ব্লগারে গুগোল অ্যানালিটিক্স এ্যাড করার নিয়ম ২০২৪
ব্লগারে গুগোল অ্যানালিটিক্স এ্যাড করার নিয়ম আমরা অনেকেই জানি না। আমরা যারা ব্লগার ব্যবহার করি তারা অনেকেই গুগোল অ্যানালিটিক্স এর নাম অনেকেই শুনেছি কিন্তু কীভাবে ব্লগারে কীভাবে গুগোল অ্যানালিটিক্স যুক্ত করতে হয় তা অনেকেই জানি না। যারা ই- কমার্স প্রতিষ্ঠান পরিচালনা করে তারা অনেকেই এই গুগোল অ্যানালিটিক্স এর সাথে পরিচিত।
আজকের আর্টিকেলে আমারা জানবো এই গুগোল অ্যানালিটিক্স কী, কীভাবে কাজ করে এবং আপনি আপনার ওয়েবসাইটে কীভাবে গুগোল অ্যানালিটিক্স এ্যাড করবেন সকল কিছুর বিস্তারিত আলোচনা করব।
সূচীপত্রঃ ব্লগারে গুগোল অ্যানালিটিক্স এ্যাড করার নিয়ম ২০২৪
গুগোল অ্যানালিটিক্স কী?
গুগোল অ্যানালিটিক্স কী আমরা অনেকেই জানি আবার অনেকেই এই শব্দের সাথে পরিচিত নয়। আমরা যদি এই দুটি শব্দকে বাংলায় ট্রান্সলেট করি তাহলে শব্দটি এমন দাঁড়ায় গুগোল বিশ্লেষণ। কিন্তু কীসের বিশ্লেষণ? আমরা যারা ওয়েবসাইট ব্যবহার করি সেই ওয়েবসাইটে যে ট্রাফিকগুলো আসে অর্থাৎ যে ভিজিটর গুলো আসে বা আপনার ওয়েবসাইটে কতজন ব্যাক্তি ব্যবহার করছে, কোন কোন আর্টিকেল তারা পড়ছে বা কোন পেজে অস্থান করছে, সারাদিনে কতজন ভিজিটর আসছে সকল কিছু আপনি এই গুগোল অ্যানালিটিক্স দ্বারা ট্র্যাক করতে পারবেন।
সহজ ভাষায় আপনার ওয়েবসাইটের পুঙক্ষানুপুঙক্ষ ভাবে বিশ্লেষণ করায় গুগোল অ্যানালিটিক্স এর কাজ। আমরা যারা যারা ব্লগারে বা যে কোন ধরণের ওয়েবসাইটে আর্টিকেল লিখালিখি করি তারা এই গুগোল অ্যানাটিকস এ্যাড করে থাকি। এছাড়া যারা ই কমার্স প্রতিষ্ঠান পরিচালনা করে থাকে তাদের মূলত এটা বেশি ব্যবহার হয়। লোন প্রকাডক্ট কখন কত দামে বা কত পিস বিক্রি হলো এই সকল তথ্য আপনি এই গুগোল অ্যানালিটিসে পেয়ে যাবেন।
গুগোলে অ্যানালিটিক্স এর কাজ
গুগোল অ্যানালিকটস এর কাজ হলো মূলত আপনার ওয়েবসাইটের চুল ছেঁড়া বিশ্লেষণ করা। আপনাকে গুগোল অ্যানালিটিক্স এ্যাড করার পূর্বে গুগোল অ্যানালিটিক্সকীভাবে কাজ করে সে সম্পর্কে স্বচ্ছ একটি ধারণা রাখতে হবে। আমরা আগেই জেনেছি ওয়েবসাইটের কতজন ভিজিটর আসছে, কে কোথায় দেখছে, বর্তমানে কয়জন আছে এবং কোন পেজ তারা ভিউ করছে সকলকিছু আপনি বিস্তারিত ভাবে জানতে পারবেন। অর্থাৎ গুগোল আপনাকে ফ্রিতে এই সার্ভসটি দিয়ে থাকে।
আরো পড়ুনঃ ব্লগারে ডোমেইন সেটআপ করার পদ্ধতি ২০২৪
এছাড়াও আপনি গুগোল অ্যাডসেন্স থেকে যে টাকা আয় করবেন তাও এই গুগোল অ্যানালিটিক্স এর মাধ্যমেই জানা সম্ভব। বিভিন্ন ধরণের তথ্য আপনি এই গুগোল অ্যানালিটিক্স থেকে জানতে পারবেন। তবে যারা প্রফেশনালি ই-কমার্স প্রতিষ্ঠন পরিচালনা করেন তাদের জন্য এই গুগোল অ্যানালিটিঅ্যানালিটিক্স অনেক কার্যকর ভূমিকা রাখে। কীভাবে আপনার ওয়েবসাইটকে গুগোল অ্যানালিটিক্সের সাথে এ্যাড করবেন সে সম্পর্কেও বিস্তারিত জানতে পারবেন।
গুগোল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার সঠিক নিয়ম
গুগোল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার সঠিক নিয়ম অনুযায়ী কীভাবে এ্যাড করবেন তা এখনই জানতে পারবেন। আমরা আনেকেই সঠিক উপায়ে কীভাবে এ্যাড করতে হয় তা জানি না। এই গুগোল অ্যানালিটিক্স এ্যাড করার জন্য আপনাকে মূল ৫টি ধাপ অনুসরণ করতে হবে। খুব অল্প সময়ে অপনি এই গুগোল অ্যানালিটিক্স এ্যাড করতে পারবেন। তবে আরেকটি কথা গুগোল অ্যানালিটিক্স সেট করার পূর্বে অবশ্যই আপনাকে আপনার ওয়েবসাইটকে গুগোল সার্চ কনসোলে সাবমিট করতে হবে। তাহলে চলুন জেনে নেয়া যাক কীভাবে আপনি গুগোল অ্যানালিটিক্স এ্যাড করবেন।
ধাপ-১: প্রথমত আপনাকে গুগোলে প্রবেশ করতে হবে। এরপর আপনি সার্চ বক্সে google analytics লিখে সার্চ করুন। এরপর দেখবেন অনেকগুলো অপশন আসবে। একটি কথা বলে রাখী আপনি সরাসরি কখনোই গুগোল অ্যানালিটিক্স এ প্রবেশ করতে পারবেন না। সেজন্য আপনাকে কিছুটা নিচে স্ক্রল করে Google Analytics for Beginers এ ক্লিক করুন।
ধাপ-২: এরপর Google Analytics for Beginers এ প্রবেশের পর ওপরে যে লিংক রয়েছে সেখানে যান এর পর analytics/ এর পর থেকে পুরোটুকু সিলেক্ট করে ব্যাকস্পেস চাপুন। এর পর Enter চাপুন। এরপর আপনার সামনে একটি নতুন ইন্টারফেস আসবে।
ধাপ-৩: এই নতুন ইন্টারফেসে Start measuring এ ক্লিক করুন।
ধাপ-৪: এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমত আপনাকে অ্যাকাউন্ট নেম দিতে হবে। আপনি চাইলে আপনার নামও দিতে পারেন বা আপনর ওয়েবসাইটের নামও দিতে পারেন। আপনি যেইভাবে আপনার নাম লিখেন ঠিক সেইভাবেই সেখানে নাম দিতে পারেন। প্রথম অক্ষরটা বড় হাতের দিয়ে শুরু করবেন।
ধাপ-৫: এরপর একটি বক্স আসবে সেখানে ৪ টা ঘরে ক্লিক করে Next এ ক্লিক করুন।
ধাপ-৬: Propert details এ Property name এর জায়গায় আপনি পূর্বে যে নাম দিয়েছেব তা আবারো লিখুন। এরপর Repoting time zone এ বাংলাদেশ লিখে সার্চ করলেই বাংলাদেশ টিিম জোন চলে আসবে। এরপর কারেন্সি এর জায়গায় US Dollar সিলেক্ট করুন। এর পর Next এ ক্লিক করুন।
ধাপ-৭: এরপর আপনো কোন ইন্ডাস্ট্রি নিয়ের কাজ করছেন তা সিলেক্ট করুন। আপনি আপনার ওয়েবসাইট কোন ইন্ড্রাস্টি অনুযায়ী পরিচালনা করছেন তা সিলেক্ট করুন। এরপর আপনার ব্যবসার কর্মচারী কয়জন তা সিলেক্ট করুন। যেহেতু আপনি নিজেই আপনার ওয়েবসাইট পরিচালনা করেন সেহেতু আপনি Small সিলেক্ট করুন। এরপর Next এ ক্লিক করুন।
ধাপ-৮: এরপর আপনার সামনে একটি বক্স আসবে সে৩খানে প্রথম ৪ টি সিলেক্ট করে Creat এ ল্লিক করুন।
ধাপ-৯: এরপর আপনার সামনে আবারো নতুন েকটি বক্স আসবে যেখানে আপনার সামনে একটু ছোট্ট বক্স আছে সেটি সিলেক্ট করুন এরপর অ্যারো চিহ্ন দিয়ে দেখানো বড় সাইট বারটিকে টেনে নিচের দিকে নামালে দেখবেন আরেকটি ছোট্ট বক্স আসবে সেটিও সিলেক্ট করে I Accept এ ক্লিক করুন।
ধাপ-১০: এরপর আপনার সামনে যে ইন্টারফেস আসবে তাতে Web সিলেক্ট করুন।
ধাপ-১১: এখন আপনি Website URL এ https:// সিলেক্ট করে আপনার ওয়েবসাইটের ডোমেইন নেম টা সিলেক্ট করে কপি করে নিন। এরপর পাশের বক্সে আপনি Property name এর জায়গায় যে নাম ব্যবহার করেছেন তা আবার লিখুন। এরপর ওপরের দিকে Creat & continue এ ক্লিক করুন। তাহলে আপনার অ্যানালিটিক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা সম্পূহণ্ণ হলো।
ব্লগারে গুগোল অ্যানালিটিক্স এ্যাড করার নিয়ম
ব্লগারে গুগোল অ্যানালিটিক্স এ্যাড করার নিয়ম জেনে নিন। আমরাভ এতোক্ষণ শিখলাম কীভাবে গুগোল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এখন জানতে পারবেন কীভাবে ব্লগারে গুগোল অ্যানালিটিক্স এ্যাড করার নিয়ম। তাহলে চলুন শিখে নেওয়া যাক ব্লগারে গুগোল অ্যানালিটিক্স এ্যাড করার নিয়ম-
ধাপ-১: Creat & continue এ ক্লিক করার কিছুক্ষণ পর অটোমেটিক একটি বক্স আসবে। কোথাও কোন প্রকার ক্লিক করার কোন প্রয়োজন নেই। এখন আপনি দেখতে পারবেন বেশ কয়েক লাইনের কিছু কোড প্রদান করা হবে সেখান থেকে কোডটি কপি করুন। এরপর নিচের দিকে খেয়াল করুন Test নামে একটি অপশন রয়েছে সেখানে ক্লিক করুন। ক্লিক করার পর যদি সেখানে সবুজ টিক চিহ্নের মতো আসে তাহলে আপনার ওয়েবসাইট ঠিকঠাক ভাবে গুগোল অ্যানালিটিক্স এ সেট হয়েছে। আর যদি টেস্ট অপশন না থাকে তাহলে কী করবেন তা পরে আলোচনা করছি সেক্ষেত্রে আপনি শুধুমাত্র কোডটি কপি করে নিন।
ধাপ-২: এখন আপনি আপনার ব্লগার ওয়েবসাইটের থিমে প্রবেশ করে কাস্টমাইজ এ ক্লিক করে Edit HTML এ ক্লিক করুন এরপর আপনাকে আপবার থিমের HTML এ নিয়ে আসবে। এখন ওপরের দিকে খেয়াল করে দেখবেন <head> ট্যাগ কোথায় আছে। এরপর <head> ট্যাগ এর শেষে মাউসের কার্সর রেখে কী-বোর্ডের Enter এ চাপ দিন এরপর ctrl+v অথবা মাউস থেকে paste করে দিন এরপর আপডেট করুন।
আরো পড়ুনঃ অনলাইন ক্যাসিনো গেম খেলে টাকা ইনকামের ৫টি কার্যকরী টিপস
ধাপ-৩: এরপর আপনি আবারো আপনার গুগোল অ্যানালিটিক্সে ফিরে আসেন। এখন আপনার সামনে যেই কোডের ইন্টারফেস ছিল তা খেটে দিন এবং আপনার সামনর আরো একটি ইন্টারফেস থাকবে যেখানে Stream details নামক একটি বক্স থেকবে। সেখান থেকে আপনাকে MEASUREMENT ID থাকবে তা কপি করে নিন। এরপর আবারো ব্লগারে ফিরে যান। ওয়েবসাইটে গিয়ে সেটিংসে প্রবেশ করুন। এরপর দেখানে প্রথমের দিকেই Google Analytics Measurement ID নামে একটি অপশন রয়েছে। সেখানে আপনি যে আইডিটি কপি করেছেন তা বসিয়ে সেভ করে দিন। তাহলেই আপনার ব্লগারের সাথে আপনার গুগোল অ্যানালিটিক্স এ্যাড সম্পূণ্ণ হয়ে গেলো।
গুগোল অ্যানালিটিক্স পরিচিতি পর্ব
গুগোল অ্যানালিটিক্সপরিচিতি পর্ব সম্পর্কে জেনে যাক। আমরা এতোক্ষণ শিখলাম কীভাবে আপনি আপনার গুগোল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং আপনি আপনার ব্লগারে গুগোল অ্যানালিটিক্স এ্যাড করার নিয়ম সম্পর্কেও স্বচ্ছ একটা হাতে কলমে ধারণা পেয়ে গেছেন। এখন আমরা জানবো এই যে গুগোল অ্যানালিটিক্স এ কার্যক্রম সম্পর্কে। গুগোল অ্যানালিটিক্সের হোম পেজ সেটিংস কোনটা কোন কাজে ব্যবহার হব সেই সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক গুগোল অ্যানালিটিক্স পরিচিত পর্ব।
আপনি প্রথমত যখন আপনার হোমপেজে প্রবেশ করবেন তখন দেখতে পারবেন No data received লিখা থাকবে। আপনি কয়েকবার স্ক্রীন কে রিফ্রেশ করে নিবেন তাহলে সেখানে Data received লিখা আসবে। যদি না আসে তাহলে কিছুক্ষণ অপেক্ষা করবেন এরপর আবারো রিফ্রেশ করুন তাহলে ঠিক হয়ে যাবে। এরপর আপনাকে ২৪ ঘন্টা অপেক্ষা করে লাগবে। ২৪ ঘন্টা পর থেকে আপনার ওয়েবসাইটের কার্যক্রম চালু হয়ে যাবে।
আরো পড়ুনঃ আর্টিকেল রাইটিং এর জন্য স্পিনিং-স্ক্রাপিং সহ ৬টি এ্যাডভান্স টিপস
আপনি প্রথমে শুনেছেন এই গুগোল অ্যানালিটিক্স এর সাহায্যে আপনার ওয়েবসাইটে কতজন ভিউ হচ্ছে কতজন আপনার ওয়েবসাইটে অবস্থান করছে সকল কিছু আপনি ট্র্যাক করতে পারবেন। চলুন নেয়া যাক কীভাবে এগুলো ট্র্যাক করবেন। আপনি হোম আইকনের নিচে রিপোর্ট নানে একটি অপশন রয়েছে সেখানে ক্লিক করুন এরপর রিয়েল টাইমে ক্লিক করুন। আপনার সামনে যে ইন্টারফেস আসবে সেখানে প্রথনের দিকে যে নাম্বার আসবে সেটা হবে আপনার ওয়েবসাইটে বর্তমানে কতজন ওয়েবসাইটে অবস্থান করছে। আমি আপনাদের সুবিধার্থে নিচে ছবিসহ দিয়ে দিচ্ছি।
উপরের ছবিতে দেখছেন একটি নতুন ওয়েবসাইট যেখানে ১জন ভিজিটর ওয়েবসাইটে অবস্থান করছে এবং নিচের দিকে দেখবেন কোন পেজে অবস্থান করছে অর্থাৎ আপনার ওয়েবসাইটে পাবলিশ করা পোস্টগুলোর মধ্যে কোন পোস্টটি পড়ছে সেটিও আপনি দেখতে পারবেন। এছাড়াও আপনার ওয়েবসাইট যত সময় যাবে তত আরো আপডেট আসবে সেি সাথে গুগোল অ্যানালিটিক্সেইও আপডেট আসতে থাকবে।
গুগোল অ্যানালিটিক্স এ্যাড করার কার্যকারীতা
গুগোল অ্যানালিটিক্স এ্যাড করার কার্যকারীতা অনেক। এই গুগোল অ্যানালিটিক্স আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এছাড়াও আপনার ওয়েবসাইটের চুলছেঁড়া বিশ্লেষণ করে আপনাকে অনেকধরণের তথ্য প্রদান করে থাকে। কী কী তথ্য প্রদান করে তা আপনারা ওপরেই জানতে পেরেছেন।যেহেতু আপানি জানতে পারছেন আপনার কোন পোস্টে বেশি ট্রাফিক অর্থাৎ বেশি ভিউ আসছে, কোন পোস্ট মানুষ বেশি পড়ছে তাহলে সেই পোস্ট বা সেই ক্যাটাগরির পোস্ট আপনি বেশি পরিমানে লিখবেন যাতে ভিউয়ার বেশি আসে।
এইসকল তথ্য আপনাকে গুগোল অ্যানালিটিক্স দিয়ে থাকে এর মাধ্যমে আপনি আপনার কাজ করার যে গতি তা বাড়াতে পারবেন কারণ আপনি জানতে পারছেন আপনার কোন ক্যাটাগরির পোস্টগুলো বেশি ভিউ হচ্ছে। এতে আপনি আরো জানতে পারছেন মানুষের জানার আকাংক্ষার বিষয় গুলো সম্পর্কে। তাই আপনি যদি প্রফেশানাল ভাবে আপনার ওয়েবসাইট পরিচালনা করতে চান তাহলে অবশ্যই গুগোল অ্যানালিটিক্স এর ভূমিকা অনস্বীকার্য।
আমাদের শেষকথা
প্রিয় পাঠক, আজকের আর্টিকেলে আমরা জেনেছি কীভাবে গুগোল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, ব্লগারে গুগোল অ্যানালিটিক্স এ্যাড করার নিয়ম, অ্যানালিটকস কীভাবে কাজ করে সকল কিছু সম্পর্কে বিস্তারিত জেনেছি। হাতেকলমে শিখার মতো করে বিস্তারিত আলোচনা করেছি। আশাকরি বিষয়গুলো বিস্তারিত ভাবে ও ভালোভাবে বুঝতে পেরেছেন। আপনার যদি কোন ওয়েনসাইট থেকে থাকে তাহলে এখনই আপনিও আপনার ওয়েবসাইটকে অ্যানালিটিক্সএর সাথে এ্যাড করে ফেলুন।
এইরকম আরো তথ্যমূলক আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। কারণ আমরা আমদের ওয়েবসাইটে নিয়মিত এই ধরণের আর্টিকেল প্রকাশ করে থাকি।
আবির ইনফো টেকের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url