ডেস্কটপে স্ক্রিনশট নেয়ার টেকনিকস। আর্টিকেল রাইটিং।
চলুন এইবার শুরু করা যাক স্ক্রীনশট নেয়ার টেকনিকস -
প্রথমত আমরা কি-বোর্ড এর উইনডো বাটনে চাপ দিয়ে সার্চবারে Snipping Tool লিখে সার্চ করব।
এছাড়ও আমরা কি-বোর্ডে শর্টকার্ট কোড ব্যবহার করেও খুব সহজেই স্ক্রীনশট নিতে পারি আর সেই কোডটি হলো Window logo key + Shift+ S ।
আমরা যে আমাদের ওয়েবসাইটে ছবি গুলো আপলোড করব সেক্ষেত্রে ছবিগুলো চুরি হওয়ার সম্ভাবনা থাকে। তাই চলুন চুরি ঠেকাতে কিছু পদ্ধতি অবলম্বন করা যাক।
আমরা অনেকেই এডোবি ফটোশপ অ্যাপ এর নাম জানি। প্রথমত আমরা এডোবি ফটোশপ অ্যাপে
প্রবেশ করে ফইলে মাউস কার্সর নিয়ে ওপেন এ ক্লিক করে আপনি যেই ছবি এডিট করবেন তা
সিলেক্ট করে ওপেন করে নিতে হবে।
এইবার ছবিটা কে এডিট করতে হবে। আমরা মূলত জল ছাপ দিয়ে ছবির মধ্যে নিজের নাম লিখে তা চুরি মুক্ত করব। প্রথমত ছবিটা ওপেন করার পর নিচের দিকে T icon এ ক্লিক করতে হবে এরপর উপরের দিকে চারকোণা একটি বক্স দেখা যাবে সেখানে কালার সেট করতে হবে আপনি আপনার পছন্দ মতো একটা সিলেক্ট করে আপনি যে ছবি নির্বাচন করেছেন তার মধ্যে আপনার পছন্দ অনুযায়ী লিখতে হবে।
বিঃদ্রঃউপরোক্ত ছবিতে New এ তীর চিহ্ন দেওয়া আছে সেটা প্রধান ছবির যা এডিট করা হয়েছে।
এরপর আমরা ঠিক উপরের দিকে Window তে ক্লিক করে যে লিস্ট আসবে সে লিস্টের নিচের দিকে Layer এ ক্লিক করে ডান সাইডে একটি বক্স আসবে সে বক্সে Opacity তে 10% করে দিলে দেখবেন গাঢ় রঙের লিখা হালকা হয়ে যাবে। এটাই মূলত জল ছাপ।
আবির ইনফো টেকের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url