বাটন ফোনে বিকাশ একাউন্ট খোলার নিয়ম ও প্রিয় নাম্বার এ্যাডের নিয়ম ২০২৪
বাটন ফোন দিয়ে ও একটি সিম দিয়ে বিকাশে একাউন্ট খুলে লেনদেন শুরূ করুন। যদিওবা আমাদের দেশে বর্তমানে প্রায় সবার হাতে এন্ড্রোয়েড বা স্মার্ট ফোন রয়েছে। সেক্ষেত্রে আপনি ইন্টারনেট ব্যবহার করেই বুকাশ, নগদ ও রকেটে লেনদেন করতে পারছেন। কিন্তু যারা এন্ড্রয়েড ফোন চালাতে পারে না বা ইন্টারনেটের সংযোগ ভালোমতো যায় না তারা কীভাবে বিকাশ, নগদ বা রকেটের সুবিধা লাভ করবে।
সেই জন্য বাটন ফোনেও সফল ভাবে লেনদেন সহ সকল অনলাইন পেমেন্ট করতে পারবেন। আজকের এই আর্টকেলে আমরা জানবো কীভাবে বাটন ফোন দিয়ে বিকাশ একাউন্ট খুলবেন এবং কীভাবে ব্যবহার করবেন ও লেনদনের নিয়ম সহ আরও অনেক কিছু সম্পর্কে জানবো।
সূচীপত্রঃ বাটন ফোনে বিকাশ একাউন্ট খোলার নিয়ম ২০২৪
বাটন ফোনে বিকাশ একাউন্ট খোলার জন্য যা যা লাগে
বর্তমান সময়ে বাংলাদেশের মোবাইল ব্যাংকিং সেক্টর গুলোর মধ্যে বিকাশ অন্যতম ও বিশ্বত প্রতিষ্ঠান। তাই বেশিরভাগ মানুষ আজকাল বিকাশে লেনদেন করে। আমাদের দেশে আজও অনেক মানুষ আছে যারা কিনা ইন্টারনেট কি তাও জানে না। আবার জানলেউ এন্ড্রোয়েড ফোন কীচাবে চালাতে হয় তাও জানে না। তাই সবার কথা ভেবেই বিকাশ বাটন ফোনেও একাউন্ট খোলার ব্যাবস্থা করে দিয়েছে এই সুযোগ যে শুধু বাটন ফোনের জন্য তাও কিন্তু নয় এই সুযোগ এন্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্যও। তবে থাকতে হবে বিকাশ একাউন্ট নাম্বার (এন্ড্রয়েড ফোন) থাকতে হবে।
- যে কোন একটি বাটন ফোন
- আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার
- একটি সক্রিয় ফোন নাম্বার যা কখনোই ব্যবহার হয় নি অর্থাৎ আগে কোন বিকাশ একাউন্ট খোলা নাই।
বাটন ফোনে বিকাশ একাউন্ট খোলার নিয়ম
বাংলাদেশের আনাচে কানাচে বিকাশ অনেক সুপরিচিত একটা নাম। একসময় শহর অঞ্চলে এই অ্যাপসটি বহুল ব্যবহারিত ছিল এবং আছেও। কিন্তু গ্রামে বসবাসকারী অনেকেই এর সম্পর্কে জানতনা।কিন্তু এই বর্তমানে ডিজিটাল যুগে প্রত্যন্ত অঞ্চলেও এই অ্যাপসের ব্যবহার রয়েছে। কিন্তু সব ঘরে ঘরে পাওয়া যায় না। কোন দোকানে বা এজেন্টের মাধ্যমে টাকা লেনদেন করতে হয়। তারই প্রেক্ষিতে বিকাশ বাটন ফোনেও একাউন্ট খুলতে পারে এবং কোন প্রকার ঝামেলা ছাড়া বাড়িতে বসেই যে কোন লেনদেন করতে পারবে। এতে লাগবে না ইন্টারনেট বা টাকা খরচের আশঙ্কা।
তাহলে চলুন নেই নিই কীভাবে বাটন ফোনে বিকাশ একাউন্ট খুলবেন-
- সর্বপ্রথম আপনাকে আপনার বাটন ফোনে সিম সক্রিয় করতে হবে। এরপর আপনাকে *247# ডায়াল করতে হবে।
- এই নাম্বারটি ডায়াল করার জন্য কল অপশনে ক্লিক করুন এরপর কিছুক্ষণ অপেক্ষা করুন। এরপর 1 (এক্টিভেট একাউন্ট) এ ক্লিক করুন।
- এরপর আপনি যে নাম্বারটি সক্রিয় করেছেন অর্থাৎ যে নম্বার দিয়ে একাউন্ট খুলবেন সে ন্বারটি প্রদান করুন।
- এরপর আপনার কাছে আপনার ভোটার আইডি কার্ডে দেওয়া নাম্বার টি লিখুন।
- এসকল তথ্য প্রদান করার পর আপনাকে একটি টেমপোরারি পাসয়ার্ড দিবে যা কিছুক্ষণের জন্য সক্রিয় থাকবে। টেমপোরারি পাসোয়ার্ড টি আপনার প্রদানকৃত মোবাইল নাম্বারে মেসেজে প্রদান করা হবে। অনেক ক্ষেত্রে এই টেমপোরারি পাসোয়ার্ড নাও চাওয়া হতে পারে।
- সেক্ষেত্রে আপনাকে ৫ডিজিটের একটি পিন প্রদান করতে হবে যেটা শুধুমাত্রে আপনিই জানবেন আর কেউ নয়।
- কনফার্ম করার জন্য পুনরায় আবার ৫ ডিজিটের নাম্বারটি প্রবেশ করুন।
তাহলে আপনার বিকাশ একাউন্ট খোলা সম্পূর্ণ হলো। একাউন্ট সফলভাবে খোলা হয়ে গেলে অবশ্যই আপনার ফোনে একটি ম্যাসেজ আসবে। আর মনেরাখবেন, বিকাশ কিন্তু কখনো কারো কাছে গোপন পিন জানতে চায় না।
বাটন ফোন দিয়ে বিকাশে টাকা লেনদেনের নিয়ম
আমরা একটু আগেই একাউন্ট খুলেছি একটি কোডের মাধ্যমে। ঠিক সেই কোড দিয়েই আমরা আমাদের সকল কাজ করব। অর্থাৎ আপনি যে সকল সেবা ব্যবহার করবেন সবকিছুই পাবেন। মোবাইল রিচার্জ, সেন্ডমানি, ক্যাশ আউট, পেইমেন্ট, যে কোন ধরণের বিল পরিশোধ করতে পারেন। এজন্য আপনি প্রথমে *২৪৭# ডায়াল করুন এরপর আপনার সামনে সকল অপশন চলে আসবে। এখন আপনি যেই অপশনে কাজ করবেন তা কত নাম্বারে আছে সেটা দেখে আপনার বাটনে সেই নাম্বারটিতে টিপ দিন।
এরপর তাতে অ্যামাউন্ট অর্থাৎ আপনি যে পরিমান টাকা খরচ করবেন তা উল্লেখ করুন। এরপর নেক্সট এ চাপুন। এরপর আপনার ৫ ডিজিটের পিন নাম্বারটি বসান তাহলেই আপনার টাকা যাকে পাঠালেন মূহুর্তের মধ্যে সেখানে পৌঁছে যাবে।
বিকাশ একাউন্টে টাকা/ব্যালেন্স দেখার নিয়ম
অফলাইন বিকাশ ব্যবহার করার কোড একটাই আর সেটা হচ্ছে *২৪৭# । এই কোডটি দিয়েই আপনি বাটন বা অফলাইনে সকল সার্ভিস ব্যবহার করতে পারবেন। যেহেতু আপনার কাছে কোন স্মার্ট ফোন নেই বা স্মার্ট ফোনে ইন্টারনেট সংযোগ নাই সেক্ষেত্রে অবশ্যই কোড ব্যবহার করে সকল সার্ভিস গ্রহন করতে হবে। চলুন আমরা জেনে নেই কীভাবে বাটনফোনে আপনো ব্যালেন্স চেক করবেন।
- প্রথমত আপনাকে আপনার মোবাইল বাটনে *২৪৭# লিখে ডায়াল করতে হবে।
- এরপর আপনার সামনে একটি পপাপ ম্যাসেজ আসবে।
- সেখান থেকে একদম ৯ নম্বর অপশন My bKash এ ডায়াল করুন। এরপর বেশ আরো কয়েকটা অপশন আসবে সেগুলো না দেখে আপনি Check Balance অপশনটি বেছে নিবেন।
- এরপর 1 লিখে আবারো সেন্ড করুন।
- এরপর আপনার ৫ডিজিটের পিন নাম্বারটা বসান এবং সেন্ড করুন।
- এখন আপনি আপনার ব্যালেন্স দেখতে পাবেন। ব্যালেন্স দেখা শেষ হয়ে গেলে OKতে চাপ দিন।
বাটন ফোনে প্রিয় এজেন্ট নাম্বার এ্যাড করার নিয়ম
- বাটন ফোনে প্রিয় এজেন্ট নাম্বার এ্যাড করার জন্য *২৪৭# ডায়াল করুন
- এরপর আপনার কাছে একটি পপাপ ম্যাসেজ আসবে যেটার ৯ নাম্বার এ My bKash অপশন থাকবে। ৯ টিপে next এ ক্লিক করুন।
- আবার আপনার সামনে একটি পপাপ ম্যাসেজ আসবে যা যেখানে Priyo Number লিখা একটি অপশন থাকবে।
- এরপর বিকাশে প্রিয় এজেন্ট নাম্বার সেট করতে ২ এ চাপ দিন।
- এরপর আপনি যে নাম্বারটি প্রিয় এজেন্ট নাম্বার হিসেবে যোগ করতে চান তা লিখুন।
- তারপর আপনার ৫ ডিজিটের পিন নাম্বারটি প্রদান করুন। তাহলেই আপনার বিকাশ নাম্বারে প্রিয় এজেন্ট নাম্বার সেট হয়ে গেলো।
প্রিয় এজেন্ট নাম্বার সেট করার ৬ টি সুবিধা
- প্রিয় এজেন্ট নাম্বার এ্যাড ফলে আপনি প্রতিমাসে ২৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশ আউট করতে পারবেন সেই সাথে আপনার চার্জ কাটবে হাজারে ১.৪৯% ।
- আপনি যদি এর থেকেউ বেশী টাকা উত্তোলন করতে চান সেই জন্য আপনাকে প্রতি হাজারে ১.৮৫% টাকা চার্জ প্রদান করতে হবে।
- একটি মাসে আপনি শুধু একটি প্রিয় নাম্বার এ্যাড করতে পারবেন।
- পরবর্তী মাসে আপনি আপনার প্রিয় নাম্বারটি সরিয়ে অন্য নাম্বার চাইলে পরিবর্তন করে দিতে পারেন।
- ক্যাশ আউট করার পূর্বে আপনার প্রিয় নাম্বারের লিমিট দেখে নিন। কত লিমিট অবশিষ্ট আছে।
- তাছাড়া আপনি যখন ক্যাশ আউট করবেন তখন পুরো অ্যামাউন্টের ওপর ১.৮৫% চার্জ কেটে
- নিবে।
আবির ইনফো টেকের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url