo, Applicant's Signature প্রদান করে Next এ ক্লিক করে তা সেগুলো প্রিন্ট করে নিতে হবে।

সেই সাথে সোনালি সেবার পেমেন্ট করার জনভ ২ কপি প্রিন্ট করে আপনাআর নিকটস্থ সোনালি
ব্যাংকে টাকা জমা দিতে হবে । সেই প্রিন্ট করা ২ কপি ফর্ম ও ২ কপি সোনালি সেবা কপি নিয়ে বোর্ডে
জমা দিতে হবে। জমা দেওয়ার সময় নিম্নক্তো কাগজগুলো নিয়ে যেতে হবে এবং সেগুলো জমা দিতে হবে।



এরপর বোর্ড কর্তৃক আপনার প্রদানকৃত মোবাইল নম্বরে মেসেজ প্রদান করা হবে সেটা হবে মিটিংডেট সেই মিটিং ডেটে আপনাকে নিজে হাজির হতে হবে এবং সেখানে বেশকিছূ কাগজ প্রদান করতে হবে সেগুলো হলো-

 ১.এফিডেবিট
২.আসল রাজিস্ট্রেশন কার্ড
৩.আসল নম্বরপত্র
৪.আসল মার্কশিট
৫.আসল সার্টিফিকেট 
এগোলো জমা দেওয়ার বেশকিছু দিনের মধ্যে আপনার সোংশোধনী গ্যাজেট বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এর মধ্য দি্য়েই আপনার নাম/ বয়স সোংশোধন সম্পূর্ণ হবে।


ফ্রেশ সার্টিফিকেট কীভাবে উত্তোলন করবেন তা পরবর্তী পোস্টে চোখ রাখুন। 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আবির ইনফো টেকের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url