কলকাতা ভ্রমণ গাইডলাইন। কম খরচে কলকাতা ভ্রমণ। সহজ পথে কলকাতা ভ্রমণ। Kolkata Travel Guide
বাংলাদেশের মানুষের বিদেশ ভ্রমণের মধ্যে ইন্ডিয়া (ভারত) সবার ওপরে। মানুষ যে শুধু ভ্রমণের উদ্দ্যেশেই যায় বিষয়টি ঠিক তেমন নয় অনেকেই আছেন যারা চিকিৎসা নিতেও যায়।যারা কলকাতা ভ্রমণে ইচ্ছুক কিন্তু প্রোপার গাইডলাইনের অভাবে ট্যুর প্ল্যান করতে পারছেন না তাদের জন্য আজকের এই আর্টকেলটি হতে পারে বেস্ট গাইডলাইন।
আপনি যখন একটি ট্যুর প্ল্যান করবেন তখন অনেকগুলো বিষয় সামনে আসে
কোথায় কোথায় ঘুরবেন, কখন কোথায় খাবেন, কোথায় থাকবেন তার একটা খসড়া বাসা থেকেই করে
নিবেন যাতে সেখানে কোন প্রকার টাকার সমস্যায় না হয়। কলকাতার সকল দোকানগুলো প্রায়
৮ থেেক ৮:৩০ এর মধ্যে বন্ধ হয়ে যায়। তবে খাবার দোকানগুলো রাত অবদি খোলা
পাবেন।
পেজসূচী পত্রঃ কলকাতা ভ্রমণ গাইডলাইন
সড়ক পথে
রেলপথে
যারা মূলত ট্রেনে ভ্রমণ করতে পছন্দ করেন তাহলে অবশ্যই ট্রেন আপনার জন্য হতে পারে সবথেকে সুবিধাজনক। মৈত্রী এক্সপ্রেস ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ছেড়ে যায়। এ পথে কোন ইমিগ্রেশনের বাধা থাকে না । আপনি যখন ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশনে উঠবেন তখনি আপনার পাসপোর্ট ও ভিসা চেক করে নেওয়া হবে আবার কলকাতার চিতপুরে একবার পাসপোর্ট এবং ভিসা চেক করা হবে।
মৈত্রী এক্সপ্রেস ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশন থেকে সকাল ৮টা ১০ মিনিটে ছাড়ে এবং
কলকাতার কলকাতা স্টেশন থেকে সকাল ৭ টা ১০ মিনিটে ছাড়ে। সকল ট্রেন মূলত সব দিন চলে
না। ঢাকা কলকাতা রুটে ট্রেন চলে মোট ৪টি যার মধ্যে ২টি ট্রেন বাংলাদেশের আর ২ টি
ট্রেন ভারতের।
ঢাকায় ট্রেনের টিকিট পাওয়া যায় শুধুমাত্র
কমলাপুর স্টেশনে। চাইলে আপনি রিটার্ন টিকিট ও কিনতে পারেন।
বাংলাদেশের
রেলওয়ের ট্রেনের নাম ও সিডিউলঃ
- ঢাকা-কলকাতা ঃ ৩১০৭ বারঃ শুক্রবার ও রবিবার
- কলকাতা-ঢাকাঃ ৩১১০ বারঃ শনিবার ও সোমবার
- কলকাতা-ঢাকাঃ ৩১০৯ বারঃ শুক্রবার ও মঙ্গলবার
- ঢাকা-কলকাতাঃ ৩১১০ বারঃ শনিবার ও বুধবার
আকাশপথে
আপনি যদি বাস বা ট্রেনে সফর করতে সমস্যা হয় অথবা অপনার ইমার্জেন্সি কোন কাজ বা আপনার সময় সল্প সে ক্ষেত্রে আপনি আকাশপথ কে বেছে নিতে পারেন। সে ক্ষেত্রে আপনার সময় লাগবে ৪৫ মিনিট। বাংলাদেশ এয়ারল্যান্স এবং ইন্ডিয়ার বেশ কিছু এয়ারল্যান্স কোম্পানিগুলো ফ্লাইট পরিচালনা করে থাকে। ভাড়া ১২০০০ থেকে ১৫০০০ টাকার মধ্যে হতে পারে। তবে ১-২ মাস আগে টিকিট বুকিং দিয়ে রাখলে সে ক্ষেত্রে অনেকটা কম এর মধ্যে পাওয়া যায়।
কলকাতার আবাসন ব্যবস্থা
কলকতায় প্রথমবার এসে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হতে হয় হোটেল ব্যবস্থা নিয়ে। আবাসন ব্যবস্থাটা সম্পূর্ণ আপনার ওপর নির্ভর করে াপনি কেমন স্পটে থাকতে চান। আপনি ৩০০রুপি থেকে ৫০০ রুপির মধ্যেও রুম পেয়ে যাবেন আবার ৫০০০ রুপিতেও বিলাসবহুল রুম পেয়ে যাবেন এমনকি ২৫০০০ রুপিতেও রুম পাবেন । এখন আপনি কোন হোটেলে থাকবেন তা সম্পূর্ণ আপনার বাজেটের ওপর নির্ভর করে। কলকাতা শহর অনেকটা বড় তাই এখানে শহর ভেদে হোটেল খরচ একেকরকম। তাই আপনি কি কাজে এসেছেন তার ওপর ভিত্তি করে হোটেল বাছাই করা উচিত।
কলকাতায় খাবেন কি?
আশাকরি প্রথমবার ভ্রমণ করলে এই সকল তথ্যগুলো অবশ্যই অনেকটা উপকারে
আসবে। আপনার কলকাতা ভ্রমণ সহজ ও সুন্দর হোক এই কামনা করে আজকের
আর্টিকেল এখানেই শেষ করলাম।
আবির ইনফো টেকের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url