ছেলেদের তৈলাক্ত ত্বকের জন্য কোন ব্র্যান্ড এর ফেইসওয়াশ ও ক্রীম ভালো

ছেলেদের তৈলাক্ত ত্বক হওয়ার কারণে বিভিন্ন সমস্যা দেখা দেয়। বিশেষ করে মেয়েদের চেয়ে ছেলেদের ত্বক অনেক তৈলাক্ত হয়। সেক্ষেত্রে ব্রণ হওয়ার হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। তাই ছেলেদের স্কিন / ত্বকের পরিচর্চা বলতে শুধু সাবান ও ফেশওয়াসের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু কোন ফেইসওয়াশ ভালো তা আমরা অনেকেই জানিনা।

ছেলেদের তৈলাক্ত ত্বকের জন্য কোন ব্র্যান্ড এর ফেসওয়াস ও ক্রীম ভালো

বর্তামান বাজারে সকল কিছুর নকল প্রোডাক্টা ছড়াছড়ি। অনেকেই জানেন না আপনার ত্বকের জন্য কোন ফেইসওয়াশ ভালো বা কোনটা আপনার ত্বকের উপযোগী। তাই আজকের এই আর্টিকেলে আমরা শিখবো কীভাবে এবং কোন কোন ফেশওয়াস ব্যবহার করে আপনার ত্বককে সুরক্ষা করবেন।

সূচীপত্রঃ ছেলেদের তৈলাক্ত ত্বকের জন্য কোন ব্র্যান্ড এর ফেইসওয়াশ ভালো

ফেইসওয়াশ কেনার আগে যে সকল বিষয় জানা দরকার

আপনাকে ফেইসওয়াশ কেনার আগে কিছু বিষয় জানা দরকার তারমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো পর্শ্বপতিক্রিয়াজনিত কোন সমস্যা আছে কি না। আমরা অনেকেই মেয়েদের যে সকল ফেইসওয়াশ আছে তা ব্যবহার করে থাকি। মনে রাখবেন মায়েদের ত্বক ও ছেলেদের ত্বকের pH অনেক পার্থক্য রয়েছে। এতে আপনি যদি মেয়েদের ফেইসওয়াশ ব্যবহার করেন তারজন্য আপনার মুখে ব্রণ, এলার্জি হতে পারে। 

আমরা ছেলেরা যখন সেভ করি তখন আমাদের ফেইস অনেক রুক্ষ হয়ে যায়।এছাড়া একনে, মলিন ত্বক, একনে স্পট কিংবা ডালসেন এসব স্কিন প্রবলেমের দিকে খেয়াল রেখে আপনাকে ফেইস ওয়াশ ব্যবহার করতে হবে। তাই পার্শ্বপতিক্রিয়া ও অন্যান্য বিষয়গুলো মাথায় রেখে সঠিক ফেইসওয়াশ আপনার ডেইলি স্কিন কেয়ারে অ্যাড করতে পারেন।

আরো পড়ুনঃ এলার্জিতে নিমপাতার বব্যহার          

সঠিক পদ্ধতিতে ছেলেদের ফেইসওয়াশ ব্যবহারের নিয়ম

সঠিক পদ্ধতিতে আমরা ফেইসওয়াশ কীভাবে ব্যবহার করতে হয় তা অনেকেই জানিনা। আপনি যখন কোন কিছু ব্যবহার করবেন তার আগে অবশ্যই সেটার ব্যবহারের নিয়ম জেনে তারপর ব্যবহার করবেন। আপনি যে কোম্পানির ফেইসওয়াশ ব্যবহার করেন না কেন প্রথমত আপনাকে মুখ ঠান্ডা অর্থাৎ নরমাল টেমপারেজের পানিতে ভালোভাবে পরিষ্কার করে নিন। কখনো সাবান ব্যবহার  করবরন না। পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর আপনার ত্বকে ফেইসওয়াশ ক্রীম লাগান। এরপর ভালোভাবে পুরো মুখে মশচারাইজ করুন।

এরপর আপনার দুই হাতের মধ্যমা ও তর্জনী দিয়ে নাকের দুই পাশে চালোভাবে মশচাইজ করুন। এভাবে ৫ মিনিট মশচারাইজ করুন। দিয়ে ভালোমতো তা ধুয়ে ফেলুন। আবার ফেইসওয়াশ নিয়ে একই পদ্ধতিতে মশচারািজ করুন। এরপর ধুয়ে পাতলা কোন কিছু দিয়ে আস্তে আস্তে পানি মুছে ফেলুন। তারপর ত্বক দেখবেন উজ্জ্বল হয়ে গেছে।

ছেলেদের ত্বকের জন্য কোন কোন ফেইস ওয়াশ ভালো 

ছেলেদের ত্বকের জন্য অনেক গুলো ফেইসোয়াশ আছে। কিন্তু আপনাকে জানতে হবে কোন ফেইস ওয়াশটা সবচেয়ে ভালো। যে কোন ফেইশ ওয়াস ব্যবহার করলে আপনার ত্বকে খুব খারাপ ভাবে ত্বক বিশ্রী হয়ে যেতে পারে। যেহেতু ছেলেদের কাছে ভালো ফেইস ওয়াশ নির্বাচন করাটা চ্যাঞ্জং একটা বিষয়।যেহেতু আপনি ত্বকের উপরে ব্যবহার করবেন তার জন্য ব্র্যান্ড এর ফেইস ওয়াশ ব্যবহার করাটাই ভালো। যাতে আপনার ত্বকে কোন পার্শ্বপতিক্রিয়া না পড়ে। চলুন কিছু ভালোমানের ফেইস ওয়াশ সম্পর্কে জেনে আসি-

  • নিউট্রোজিনা মেন স্কিন ক্লিয়ারিং একনে ফেইস ওয়াশ।
  • লরিয়াল মেন এক্সপার্ট হাইড্রা এনার্জেটিক ওয়েক ইফেক্ট ফেইস ওয়াশ।
  • গার্নিয়ার যেন পাওয়ার হোয়াইট ডাবল অ্যাকশন ফেইস ওয়াশ।
  • পনডস ম্যান পলিউশোন আউট ফেইস ওয়াশ।
  • ভ্যাসলিন ম্যান।
  • হিমালয়া হারবাল।
  • মেগগ্লো প্রিমিয়াম ফেয়ারনেস ক্রীম।
  • লোটাস প্রফেশনাল।
ছেলেদের তৈলাক্ত ত্বকের জন্য কোন ব্র্যান্ড এর ফেসওয়াস ও ক্রীম ভালো

ফেইস ওয়াশ কিনার পূর্বে লেবেল দেখে যাচাই করুন

ফেইস ওয়াশ বা যে কোন পণ্য ক্রয় করার পূর্বে তা অবশ্যই যাচাই বাছাই করে নেওয়া উচিত কারণ বর্তমানে অসাধু ব্যবসায়ীরা মেয়াদ উত্তীর্ণ বা বেশি দামে বিক্রি করা এছাড়াও সবথেকে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা তা হলো আপনার ত্বকের ধরণ অনুযায়ী কিনা। অবশই প্রথমে এটা যাচাই করে নিবেন। কারণ আপনার ত্বকে যদি ব্রণ-অ্যাকণের সমস্যা থেকে থাকে তাহলে অয়েল ফ্রি ও মশ্চারাইজার ব্যবহার করাই ভালো। 

আমাদের ত্বক যেহেতু সংবেদনশীল তারজন্য আপনাকে কোমল, সুগন্ধহীন পন্য ব্যবহার করাই সবথেকে ভালো।  ত্বক জিনিসটা যেহেতু খুবই সেনসেটিভ সে জন্য আপনাকে খুবই ভালোভাবে পণ্য নির্বাচন করতে হবে। আপনি যে পণ্যটি নিবেন অর্থাৎ যে ফেইস ওয়াশটি ব্যবহার করবেন সেটা যেন স্বাভাবিক, শুষ্ক, তৈলাক্ত বা কম্বিনেশনের হতে হবে। সেইজন্য আপনাকে ব্যবহারের পূর্বে লেবেল দেখে কিনতে হবে।

ছেলেদের ত্বকের তৈলাক্ত দূর করার জন্য কার্যকারী ফেইস ওয়াশ

ছেলেদের ত্বকের তৈলাক্ত দূর করার জন্য ভালো ভালো ফেইস ওয়াশ আছে। আমরা অনেকেই আছি যারা  তৈলাক্ততা এবং ব্রণের সমস্যায় ভুগি। এমনকি আমি নিজেও তৈলাক্ততা ও ব্রণের ভুক্তভুগী ছিলাম। তাই আমার এক্সপেরিয়েন্স অনুযায়ী যেই ফিইস ওয়াশ ব্যবহার করে আমার তৈলাক্ততা দূর করেছি তা আপনাদের সামনে তুলে ধরছি-

নিউট্রোজিনা মেন স্কিন ক্লিয়ারিং একনে ফেইস ওয়াশ

  • এই ফেইস ওয়াশ টি মূলত একপ্রকার জেল ফর্মুলায় তৈরি হয়েছে।
  • এই ফেইস ওয়াস এর মধ্যে আপনি একধরণের উপাদান পাবেন সেটি হলো Guarana। এই উপাদানটি মূলত আপনার ত্বককে ড্যামেজ হওয়ার হাত থেকে রক্ষা করে।
  • তাছাড়া এই ফেইস ওয়াশের মধ্যে রয়েছে ভিটামিন-সি। 
  • এই ফেইস ওয়াশটি আপনার ত্বককে তৈলাক্ত দূর করার পাশাপাশি ত্বককে অনেক ব্রাইট করে তুলে। 
  • এছাড়াও এই ফেইস ওয়াশ ব্যবহার করার পরে স্কিন অবেক রিফ্রেশ হবে যাবে ও উজ্জ্বলতা বেড়ে যাবে। 

গার্নয়ার ম্যান পাওয়ার হোয়াইট ডাবল অ্যাকশন ফেইস ওয়াশ

  • আমরা ছেলেরা মূলত বাইরে বেশি সময় কাটায়। তারই প্রেক্ষিতে আনাদের ত্বকের পলুউশোন এবং ডাট জমা হয়ে থাকে। সেগুলো ভালোভাবে পরিষ্কার করে দেয়।
  • এই ফেইস ওয়াশের মধ্যে রয়েছে ভিটামিন-সি। যা আপনার ত্বককে মসৃণ করবে।
  • যাদের স্কিন ড্যামেজ হয়ে গেছে বা ড্যামজের পথে তারা এই এই ফেইসটা তাদের জন্য উপযোগী।
  • এছাড়া আমাদের ত্বকের ডালনেসটা অনেক কমিয়ে দেয়।

ত্বকে তৈলাক্ততা দূর করার জন্য ডে ক্রীম 

আমরা ছেলেরা প্রায় সময় বাইরে থাকি। বিশেষ করে দিনেরবেলায়। একেক্ষেত্রে তৈলাক্ত ত্বক সাথে বাইরের ধূলাবালী আমাদের ত্বকে এসে পড়ে। যা দির্ঘসময় ধরে থাকে। এতে আমাদের ত্বকে ময়লা জমা হয় এবং ত্বক ড্যামেজের দিকে চলে যায়। এই ধূলাবালী জমে ত্বকে কালো কালো স্পট পড়ে যায়। যা দেখতে খারাপ লাগে। এর জন্য বেশ কয়েকটা ভালোমানের ডে ক্রীম রয়েছে যেগুলো ব্যবহারের ফলে আপনার ত্বকের গভীর ভাবে সুরক্ষা দিয়ে থাকে। চলুন জেনে নেয়া যাক কোন কোন ডে-ক্রীম আপনার ত্বককে সুরক্ষা দিবে।

  • EverYuth Menz
  • Lotus Professional
  • Megblow Premium Fairness Cream
  • Himalaya Herbals

আপনার ত্বক কোন টাইপের তা জানবেন কীভাবে?

ত্বক সাধারণত তিনটি ক্যাটাগরিতে ভাগ করা যায়। নরমাল, অয়েলি স্কিন এবং ড্রাই স্কিন এই তিনটা ক্যাটাগরিতে ভাগ করা যায়। এখন আওপনি কীভাবে বুজবেন আপনার ত্বক কোন টাইপের। চলুন নেয়া যাক কীভাবে আপনি আপনার স্কিনকে চিনবেন।

নরমাল স্কিন

আপনি রাতে ভালোভাবে মুখ ধুয়ে গুমিয়ে পড়ুন। ঘুম থেকে উঠে প্রথমত আপনার স্কীনে হাত বুলিয়ে দিবেন। এরপর আপনার স্কিনকে ফিল করুন সফট মনে হচ্ছে কিনা এবং আপনার ত্বক থেকে কোন প্রকার তৈলাক্ততা লাগছে কিনা। অয়েল যদি ব্যালান্সড থাকে তাহলে আপনার স্কীন নরমাল।

ড্রাই স্কীন

আপনি যদি ঘুম থেকে উঠে দেখেন স্মুদি ফিল না হয়, ড্রায় প্যাচ না ডাল ফিল হয় তাহলে ধরেনিবেন আপনার স্কিন ড্রাই স্কীন।

অয়েলী স্কীন

ঘুম থেকে উঠে প্রথমত আপনার স্কীনে হাত বুলিয়ে যদি আপনার তৈলাক্ততা ফিল হয়, পিম্পল বা ব্রন, ব্রেক আউটস, পোরস ইত্যাদি থাকে তাহলে আপপার স্কীন অয়েলী টাইপের।

ছেলেদের তৈলাক্ত ত্বকের জন্য কোন ব্র্যান্ড এর ফেসওয়াস ও ক্রীম ভালো

ত্বকের আর্দ্রতা ধরে রাখবেন যেভাবে 

আমাদের ছেলেদের তুলনায় মেয়েদের তুলনায় অনেক শুষ্ক। সেই জন্য আমাদের স্কীনে প্রায় সময় কিছু না কিছু বের হতেই থাকে। এই সমস্যা দূর করতে আপনাকে ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। এই ময়েশ্চারাইজার যে শুধু আপনার ত্বককে সুরক্ষা দিবে তা নয়। এই ময়েশ্চারাইজার ব্যবহারে আপনার ত্বক স্বাস্থ্যোজ্জ্বল রাখে সেই সাথে বয়স বাড়ার ছাপও পড়ধে দেয় না। এই ময়েশ্চারাইজার ব্যবহারের উত্তম সময় গোসল ও শেভ করার পরে। 

আমাদের  শেষকথা   

প্রিয় পাঠক, আশাকরি উপরের আলোচনা থেকে ত্বকের কীভাবে যত্ন নিবেন এবং কোন কোন প্রোডাক্ট ব্যবহারে আপনার সুরক্ষা থাকবে সকল কিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি । আপনিও যদি ত্বকের সমস্যায় ভুগেন অবশ্যই উপরের প্রোডাক্টগুলো ও ফর্মুলা গুলো মেনে চলুন তাহলে আপনার ত্বক তৈলাক্তমুক্ত ও উজ্জ্বল হবে। আর এগুলো ব্যবহারে যদি কোন প্রকার এলার্জির সমস্যা হয় তাহলে অবশ্যই তা ডাক্তারের পরামর্শ নিবেন।

এইরকম আরো তথ্যমূলক আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। কারণ আমরা আমদের ওয়েবসাইটে নিয়মিত এই ধরণের আর্টিকেল প্রকাশ করে থাকি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আবির ইনফো টেকের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url