মুক্তিযোদ্ধা কোটা বাতিল না হলে দেশব্যাপী আন্দোলনের আল্টিমেটাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
৩০ জুনের মধ্যে মুক্তিযোদ্ধা কোটা বাতিল না হলে দেশব্যাপী আন্দোলনের আল্টিমেটাম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
সরকারি চাকুরিতে ৯ম থেকে ১৩তম গ্রেডে বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের ৩০ শতাংশ কোটা পুনঃবহলের হাইকোর্টের রায় প্রত্যাহারের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।শিক্ষার্থীরা একত্রিত হয়ে বিভিন্ন শ্লোগানে শ্লোগানে প্রতিবাদ কন্ঠ উচ্চােরিত করে। আগামি ৩০ জুনের মধ্যে মুক্তিযোদ্ধা কোটা পুরোপুরি বাতিল করা না হলে দেশব্যাপী আন্দোলনের আল্টিমেটাম দিয়েছে তারা।
আজ রোববার সকাল ১১ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক প্রতিবাদ সমাবেশে এই আল্টিমেটান দেয় তারা। তারা মুক্তিযোদ্ধাদের অবদানকে কুলসিত না করার দাবি জানান তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে কয়েক হাজার শিক্ষার্থী প্রতিবাদী মিছিল বের করে । মিছিলটি কলা ভবনের সামনে দিয়ে ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে মানববন্ধন শেষে সমাভেশ করেন শিক্ষার্থীরা। বিক্ষিভ সমাবেশ শেষে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল অ্যাটর্নী জেনারেলের সাথে দেখা করতে হাইকোর্টে গেছেন। তারা অ্যাটর্নী জেনারেলকে এ বিষয়ে একটি স্মারকলিপি দেবেন বলে জানা গেছে। এর আগে গত ৬ জুন কোটা ব্য়বস্থা বাতিল চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল বের করা হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করা হয়।
আবির ইনফো টেকের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url