ব্লগারে ডোমেইন সেটআপ করার পদ্ধতি ২০২৪
ডোমাইন একটি ওয়েবসাইটের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। গুগোলে আপনার কন্টেন্ট টপ র্যাংক করানোর জন্য ডোমেইনের বিকল্প নেই। ডোমেইন অনেক ধরনের হতে পারে যেমন: .xyz,.com ,.bd,.org ইত্যাদি। আমরা অবশ্যই টপ লেবেল ডোমেইন নিয়ে কাজ করব। ডোমেইন সম্পর্কে আরো বিস্তারিত জানতে ক্লিক করুন।
ডোমেিন নিজের নামে করার পদ্ধতি
প্রথমত আমরা যে জি-মেইল আইডি দিয়ে ডোমেইন কিনবো সেই জি-মেইল আইডি Login করে রাখবো। কারণ name cheap থেকে ডোমেইন সেটাপ করার জন্য লিংক প্রদান করা হবে। আপনি আমাদের কাছে ডোমেইন ক্রয় করলে ২৪ কর্মঘন্টার মধ্যে ডোমেইন পেয়ে যাবেন। এরপর Name Cheap হতে একটি মেইল প্রদান করা হবে যেখানে একটি লম্বা লইনের লিংক থাকবে। সেই লিংক এ ক্লিক করে আমরা প্রথমত অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে username(abc002) , password বেশকিছু information প্রদান করে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে।
আবারো জি- মেইলে প্রবেশ করে সেখানে ওই লিংকে ক্লিক করে আবারো NameCheap এর ওয়েবসাইটে এসে Accept ও Decline দেখাবে আমরা Accept এ ক্লিক করে আবারো বেশকিছু information চাইবে Address, mobile number, postal code ইত্যাদি পূরণ করে Save change এ ক্লিক করবেন। তাহলে ডোমেইনটা আপনার নামে হয়ে গেলো। যেহেতু আমি ব্লগার ওয়েবসাইট নিয়ে কাজ করছি সেহেতু আমি ব্লগার ওয়েবসাইট ডোমেইন সেটাপ করব।
আমরা সকলেই জানি ডোমেইন ক্রয় করে ওয়েবসাইটের সাথে সংযোগ করতে হয়। পূর্ববর্তী কন্টেন্টে আমরা জেনেছি কোন কোম্পানি ডোমেইন ভালো। অবশ্যই ইন্টারন্যাশনাল কোম্পানির (Name Cheap) ডোমেইন ভালো। ইন্টারন্যাশনাল কোম্পানির ডোমেইন ক্রয় করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
ব্লগারে ডোমেইন সেটাপ
আমরা আমাদের ব্লগার ওয়েবসাইটে প্রবেশ করব। সরাসরি সেটিংসে প্রবেশ করে Custom Domain এ ক্লিক করব। এরপর একটি বক্স আসবে। সেখানে আমরা যে নামে ডোমেইন কিনেছি সেই নামটির সাথে [উদাহরণ:(www.abirinfotech.com)] এমনটা লিখে Save এ ক্লিক করলে নিচে লাল রঙয়ের বেশ কয়েক লাইন আসবে। আমরা আবারো সেই Name Cheap এ প্রবেশ করব।সেখানে Advance DNS এ ক্লিক করব। ক্লিক করার সাথে একটি Page এ নিয়ে যাবে ।
সেখানে Type এর ফাঁকা বক্সে ক্লিক করে উপরে Action এ ক্লিক করার পর Remove এ ক্লিক করার পর Add New Record এ ক্লিক করার পর Remove এ ক্লিক করব। ক্লিক করার পর Add New Record এ ক্লিক করে প্রথমে ২টা Cname Record যুক্ত করতে হবে ।১ম টার Host এর জায়গায় www. এবং Value এর জায়গায় ওই যে ব্লগারের Custom Domain এর নিচে যে বেশ কয়েক লাইন লিখা আসছিল সেখানে Destination: এরপর থেকে .com পর্যন্ত কপি করে Value তে বসাবো।
পরেরটাও Host এ Name: এর পরের অংশ Destinatios এর আগের অংশটা বসাবো এবং Value তে Destinations এরপরে অংশটুকু অর্থাৎ .com পর্যন্ত। এরপর ৪টা A Record যুক্ত করব একইভাবে Add New Record থেকে ৪টা IP Address বসাতে হবে। যেটা আমার প্রদান করে থাকবো। এবং Host এর জায়গায় @ বসাবো। এরপর Save all change এ ক্লিক করে আমরা ব্লগারে Custom Domain এ এসে Save এ ক্লিক করব। এরসাথে Redirect Domain , HTTPS অন করে দিব। ঠিক ৩০ মিনিট পর আপনার ওয়েবসাইট গুগোলে লাইভ হয়ে যাবে।
আশাকরি বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আপনিও দ্রুত Domain সেটাপ করে ফেলুন। আর আমাদের সাথেই থাকুন ।
ধন্যবাদ❤️😊
আবির ইনফো টেকের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url