Copyright মুক্ত ইমেজ ডাউনলোড করার উপায়
আজকাল আমরা অনেকিছু কপি করে বসিয়ে দেই অথবা অন্যের ছবি ডাউনলোড করে কোথাও না কোথায় ব্যবহার করি। এতে আমারা কতোটা বিপদে পরি তা আমাদের নিজেদেরই জানা নেই। অন্যের পিক ডাউনলোড করে ব্যবহার করলে আমরাদেখি Copyrightআসে। আর Copyright আসলে একটা পেজ বা আইডি নিমিশেই শেষ হয়ে যায়।
চলুন আজকে শিখে আসি কিভাবে Copyright ছাড়া ক্রিয়েটিভ কমনস লাইসেন্স থেকে ইমেজ ডাউনলোড করা যায়।
প্রথমত আমরা গুগোলের Search bar এ এসে যেই পিক ডাউনলোড করবো সেটা লিখে Search করবো । এরপর ইমেজ এ ক্লিক করবো। তারপর ডানসাইড এ Tools এ ক্লিক করবো।
Tools এ ক্লিক করে একটা Row বের হয়ে আসবে । সেই Row তে Usage rights এ ক্লিক করে Creative Common licenses এ ক্লিক করে নিজের পছন্দের ইমেজ ডাইনলোড করে ব্যবহার করলে আর Copyright আসবে না। অবশ্যই JPG অথবা JPEG তে ইমেজ ডাউনলোড করবেন।
আবির ইনফো টেকের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url