ডিজিটাল মার্কেটিং এর জন্য বেস্ট ওয়েবসাইট । Best website for Digital Marketing
ডিজিটাল মার্কেটিং এর জন্য বেস্ট ওয়েবসাইট
ডিজিটাল মার্কেটিং এর জন্য মূলত জনপ্রিয় দুটি ওয়েবসাইট রয়েছে।একটি হলো ব্লগার অপরটি হলো ওয়ার্ডপ্রেস । দুটি ওয়েবসাইট এর বেশ কিছু সুবিধা ও অসুবিধা রয়েছে।আসুন জেনে নি ব্লগার ও ওয়াডপ্রেস এই দুটি ওয়েবসাইটের সুবিধা ও অসুবিধা নিয়ে।
পেজ সূচীপত্র
ওয়ার্ডপ্রেস ডিজিটাল মার্কেটিং এর জন্য ব্যবহৃত একটি ওয়েবসাইট। এটি মূলত সিএমএস প্লাটফর্ম ।যেটি ব্যবহার করে আপনি প্রোফেশনাল একটি ওয়েবসাইট গড়ে তুলতে পারেন।
দুটি প্লাটফর্ম ব্যবহারে খরচ কেমন?
এইটি বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে-হোস্টিং:
হোস্টিং অনেকটা জায়গা কিনার মতো । ধরেন আপনি গুগোল এ জায়গা কিনবেন সেইজন্য কিছু খরচা করা লাগবে ? উত্তর হলো হ্যাঁ আবার না ।আপনি যদি ব্লগারকে ব্যবহার করে থাকেন তাহলে গুগোল কতৃপক্ষ আপনাকে হোস্টিং পুরোপুরি ফ্রিতে প্রদান করবে।আর ওয়ার্ডপ্রেস এর জন্য অবশ্যই আপনাকে ডোমেস্টিক অথবা ইন্টারন্যাশনাল কোম্পানির কাছে থেকে বিভিন্ন হোস্টিং প্ল্যানিং যেকোনো একটি বাছাই করে নিতে পারে।
ডোমেইন:
ডোমেইন হলো আপনার ওয়েবসাইটের রাজিস্ট্রেশন করা নাম। আপনি গুগোল জায়গা(হোস্টিং) নিয়েছেন সেটিকে নিজের নামে করে নিতেই মূলত ডোমেইন ব্যবহৃত হয়। এই ডোমেইন বাধ্যতামূলকভাবে কিনতেই হবে যদি ইনকামের মুখ দেখতে চান। অবশ্যই টপ লেবেল ডোমেইন নিয়ে কাজ করতে হবে । যেমন: .com , .info, .org ইত্যাদি।
থিম:
একটি ওয়েবসাইটকে সুন্দরভাবে সাজানোর জন্য থিমের ভূমিকা অপরিহার্য । থিম ২ প্রকার- ১.পেইড থিম ২.ফ্রি থিমপেইড থিম মার্কাটে ৫০$ থেকে ২০০$ এ বিক্রি হয়ে থাকে । তবে আপনি ফ্রি থিম নিয়েও কাজ করতে পারেন । ব্লগারে আপনি নিজের মতো ফ্রি থিম নিজের মতো কাস্টমািজ করে নিতে পারেন । কিন্তু ওয়ার্ডপ্রেসে ফ্রি থিম কাস্টমাইজ করার সুযোগ নেই।
প্লাগিন:
এটি সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে । ব্লগিং এ প্লাগিন এর কোন ব্যবহার নেই । কিন্তু ওয়ার্ডপ্রেস এ মূলত প্লাগিন এর ব্যাপক ব্যবহার রয়েছে। এই প্লাগিন বব্যাহার করার মধ্য দিয়ে আপনার খরচ যেমন বাড়বে তেমনি ব্যান্ডউইথ খরচ হবে অতিদ্রুত। ওয়ার্ডপ্রেস এ এই প্লাগিন এর জন্য ৪০০০ থেকে ১৫০০০৳ গুনতে হবে। অন্যদিকে ব্লগারে কোন প্লাগিন ব্যবহার না করেই টপ লেবেলের ওয়েবসাইট দাঁড় করাতে পারবেন।
ব্লগারে ওয়ার্ডপ্রেসের মতো অতো খরচ নেই বললেই চলে! তবে কোনটি বেস্ট সেটি সম্পর্কে জানতে আপনাকে শেষ পর্যন্ত সাথে থাকতেই হবে।
ওয়ার্ডপ্রেস নাকি ব্লগার কোনটি ভালো?
এই প্রশ্নের উত্তরটি নিজে নিজের বোঝার সুবিধার্থেই আমি উপরে ব্লগার এবং ওয়ার্ডপ্রেস সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। ফিউচার প্রফেশনাল ব্লাগরদের জন্য আমি বলবো ব্লগার দিয়ে শুরু করার জন্য।
আবির ইনফো টেকের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url