ডিজিটাল মার্কেটিং এর জন্য ওয়েবসাইটের আদ্যোপান্ত ধারনা
বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর জন্য খুবিই জনপ্রিয় ২টা ওয়েবসাইট রয়েছে।
- ব্লগার
- ওয়ার্ডপ্রেস
উপরের লিংকে ক্লিক করে জেনে নিন কোন ওয়াবসাইট বেস্ট।
সূচীপত্রঃ ডিজিটাল মার্কেটিং এর জন্য ওয়েবসাইটের আদ্যোপান্ত ধারনা
আসুন ওয়েবসাইটের প্রাথমিক কিছু বিষয়ের সাথে পরিচিত হয়।
হোস্টিং:
ডোমেইন:
টপ লেবেল ডোমেইন: মনে রাখবেন গুগোলে টপ র্যাং করাতে হলে অবশ্যই টপ লেবেল ডোমেইন লাগবে। টপ লেবেল ডোমেইন- .com , .info , .bd , .org
ব্যান্ডউইথ:
ব্যান্ডউইথ হলো MB,GB খরচ। এখন ভাবছেন ব্যান্ডউইথে কিভাবে MB,GB খরচ হচ্ছে । ধরুন আপনি একটি ওয়েবসাইট খুলেছেন সেই ওয়েবসাইটে একটি পেজের ব্যান্ডউইথ 10 MB। সেই পেজে যদি কোন visitor আসে আর সেই ব্যাক্তির যদি Data Connection অন থাকে তাহলে ব্যান্ডউইথ খরচ হবে 20 MB। 10MB visitor এর আর 10 MB পেইজ মালিকের। কারণ Server থেকে Visitor পর্যন্ত পৌঁছাতেও 10MB প্রয়োজন যা পেইজ মালিক থেকে কাঁটা হবে। আশাকরি বিষয়টা বুঝতে পেরেছেন।
নিশ:
নিশ হলো মূলত কোন একটি বিবৃতির Key Word। নিশ ২প্রকার।১.এক্সাক্ট নিশ ২.রেন্ডম নিশ
এক্সাক্ট নিশ:এক্সাক্ট নিশ হলো কোন একটি নির্দিষ্ট টপিককে কেন্দ্র করে বিভিন্নভাবে কন্টেন্ট লিখা। ধরুন আপনি টেকনোলোজি নিয়ে লেখালেখি করতে ভালোবাসেন।শুধুমাত্র টাকনোলোজি নিয়ে অনেককিছু লেখালেখি করাটাই এক্সাক্ট নিশ।
রেন্ডম নিশ:রেন্ডম নিশ হলো অনেকগুলো টপিক নিয়ে কন্টেন্ট লিখা।এই কন্টেন্ট গুলো বিভিন্ন ধরনের হতে পারে। যেনন: Technology , Education, Beauty, Lifestyle ইত্যাদি।
ফাইল সার্ভার:
এটা এমন ধরনের সার্ভার যেখানে আমরা ফাইলগুলো সংরক্ষিত রাখতে পারি। অডিও,ভিডিও,নাটক,মুভি,পিডিএফ ফাইল গুলো আমরা ফ্রি ফাইল সার্ভারে রাখতে পারি।
আশাকরি এগুলো পড়ার মাধ্যমে কিছুটা হলেও উপকৃত হয়েছেন। পরর্বতীতে আমরা ব্লগার ওয়েবসাইট কীভাবে খুলতে হয় তা নিয়ে বিস্তারিত আলোচোনা করব।
আবির ইনফো টেকের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url