বাটন ফোন দিয়ে কীভাবে নগদে একাউন্ট খুলবেন বিস্তারিত জেনে নিন ২০২৪
বাটন ফোনে নগদ এ্যাকাউন্ট খুলতে পারবেন আপনিও। শুধু জানতে হবে একাউন্ট খোলার নিয়ম। বর্তমানে বাংলাদেশে মোবাইল ব্যাংকিং অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। এই মোবাইল ব্যাংকিং সেক্টরে নগদ অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেইজন্য টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে নগদ অনেকটাই সেইফ।
আমরা অনেকেই এন্ড্রোয়েড ফোন দিয়ে নগদ একাউন্ট খুলতে পারি। আর যাদের এন্ড্রোয়েড ফোন নেই তারা কি নগদ ব্যবহার থেকে বঞ্চিত হবে। একদমই না। সকল স্তরের মানুষের জন্য নগদ একাউন্ট খোলা যায়। থাকতে হবে শুধু একটি সিম ও যে কোন সচল মোবাইল। আজকের এই আর্টিকেলে আমরা জানবো কীভাবে নগদ একাউন্ট খুলবেন এবং যাবতীয় সেবা সম্পর্কে জানবো।
সূচীপত্রঃ বাটন ফোন দিয়ে কীভাবে নগদে একাউন্ট খুলবেন বিস্তারিত জেনে নিন ২০২৪
নগদ একাউন্ট খুলতে যা যা প্রয়োজন
নগদ একাউন্ট খুলতে বেশকিছু তথ্য দিতে হয়। যা আপনাকে শনাক্ত করতে কোন ধরণের সমস্যা না হয়। আপনি যখন অন্য কোথাও যদি রেজিস্ট্রেশন করেন সেখানে আপনার কিছু ফরমালিটিস থাকে ঠিক নগদ একাউন্ট খুলতেও আপনাকে কিছু ফরমালিটিস পূরণ করতর হয়। চলুন জেনে নেয়া যাক ফরমালিটিস বা একাউন্ট খুলতে কী কী প্রয়োজন হয়।
- একটি বাটন ফোন
- আপনার জাতীয় পরিচয় পত্রের নাম্বার ( যদিও লাগে না অটোমেটিক সেট থাকে)
- একটি সচল সিম সেটা যে কোন কোম্পানির হলেই হবে তবে অবশ্যই সেই সিমটি দিয়ে নগদে কোন প্রকার একাউন্ট থাকা যাবে না। একটি সিমের জন্য একটি একাউন্ট।
বাটন ফোনে নগদে একাউন্ট খোলার সঠিক নিয়ম
বাটন ফোনে আপনি খুব সহজেই নগদ একাউন্ট খুলতে পারবেন আপনার সাথে থাকা ফোনটি দিয়ে। আমরা অনেকেই আছি বিশেষ করে কৃষক ভায়েরা, শ্রমিক ভায়েরা সহ নানা শ্রেণি পেশার মানুষ যারা স্মার্ট বা এন্ড্রোয়েড ফোন ব্যবহার করি না। সেক্ষেত্রে অনেক সময় যে কোন কাজে টাকার প্রয়োজন হয়। খুব দ্রুত টাকা পেতে নগদের বিকল্প নেই। তাই চলুন জেনে আসি কীভাবে আপনার হাতে থাকা বাটন ফোন দিয়ে নগদ একাউন্ট খুলবেন।
ধাপ-১:
প্রথমত আপনি আপনার হাতে থাকা মোবাইলটি নিয়ে *167# বাটন চেপে ডায়াল করুন।
ধাপ-২:
এইবার আপনার কাছে চার ডিজিটের গোপন পিন সেট করতে বলবে। তারনিচে একটি ইংরেজিতে নোটিফিকেশন দেখাবে যেখানে আপনার সিম অপারেটর আপনার এনআইডি কার্ডের ইনফরমেশন নগদের সাথে শেয়ার করারা অনুমতি দিয়ে থাকে। সেটা আপনার দেখার বিষয় না। আপনি আপনার পছন্দমতো চারটা পিন নাম্বার দিন। অবশ্যই মনে রাখবেন এই পিন নাম্বার কাউকে কোনোভাবে শেয়ার করা যাবে না। আর নগদ আপনার কাছে কোনদিনও আপনার পিন নাম্বার জানতে চাইবে না। চারটা ডিজিট নান্বার সেট করে সেন্ড বাটনে ক্লিক করুন।
ধাপ-৩:
এইবারো আপনার কাছে পিন নাম্বার চাইবে। আপনি পূর্বে যে পিন নাম্বারটি বসিয়েছেন ঠিক ওই পিন নাম্বারটি পুনরায় বসান। এরপর সেন্ড এ ক্লিক করুন।
আপনার নগদ একাউন্ট খোলা সম্পূর্ণ হয়ে গেছে।এখন আপনি নগদের সকল সেবা ব্যবহার করতে পারেন।
বাটন ফোন দিয়ে নগদ একাউন্টের ব্যালেন্স চেক করার নিয়ম
বাটন ফোন দিয়ে নগদ একাউন্টের ব্যালেন্স চেক করা খুবই সহজ । এন্ড্রোয়েড ফোনে নগদ একাউন্টের সেবা সমূহ পেতে ইন্টারনেটের প্রয়োজন হয়। কিন্তু বাটন ফোনে ইন্টারনেটের প্রয়োজন নেই। তাহলে চলুন নেয়া যাক কীভাবে ইউএসডি কোড ডায়াল করে নগদের ব্যালেন্স চেক করার নিয়ম-
- প্রথমে আপনাকে *167# নাম্বার টি ডায়াল করতে হবে।
- এরপর একটি ইন্টারফেস আসাবে সেখানে ৭ নাম্বার অপশনে My Nagad সিলেক্ট করবেন। অর্থাৎ ৭ লিখে সেন্ড এ ক্লিক করুন।
- এরপর প্রথম অপশন ১ এ Balance enquiry সিলেক্ট করুন। ১ বাটন চেপে সেন্ড করুন।
- এরপর আপনার চার ডিজিটের যে গোপন নাম্বার আছে তা লিখে সেন্ড অপশনে ক্লিক করুন। তাহলেই আপনার নগদ একাউন্টে কত টাকা আছে তা জানতে পারেন।
বাটন ফোনে দিয়ে নগদে পিন রিসেট করার নিয়ম জানুন
বাটন ফোন দিয়ে একমিনিটে আপনার পিন রিসেট করতে পারবেন। আপনি কোনভাবে যদি পিন নাম্বার ভুলে যান তাহলে তা পুনরুদ্ধার করতে পারবেন। অনেকেই জানেন না কীভাবে নগদে পিন ভুলে গেলে তা পুনরায় সেট করা যায়। তাই চলুন জেনে নেয়া যাক নগদে কীভাবে পিন রিসেট করতে হয়।
- প্রথমে আপনি *167# লিখে ডায়াল করুন।
- এরপর আপনার সামনে যে ড্যাশবোর্ড আসবে তাতে ৮ নাম্বার অপশনটি সিলেক্ট করুন। ডায়াল প্যাডে ৮ বাটন চেপে সেন্ড করুন।
- তারপর ৩টি অপশন দেওয়া হবে তার মধ্যে ১ নাম্বারটি ডায়াল প্যাডে লিখে সেন্ড করুন।
- এখন আপনার জাতীয় পরিচয় পত্রের নাম্বারটি লিখুন। যার নামে সিম রেজিস্ট্রেশন করা আছে তার ভোটার আইডি কার্ড নাম্বার প্রদান করুন।
- এরপর ভোটার আইডি কার্ড অনুযায়ী জন্মসাল প্রদা করুন।
- এরপর গত ৯০ দিনের মধ্যে কোন প্রকার লেনদেন করে থাকলে ১ বাটনে ক্লিক করুন। আর যদি লেনদেন করে নাথাকেন তাহলে ২ এ ক্লিক করে সেন্ড করুন।
- আবার *167# ডায়াক করুন।
- এরপর আপনার পছন্দমতো চার ডিজিটের পিন প্রদান করুন।
- পুনরায় আবার চার ডিজিটের পিনটি প্রদান করুন। তাহলে আপনার একাউন্ট এখন আগের মতোই কাজ করবে।
বাটনফোনে নগদ একাউন্টে লেনদেনের নিয়ম
বাটনফোনে নগদ একাউন্টে লেনদেন করতে পারবেন যে কোনসময় খুবসহজ উপায়ে। বাটন ও এন্ড্রোয়েড ফোনে আপনি চাইলে একই পদ্ধতিতে লেনদেন করতে পারবেন। যারা গ্রামে বসবাস করেন তারা অনেকেই আমরা নগদ এজেন্টের দোকানে যায় টাকা উঠানোর জন্য বা টাকা পাঠানোর জন্য। এখন থেকে আপনি নিজেই টাকা উঠাতে পারবেন যা টাকা পাঠাতে পারবেন।চলুন নেয়া যাক কীভাবে আপনি টাকা পাঠাবেন অর্থাৎ সেন্ড মানি করবেন আবার কীভাবে টাকা উত্তোলোন বা ক্যাশাউট করবেন।
- প্রথমে আপনি ডায়াল প্যাডে*167# ডায়াল করুন।
- এরপর আপনার সামনে একটি পপআপ মেসেজ আসবে সেখান থেকে আপনি কোনটি ব্যবহার করবেন তা নিশ্চিত করুন।
- যদি কাউকে টাকা পাঠানোর প্রয়োজন হয় তাহলে ২ নাম্বার অপশনে ক্লিক করুন। এরপর আপনার এমাউন্ট প্রদান করুন। অর্থাৎ যত টাকা আপনি পাঠাবেন তত টাকা লিখুন। এরপর আপনার চার ডিজিটের পিন নাম্বারটি প্রদান করুন। তাহলেই আপনার টাকা কাঙ্ক্ষিত কনের কাছে পৌঁছে যাবে।
- আবার যদি আপনি ক্যাশ আউট করতে চান তাহলে প্রায় একই কাজ করতে হবে। প্রথমে ১ নাম্বার অপশনটিতে ক্লিক করুন। তারপর আপনি যে এজেন্টের কাছে টাকা তুলবেন সেই এজেন্টের নাম্বার লিখুন। তারপর কত টাকা তুলবেন সেই অ্যামাউন্টটি লিখুন। এরপর আপনার ৪ ডিজিটের পিন নাম্বাারটি প্রদান করে টাকা তুলে নিন।
- আবার আপনি যদি কোন প্রকার বিল পরিশোধ করতে চান তাহলে ৫ নাম্বার অপশনে ক্লিক করুন। এরপর আপনি কিসের বিল প্রদান করবেন তা নিশ্চিত করুন। তারপর অ্যামাউন্ট প্রদান করে আপনার ৪ডিজিটের পিনটি প্রদান করলেই আপনার বিল পরিশোধ হয়ে যাবে।
নগদ একাউন্ট ব্যবহারের সুবিধা কি কি
বাংলাদেশে অনেক ধরণের মোবাইল ব্যাংকিং অ্যাপস রয়েছে। একেকটা মোবাইল ব্যাংকিং অ্যাপসের কাজ বা সুবিধা একেকরকম। একেক কোম্পানির পলিসি একেকরকম। তারই ধারাবাহিকতায় আপনি যে মোবাইল ব্যাংকিং অ্যাপসটি ব্যবহার করছেন বা করবেন তার সুবিধাসমূহ আপনাকে অবশ্যই জানতে হবে। তাই চলুন নেয়া যাক নগদ অ্যাপস ব্যবহারে কি কি সুবিধা রয়েছে।
- আপনি খুবই দ্রুত দেশের এক স্থান থেকে অন্য স্থানে যেকোন সময় যে কোন পরিস্থিতিতে টাকা পাঠাতে পারবেন।
- নগদে রয়েছে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ।
- নগদে রেজিস্ট্রেশন করলে আপনাকে কোন প্রকার চার্জ দিতে হয় না।
- একাউন্ট খোলার সাথে সাথে থাকছে বোনাসের সমাহার।
- বাড়ি এবং অফিসের যে কোন ধরণের বিল পরিশোধ করতে পারবেন।
- বিদ্যুত বিল সহ যেকোন বিল প্রদান করতে পারবেন।
- মোবাইল রিচার্জ করার সুবিধা।
- অনলাইন অফলাইন যে কোন জায়গায় কোনকিছু কেনার ক্ষেত্রে পেমেন্ট করতে পারেন।
- নগদ ইসলামিক মোবাইল ব্যাংকিং সুবিধা।
- সেন্ডমানি একদম ফ্রি।
আমাদের শেষকথা
প্রিয় পাঠক, উপরের আর্টিকল পড়ে আশাকরি বাটন ফোন দিয়ে কীভাবে নগদ একাউন্ট খুলতে হয় তা জেনে গেছেন। সেই সাথে জেনেছেন কীভাবে টাকা লেনদেন করতে হয় ক্যাশাউট করতে হয় নগদ অ্যাপ ব্যবহারে কি কি সুবিধা রয়েছে। আপনি চাইলে এখনি চেষ্টা করে দেখুন ও লেনদেন শুরু করুন ঘরে বসেই। আশাকরি আর্টিকেলটি পড়ে উপকৃত হয়েছেন। এইরকম আরো তথ্যমূলক আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। কারণ আমরা আমদের ওয়েবসাইটে নিয়মিত এই ধরণের আর্টিকেল প্রকাশ করে থাকি।
আবির ইনফো টেকের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url