ফেসবুক পেজ খোলার নিয়ম ও মনিটাইজেশন পাওয়ার ৪টি শর্ত
ফেসবুক পেজ খোলার নিয়ম আমরা অনেকেই জানতে চায়। আমরা আজকাল ফেসবুক সকলেই ব্যবহার করি। এটা আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে হয়ে দাঁডিয়েছে। এই ফেসবুক পেজ অনেকেই নিজের কোন কিছু প্রোমোট করার জন্য খুলে অর্থাৎ মার্কেটিং এর জন্য আবার অনেকেই খুলে কন্টেন্ট আপলোড করে সেখান থেকে ডলার ইনকামের জন্য।
আবার অনেকেই শখের বসেই খুলে থাকে। আমরা অনেকেই ফেসবুক ব্যবহার করি এবং একাউন্ট খুলতেও পারি কিন্তু পেজ অনেকেই খুলতে পারি না। তাই আজকে আমরা এই আর্টিকেলে জানবো ফেসবুক পেজ খোলার নিয়ম এবং ভিডিও বা কন্টেন্ট লিখে ভিউ কীভাবে বাড়ানো যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
সূচীপত্রঃ ফেসবুক পেজ খোলার নিয়ম ও মনিটাইজেশন পাওয়ার ৪টি শর্ত
ফেসবুক পেজ খুলতে কী কী লাগে
ফেসবুক পেজ খোলার নিয়ম জানার পূর্বে প্রয়োজনীয় কী কী লাগে তা জানতে হবে। বতর্মান ডিজিটাল যুগে যেহেতু আমরা সবাই স্যোশাল মিডিয়া ব্যবহার করে থাকি সেহেতু আমাদের হাতের নাগালেই এন্ড্রয়েড মোবাইল, ডেস্কটপ, ল্যাপটপ, ইন্টারনেট সকল কিছু রয়েছে। যা দিয়ে পেই আনায়াসে খোলা যায় ফেসবুক একাউন্ট খোলার জন্য যেমন আমাদের অনেক কিছু করতে হয় যেমন: মোবাইল নাম্বার, ভেরিফিকেশন, পাসোয়ার্ড সেট সহ অনেক ধাপ অনুসরণ করতে হয় কিন্তু ফেইসবুক পেইজ ক্রিয়েট করতে অনেক ধাপ অনুসরণ করতে হয় না।
মোবাইল দিয়ে ফেসবুক পেজ খোলার নিয়ম
ফেসবুক পেজ খোলা ফেসবুক একাউন্ট খোলার থেকেও সহজ। ফেসবুক পেজ হলো একটি পাবলিক প্রোফাইল। আপনি আপনার প্রোফাল চাইলে প্রাইভেট করে রাখতে পারবেন কিন্তু ফেসবুক কখনোই প্রাইভেট করে রাখতে পারেবন না। ফেসবুক পেজে ফলো বা লাইক দেওয়ার অপশন রয়েছে কোন প্রকারে বন্ধুর অপশন নেই। আপনাকে ধারণা দেওয়ার জন্য ছোট্ট কিছু ইনফরমেশন দিয়ে রাখলাম। চলুন জেনে নেই এইবার কীভাবে পেজ ক্রিয়েট করতে হয়-
ধাপ-১: প্রথমত আপনি আপনার ফোনে আপনার ফেইসবুক আইডিটি লগইন করে নিন। এরপর ফেসবুকের ৩ডট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার প্রোফাইলের নিচে +Creat new profile or Page এ ক্লিক করতে হবে।
ধাপ-২: এরপর নতুন একটি পেজ সামনে আসবে। সেখানে ২ টা অপশন থাকবে প্রথমটা পার্সোনাল প্রোফাইল দ্বতীয়টা পাবলিক পেজ। আমরা যেহেতু পেজ খুলছি সেহেতু অবশ্যই আমরা পাবলিক পাজ সিলেক্ট করব। এরপর Next এ ক্লিক করব।
ধাপ-৩: এরপর পেজের নাল সিলেক্ট করব। আপনি যে নাম দিয়ে পেইজ খুলবেন সেই নাম লিখে দিবেন। তারপর Next এ ক্লিক করবেন।
ধাপ-৪: এরপর আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনি যে বিষয় নিয়ে কাজ করবেন কেউ বা কন্টেন্ট ক্রিয়েট করবেন, কেউবা ব্যবসা করবেন যে যার মতো ক্যাটাগরি নিয়ে কাজ করবেন সেই ক্যাটাগরি সিলেক্ট করবেন এরপর Creat এ ক্লিক করবেন। তাহলেই হয়ে গেলো আপনার ফেসবুক পেজ। কিন্তু এখানেই শেষ নয় আরও কিছু কাজ রয়েছে ।
ধাপ-৫: ফেসবুক পেইজ খোলা তো শেষ। চলুন পেজের সেটিংস নিয়ে কাজ করা যাক। এখন আপনাকে আপনার Bio, Contact, Location, আপনার কর্মঘন্টা সহ সকল তথ্য আপনার নিজের মতো করে প্রকাশ করে। সবগুলো অবশ্যই সঠিক হতে হবে। কেননা আপনার পেজ ভিউয়ারসা সেখান থেকে অর্থাৎ আপনার পেজ থেকেই সকল তথ্য জানতে পারবে।
ধাপ-৬: এরপর আপনার পেজের প্রোফাইল পিকচার ও কাভার ফটো আপলোড করবেন। আপনি যদি আপনার কোন ব্র্যান্ড এর নামে পেইজ খুলেন তাহলে আশাকরি অবশ্যই আপনার নিজস্ব একটা ব্র্যান্ড লোগো থাকবে। আর যদিও বা না থাকে তাহলে Canva থেকে আপনি আপনার ইচ্ছামতো একটা লোগো নিয়ে তা আপলোড করে দিবেন।
আরো পড়ুনঃ ঘরে বসে মাত্র ২০ মিনিটে ইন্ডিয়ান ভিসা অবেদনের নিয়মাবলী
ডেস্কটপে ফেসবুক পেজ খোলার নিয়ম
আমরা যারা ডেস্কটপ ব্যবহার করি তারাও মূলত ফেসবুক ব্যবহার করি। সেক্ষেত্রে আমাদেরও ফেসবুক পেইজ ব্যবহার করতে হয়। আমরা যারা ফেইসবুক পেইজকে প্রোফেশনালভাবে ব্যবহার করতে চায় তাদের জন্য অবশ্যই ডেস্কটপ বা ল্যাপটপে ফেসবুক পেইজ ক্রিয়েট করাটা অত্যন্ত জরুরি। তাই চলুন ডেস্কটপ বা ল্যাপটপে কীভাবে ফেসবুক পেইজ খুলতে হয় তা জেনে নিই-
ধাপ-১: প্রথমত আপনি আপনার ডেস্কটপ বা ল্যাপটপে আপনার ফেইসবুক আইডিটি লগইন করে নিন। লগইন করার পর আপনার ফেসবুল আইকনে ক্লিক করার পর See more এ ক্লিক করুন এভং কিছুটা নিচে স্ক্রল করুন। স্ক্রল করার পর Pages এ ক্লিক করুন।ধাপ-২: এরপর Creat e new Page এ ক্লিক করুন।
ধাপ-৩: এরপর আপনার পেইজের নাম সেট করুন। আপনি যে নাম দিয়ে পেইজ খুলবেন সেই নাম লিখে দিবেন। তারপর Next এ ক্লিক করবেন। এরপর আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন সেই ক্যাটাগরি। সর্বশেষে Bio যেটা অপশনাল আপনি চাইলে দিতেও পারেন আবার দিতে নাও পারেন। তবে আপনি যদি আপনার পেইজকে মানুষের কাছে এক কথায় পরিচিত করাতে চান তাহলে আপনার পেইজ ক্রিয়েট করার উদ্দ্যেশ্য লিখে দিতে পারেন। এরপর নিচে Creat Page এ ক্লিক করুন। তাহলেই আপনার পেইজ ক্রিয়েট করা শেষ।
ধাপ-৪: এখন ঠিক মোবাইলের মতোই আপনার পেইজের সেটিংস ঠিকঠাক করতে হবে। আপনি আপনার ইমেইল অ্যাড্রেস, আপনার অফিস ঠিকানা, কাজের কর্মঘন্টা এগুলোর উল্লেখ করে দিবেন। এরপর Next এ ক্লিক করুন।
ধাপ-৫: এখন আপানর প্রোফাইল, কাভার ফটো আপডেট করুন। অবশ্যই ব্র্যান্ড লোগো ব্যবহার করবেন। ঠিক মোবাইলে যেমনটা নির্দেশনা দেওয়া আছে।
আরো পড়ুনঃ ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
প্রফেশনাল ফেসবুক দেখতে যেমনটা হয়
উপরোক্তে আলোচনা করেছি কীভাবে মোবাইল ও ডেস্কটপে ফেসবুক পেজ খোলার নিয়ম । সকল সঠিক নিয়মে ফেসবুক পেজ খুললেন বা খুলবেন ঠিকই কিন্তু দেখতে কামন হবে সেটা নিয়ে অনেকের আকাংক্ষা থাকতে পারে এবং কিছু বাটন আছে সেগুলোর কাজ কি তাও জানবো।
ফেসবুক পেজের ফিচারসমূহ ও সেগুলোর কাজ
ফেসবুক পেজ খোলার পর ফিচার সমূহ সম্পর্কেও জানতে হবে। পেইজটি দেখতে আপনার প্রোফাইলের মতোই কিন্তু এখানে বেশকিছু ফিচার রয়েছে যেগুলো সাধারণত প্রোফাইলে পাওয়া যায় না। প্রোফেশনাল ফেইসবুকে অনেক ফিচার রয়েছে যেমন: Advertise, Promote, Ads, Reviews, Service ইত্যাদি। এসকল ফিচার ব্যবহার করে আপনি আপনার ব্যবসা, আপনার ব্রান্ড কন্টেন্টসহ সকল কিছু সুন্দরভাবে সবার সামনে তুলে ধরতে পারবেন। যা মানুষকেও আকৃষ্ট করবে এবং আপনার পেজের ফলোয়ার, লাইক বাড়বে।
এই পেজের মাধ্যমে আপনি আপনার অবলাইন ব্যবসা অনায়াসে পরিচালনা করতে পারবেন। সে সাথে আজকাল কন্টেন্ট ক্রিয়েট বা ব্লগিং করে তা এই পেইজে আপলোড করার পর আপনার ভিউজ হিসেবে সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। এক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন ফেইসবুকের পলিসি মেনে সকল কাজ করতে হবে। তাদের কমিউনিটির বাইরে কোন কাজ করলে তারা আপনার পেজ যে কোন সময় বন্ধ করে দিতে পারে।
ফেসবুক পেজ মনিটাইজেশন পাওয়ার ৪টি শর্ত
ফেসবুকের নিজস্ব পলিসি রয়েছে । সেখানে তাদের সমস্তকিছু আলোচনা করা রয়েছে কিভাবে কি করলে কি হয়। আমরা পেজ মনিটাইজেশন করি টাকা ইনকাম করার জন্য। সেখানে অবশ্যই আপনাকে রুলস-রেগুলেশন মেনে কাজ করতে হবে। তারই প্রেক্ষিতে আপনাকে যে শর্তগুলো মেনে কাজ করতে হবে তা নিচে আলোচনা করা হলো:
- প্রথমত আপনি যে পেজটি মনিটাইজেশন করবেন তা পলিসির শর্তঅনুযায়ী প্রথমে সেই পেজে ১০ হাজার ফলোয়ার থাকতে হবে। ঠিক তখনই আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন।
- আপনার ফেসবুক পেজ খোলার ৩মাসের মধ্যে আপনাকে ৩০ হাজার মিনিট ভিডিও দেখতে হবে। একমিনিটের কম সময় দেখা ভিডিওগুলো গনণা করা হয় না। আবার ৩ মিনিটের কম ভিডিওগুলোও আপলোড করলে তা গনণা করা হবে না। ৩ মিনিটের বেশি সময় ধরে ভিডিও আপলোড করতে হবে। সুতরাং ভিউ বাড়াতে ও বিজ্ঞপন দেখানোর জন্য অবশ্যই তিন মিনিটের বেশি সময় ধরে চলা ভিডিও আপলোড করতে হবে।
- নিয়মিত আপনাকে ভিডিও আপলোড করতে হবে। মনে রাখবেন প্রতিদিন একই সময়েই ভিডিও আপলোড করবেন তাহলে আপনার রিচ বাড়ার সম্ভাবনা বেশি থাকে।
- আপনি যে ভিডিওটি আপলোড করবেন তা অবশ্যই ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড হতে হবে। তাদের পলিসির বাইরে বা তাদের গাইডলাইনের বাইরে ভিডিও করলে আপনার পেজ ব্যান্ড হয়ে যাবে।
পেজ মনিটাইজেশনের জন্য আবেদনের নিয়ম
- প্রথমত আপনি পেজের হোমে যান। সেখানে মনিটাইজেশন অপশন দেখতে পারবেন। মনিটাজেশন অপশনে ক্লিক করুন। এরপর আপনার যে পেজটি মনিটাইজেশন করাবেন সেই পেজটি মনিটাইজেশনের জন্য ঠিক আছে কিনা তা দেখে নিন।
- যদি আপনার পেজে কোন সমস্যা থেকে থাকে তাহলে পাশে থাকা হলুদ বৃত্তটি বড় করে দেখাবে। তার সাথে আপনার পেজটি যদি কোন ভাবেই মনিটাইজেশনের জন্য প্রস্তুত না থাকে তাহলে সেখানে লাল চিহ্নটি দেখাবে।
- এরপর আপনাকে আরো বেশ কিছু ধাপ করতে হবে যেখানে আপবার নাম, ঠিকানা, ইমেইল অ্যাড্রেসসহ আরো কিছু তথ্য চাইবে সেগুলো ভালোভাবে দিবেন। সম্পূর্ণ প্রক্রিয়া শেষে আপনার পেজ মনিটাইজেশন হবে ফেসবুকের দ্বারা
- পেজটি যদি মনিটাইজেশনের জন্য যোগ্য হয় তাহলে পাশের সবুজ বৃত্তটি বড় করে দেখাবে এবং লেখা থাকবে Congratulations! Your page is read to earn money।
আমাদের শেষকথা
প্রিয় পাঠক আশাকরি আজকের সম্পূর্ণ আর্টিকেলটি পড়ে খুব সহজেই ফেসবুক পেজ খোলার নিয়ম জানতে পেরেছেন এবং তা পরিচালনা করতে হয় তা সম্পর্কে সম্পূর্ণ ধারাণা পেয়ে গেছেন। তাছাড়াও কীভাবে মনিটাইজেশন পাবেন তার শর্তসমূহ এবং মনিটাইজেশন আবেদন করার নিয়ম সম্পর্কেও জেনেছেন। তাই দেরি না করে আপনিও খুলে ফেলুন ফেসবুক পেজ এবং শুরু করুন আপনার মনের মতি ক্যাটাগরি নিয়ে কাজ।
এইরকম আরো তথ্যমূলক আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। কারণ আমরা আমদের ওয়েবসাইটে নিয়মিত এই ধরণের আর্টিকেল প্রকাশ করে থাকি।
আবির ইনফো টেকের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url