ডেস্কটপে স্ক্রিনশট নেয়ার টেকনিকস। আর্টিকেল রাইটিং।

আমরাজানি ব্লগার ওয়েবসাইটের জন্য আর্টিকেল রাইটিং কতোটা গুরুত্বপূর্ণ। আর্টিকেল লেখার উদ্দ্যেশো হলো পাঠককে তার সারমর্ম বুঝিয়ে উপস্থাপন করা। সকল তথ্য প্রদানের পরেও আমাদের পাঠকের অনেক জায়গায় বুঝতে অসুবিধা হয়। যা আমাদের জন্য অনেক কষ্টকর।অনেক টেকনিক্যাল কিছু আছে যা আমরা লেখালেখি করে পাঠকের মন জয় করতে পারি না ।


তাই এই সকল সমস্যা দূর করতে আমরা প্র্যাকটিক্যাল ভাবে কোন কিছু বুঝানোর জন্য স্ক্রিনশট নিয়ে তা সরাসরি পাঠকের সামনে উপস্থাপন করলে পাঠক তা খুব দ্রুত তা বুঝতে পারে এতে পাঠক অনেকটাই উপকৃত হয়।আমরা সকলেই মোবাইলে কীভাবে স্ক্রীনশট নিতে হয় তা খুব ভালো ভাবেই জানি কিন্তু ডেস্কটপ বা ল্যাপটপে কীভাবে স্ক্রীনশট নিতে হয় তা অনেকেই হয়তো জানিনা । যারা নতুন কন্টেন্ট রাইটিং নিয়ে কাজ কর‍ছেন তারা অনেকই আজকে শিখে যাবেন মার্জিত ভাবে কীভাবে কন্টেন্টে স্কীনশট যুক্ত করতে হয়।

চলুন এইবার শুরু করা যাক স্ক্রীনশট নেয়ার টেকনিকস -

প্রথমত আমরা কি-বোর্ড এর উইনডো বাটনে চাপ দিয়ে সার্চবারে Snipping Tool লিখে  সার্চ করব। 

সার্চ করার পর তার উপর ক্লিক করলেই ওপর দিয়ে বেশকিছু Tools আসবে তার মধ্যে New এ ক্লিক করে আপনার ঠিক যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই সিলেক্ট করতে হবে। মাউসের লেফ্ট সাইডে ক্লিক করে ধরে রেখে সিলেক্ট করে ছেড়ে দিতে হবে।

এছাড়ও আমরা কি-বোর্ডে শর্টকার্ট কোড ব্যবহার করেও খুব সহজেই স্ক্রীনশট নিতে পারি আর সেই  কোডটি হলো Window logo key + Shift+ S ।

আমরা যে আমাদের ওয়েবসাইটে ছবি গুলো আপলোড করব সেক্ষেত্রে ছবিগুলো চুরি হওয়ার সম্ভাবনা থাকে। তাই চলুন চুরি ঠেকাতে কিছু পদ্ধতি অবলম্বন করা যাক। 

আমরা অনেকেই এডোবি ফটোশপ অ্যাপ এর নাম জানি। প্রথমত আমরা এডোবি ফটোশপ অ্যাপে প্রবেশ করে ফইলে মাউস কার্সর নিয়ে ওপেন এ ক্লিক করে আপনি যেই ছবি এডিট করবেন তা সিলেক্ট করে ওপেন করে নিতে  হবে।

এইবার ছবিটা কে এডিট করতে হবে। আমরা মূলত জল ছাপ দিয়ে ছবির মধ্যে নিজের  নাম লিখে তা চুরি মুক্ত করব। প্রথমত ছবিটা ওপেন করার পর নিচের দিকে T icon এ ক্লিক করতে হবে এরপর উপরের দিকে চারকোণা একটি বক্স দেখা যাবে সেখানে কালার সেট করতে হবে আপনি আপনার পছন্দ মতো একটা সিলেক্ট করে আপনি যে ছবি নির্বাচন করেছেন তার মধ্যে আপনার পছন্দ অনুযায়ী লিখতে হবে।


বিঃদ্রঃউপরোক্ত ছবিতে New এ তীর চিহ্ন দেওয়া আছে সেটা প্রধান ছবির যা এডিট করা হয়েছে।

এরপর আমরা ঠিক উপরের দিকে Window তে ক্লিক করে যে  লিস্ট আসবে সে লিস্টের নিচের দিকে Layer এ ক্লিক করে ডান সাইডে একটি বক্স আসবে সে বক্সে Opacity তে 10% করে দিলে দেখবেন গাঢ় রঙের লিখা হালকা হয়ে যাবে। এটাই মূলত জল ছাপ। 


এরপর ctrl+S একসাথে চেপে ধরে Save করতে হবে।


এখন আপনি আপনার ছবিটা আপনার ওয়েবসাইটে বব্যহার করতে পারেন। এই ছবিটা অন্য কেউ বব্যহার করতে পারবে না ।

আশাকরি বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন। আরো নতুন নতুন ট্রিকস শিখতে আবির ইনফো টেকের সাথেই থাকুন ।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আবির ইনফো টেকের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url