ব্লগারে abirinfotech.com website তৈরি করলাম যেভাবে

  ব্লগার ওয়েবসাইট তৈরি

ফ্রিল্যান্সারদের জন্য বহুল আলোচিত ও বহুল ব্যবহৃত ওয়েবসাইট হলো ব্লগার ওয়েবসাইট। ব্লগার ওয়েবসাইট মূলত গুগোলে প্রোডাক্ট। এটি নিঃস্বন্দেহে ভালো ও টেকসই।আমরা যখন ভবিষ্যৎকে কেন্দ্র করে কোনকিছু করার চেষ্টা করি সেটা অবশ্যই দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে করে থাকি। ঠিক তেমনি ব্লগার ওয়েবসাইট নিয়ে কাজ করার জন্য থাকতে হবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও বাস্তবায়ন।

চলুন ওয়েবসাইট তৈরির প্রক্রিয়া সর্ম্পকে জেনে আসি -

প্রথমত আমরা আমাদের ডেস্কটপে আমরা জি-মেইল প্রবেশ করাই। আর মোবাইলে তো জি মেইল প্রবেশ করানোই থাকে। এরপর আমরা গুগোলে প্রবেশ করব। গোগোলে সার্চবারে   Blogger লিখে সার্চ করলে Blogger Website ওপেন হয়ে যাবে। অতঃপর ক্রিয়েট  একাউন্টে প্রবেশ করে বেশ কিছু information প্রদান করতে হবে। প্রথমত Blog title মানে আপনার  Blogger Website এর নাম। Display name অর্থাৎ যেটা গুগোলে সার্চ দিলে show করবে  এইভাবে ২-৩ টা ধাপ কমপ্লিট করলে আপনার ব্লগার ওয়েবসাইটটি তৈরি হয়ে যাবে। গুগোল কতৃক একটি ফ্রি ডোমেইন আপনাকে প্রদান করা হব।     

যেমন:abirinfotech.blogspot.com আপনার ক্রয়কৃত ডোমেইন যখন ব্লগার  ওয়েবসাইটে সংযুক্ত হবে তখন নাম হবে- https://www.abirinfotech.com/  

বি:দ্র: Title ও Display name অবশ্যই ছোট হাতের অক্ষরের হতে হবে।

তাহলে ওয়েবসাইট তো ওপেন হয়ে গেলো। আসুন ওয়েবসাইটের বেশ কিছু সেক্টর রয়েছে । সেগুলো নিয়ে আলোচনা করা যাক।

পোস্ট:

পোস্ট হচ্ছে কোন কন্টেন্ট লিখে সেটাকে পাবলিশ করে ভিউয়ার এর সামনে তুলে ধরা। পোস্ট ইচ্ছামত করা যায় এর কোন লিমিট নেই। কারণ ব্লগারে Hosting সম্পূর্ণ আনলিমিটেড। 

স্টেটস:

স্টেটস এর কাজ হলো মূলত কতজন ভিউয়ার হচ্ছে ওয়েবসাইটে সেটা Analysis করা।শুধু যে ওয়াবসাইট কে Analysis করে তা নয় Latest post, Popular post কোন দেশ থেকে কতজন ভিজিটর আসছে সকলকিছুর তথ্য দিয়ে থাকে।

কমেন্ট:

কমেন্ট অনেকটা ফেইসবুকের মতোই। আপনার আর্টিকেল পড়ে কেউ যদি উপকৃত হয় বা  ভালো লেগে থাকে তাহলে ভিজিটর চাইলে আপনার কন্টেন্ট এ কমেন্ট করতে পারে। তবে কমেন্ট এর আয়ত্ত সম্পূর্ণ আপনার হাতে। আপনি চাইলে কমেন্ট পাবলিশ করতে পারেন আবার আনপাবলিশও রাখতে পারেন। 

আর্নিং:

বহুল  কাঙ্খিত একটি টপিক। এতো কষ্ট করে কন্টেন্ট লিখছেন অবশ্যই এখান থেকে কিছু আয়ের উদ্দ্যেশ্যে । কিন্তু আমরা এই আর্নিং সেকশন থেকে কোন কিছুই করব না । এখানে আসার কোনই প্রোয়োজন নেই । আমরা আলাদাভাবে Google Adsense এ একাউন্ট খুলে তা ব্লগারে এ্যাড করব।

পেইজেস:

পোস্ট ও পেজ অনেকটাই  একই রকমের মনে হয়। একই রকম মনে হলেও ২টার মধ্যে পার্থ্যক্য রয়েছে। কী পার্থ্যক্য? প্রাথমিকভাবে পার্থ্যক্য হলো পোস্ট  এর ডান সাইডে অনেককিছু থাকে আর পেইজ এ কিছুই থাকে না। 

লেআউট:

লেআউট হলো ওয়েবসাইট এর ব্যাহিক সৌন্দর্য। এই লেআউট কে আমরা কাস্টমাইজ করতে পারি। লেআউটে বেশকিছু কাস্টমাইজ অপশন রয়েছে সেগুলো নিয়ে  আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব।

থিম:

থিম হলো ওয়েবসাইট এর ভেতরের সৌন্দর্য । থিম মূলত ২ প্রকার। ১.ফ্রি থিম                                                                                                                                     ২. পেইড থিম  আপনি আপনার ইচ্ছেমতো থিম নিয়ে কাজ করতে পারেন। ব্লগারে বেশ কিছু ফ্রি থিম রয়েছে।চাইলে সেগুলি কাস্টমাইজ করে ব্যবহার করতে পারেন। আবার পেইড থিম ক্রয় করে আপনি আপনার ওয়েবসাইটকে সাজাতে পারেন।পেইড থিম মার্কেটে ৫০$ থেকে ২০০$ এ বিক্রি হয়ে থাকে।

সেটিংস:

সেটিংস ব্লগার ওয়েবসাইটের একটি গুরুত্বপূর্ণ সেক্টর।  এই সেক্টরে বেশ কিছু কাজ রয়েছে তার মধ্যে Domain setup অন্যতম, HTTP redirect, ফেবিকন ইত্যাদি।


আগামী আর্টিকেলে আমরা Domain setup নিয়ে কাজ করবো। সাথেই থাকুন আমাদের ।


ধন্যবাদ❤️😊

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আবির ইনফো টেকের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url