রাসেল ভাইপার সাপ কামড়ালে ৫টি করণীয়। রাসেল ভাইপার সাপের কামড় এড়াতে ৮টিকরণীয়

বর্তমানের এক আতঙ্কের নাম রাসেল ভাইপার। যা চন্দ্রবোড়া বা উলুবোড়া নামে পরিচিত। ভয়ঙ্কর ভিষধর রাসেল ভাইপার দক্ষ সাতারু হওয়ায় নদীর স্রোতে ও বন্যার পানিতে দেশের বিভিন্ন এলাকায় বিশাল আকারে ছড়িয়ে পড়েছে। রাসেল ভাইপারের উপস্থিতি উদ্বেগজনক হলেও এই সাপের সাথে মানুষের সম্মুখিন হওয়ার সম্ভবনা কম।


এই সাপ সাধারনত নিচু ভূমির ঘাস, বন ,ঝোপ-ঝাঁড়,কৃষি এলাকয় বাস করে এবং মানুষের বসতি এড়িয়ে চলে। সাপটি মেটে রঙয়ের হওয়ায় সহজে মাটির সঙ্গে মিশে যেতে পারে। এর ফলে মানুষের চোখে ধরতে সময় লাগে কিন্তু সাপ মানুষের উপস্থিতি টের পেয়ে সাপটি বিপদ দেখে ভয়ে আক্রমণ করে ।

সাপের কামড় এড়াতে ৮টি করণীয়

  • যে সব এলাকায় রাসেল ভাইপার দেখা যাচ্ছে সে সকল এলাকায় চলাফেরায়  বাড়তি সাবধানতা অবলম্বন করতে হবে। 
  • কৃষি অঞ্চল, লম্বা ঘাস, ঝোঁপ-ঝাড়ে হাটার সময় সতকর্তা অবলম্বন করতে হবে।
  • রাতে চলাফেরা করার সময় আবশ্যই টর্চ লাইট ব্যবহার করতে হবে।
  • বাড়ির চারপাশেে আঙ্গিনা সবসময় পরিষ্কার রাখতে হবে।
  • পতিত গাছ, লাকড়ি, খড় সরানোর সম্য় বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে।
  • সাপ দেখলে আতঙ্কিত হয়ে ধরে বা মারার চেষ্টা করবেন না।
  • কখনো কোন গর্তে হাত-পা ঢুকানি যাবে না। 
  • প্রয়োজনে জাতীয় হেল্প লাইন ৩৩৩ নম্বরে কল করুন।

সাপের কামড় খেলে ৫টি করণীয়

  • যেখানে কামড় খেয়েছেন সে স্থানটি নড়াচড়া করানি যাবে না। পায়ে কামড় দিয়ে থাকলে সাথে সাথে বসে যেতে হবে, হাটা যাবে না। হাতে কামড় দিলে হাতো নড়াচড়া করানি যাবে না,হাত-পায়ের নড়াচড়ায় মাংসপেশীর সংকোচনের কারেণে বিষ খুব দ্রুত রক্তের মাধ্যমে শরীরে ছড়িয়ে গিয়ে বিষক্রিয়া করতে পারে।
  • শরীরে অলংকার,তাবিজ,ঘড়ি ইত্যাদি থাকলে খুলে ফেলুন।
  • আক্রান্ত স্থান সাবান দিয়ে আলতোভাবে ধুতে হবে অথবা কোন ভেজা কাপড় দিয়ে আলতোভাবে মুছতে হবে। 
  • যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতাল বা সাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে যান।
  • আতঙ্কিত হবেন না, রাসেল ভাইপারের বিষ প্রতিষেধক বা অ্যান্টিভেনম নিকটস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে পাওয়া যায়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আবির ইনফো টেকের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url