গুগোল সার্চ কনসোলে ওয়েবসাইট সাবমিট করার নিয়ম ২০২৪

গুগোল সার্চ কনসোলে ওয়েবসাইট সাবমিট করার নিয়ম ২০২৪ এর আপডেট নিয়ম জেনে নিতে পারবেন আজকের ওয়েবসাইটে। আমরা অনেকেই আছি যারা আর্টিকেল লিখি কিন্তু কোন ভাবে সেই আর্টিকেল র‍্যাংক  করেতে পারি না। আবার অনেকেই রয়েছে যাদের ওয়েবসাইট রয়েছে কিন্তু কীভাবে গুগোল সার্চ কনসোলে সাবমিট করবেন সেই সম্পর্কে কোন ধারণা নেই।

গুগোল-সার্চ-কনসোলে-ওয়েবসাইট-সাবমিট-করার-নিয়ম-1.0

আজকের এই আর্টিকেলে আমরা জানবো গুগোল সার্চ কনসোল কী, গুগোল সার্চ কনসোলের কাজ কী, কীভাবে আপনার ওবেবসাইট সার্চ কনসোলে সাবমিট করবেন, গুগোল সার্চ কনসোলের সেটিংস পরিচিতি সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব।

সূচীপত্রঃ গুগোল সার্চ কনসোলে ওয়েবসাইট সাবমিট করার নিয়ম

গুগোল সার্চ কনসোল কী?

গুগোল সার্চ কনসোল কী তা জানার জন্য আপনাকে স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করি। আমরা যারা ওয়েবসাইট ব্যবহার করি তারা অনেকেই অনেক ধরণের ওয়েবসাইট ব্যবহার করি। কেউ ব্লগার‌, কেউ ওয়ার্ডপ্রেস বা অন্য যে কোন প্রকার ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আমরা বিভিন্ন প্রকার পোস্ট বা আর্টিকেলে লিখে থাকি। মূলত আর্টিকেল লিখে তা পাবলিশ করে দিলেই মানুষ তা দেখতে পাবে বিষয়টি এমন নয়। আপনাকে আপনার ওয়েবসাইটটি গুগুল পর্যন্ত পৌঁছাতে হবে তবেই আপনার ওয়েবসাইট সার্বজনীনভাবে সবাই পৃথিবীর যে কোন প্রান্ত থেকে দেখতে পারবে এবং সেখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন।

আপনার ওয়েবসাইট গুগোল সার্চ কনসোলে সাবমিট করার পর আপনার ওয়েবসাইট মূলত সবাই দেখতে পারবে। গউগোল সার্চ কনসোল হলো সেই জায়গা যেখানে আমরা আনাদের ওয়েবসাইটকে সাবমিট করি। এই গুগোল সার্চ কনসোল থেকেই আপনি আপনার যে পোস্ট গুলি পাবলিশ করেন সে পোস্টগুলো কত নাম্বারে রছাংক করছে, আপনার আর্টিকেলগুলো কয়জন পড়েছে কয়জনের সামনে গেছে সকল বিষয় আপনি পুংক্ষানুপুংক্ষভাবে জানতে পারবেন। 

গুগোল সার্চ কনসোল এর কাজ

গুগোল সার্চ এর কাজ আমারা অনেকেই জানি না বা বুঝিনা। গুগোল সার্চ কনসোল অনেকটা গুগোল অ্যানালিটিক্স এর মতো। আমারা জেনেছি গুগোল অ্যানালিটিক্স আমাদের ওয়েবসাইটের চুলছেঁড়া বিশ্লেষণ করে। এই গুগোল সার্চ কনসোলও আপনার ওয়েবসাইট নিয়েই কাজ করে। আপনি যখন আপনার ওয়েবসাইটে আর্টিকেল পোস্ট করেন তখন আপনার সেই পোস্টটি কতজনের সামনে গেলো, আপনার ওয়েবসাইটের পোস্ট গুলিতে কত ক্লিক আসছে অর্থাৎ কতজন ক্লিক করে আপনার পোস্টটি পড়েছে, আবার আপনার কোন পোস্ট কত নাম্বারে র‍্যাংক করছে সকল তথ্য আপনাকে এই গুগোল সার্চ কনসোল প্রদান করে থাকে।

আরো পড়ুনঃ ঘরে বসে ইনকাম করার ১৫ টি কার্যকরী ট্রিকস

আপনি শুধু মাত্র পোস্টটিই নয় বরং আপনার ওয়েবসাইট থেকে প্রকাশিত ছবি, নিউজ, ভিডিও কখন কোনটা র‍্যাং করছে সকল কিছু জানতে পারবেন। এছাড়াও আপনার ওয়েবসাইট এভারেজ কত নাম্বারে র‍্যাংক করে তাও আপনি জানতে পারবেন এই গুগোল সার্চ কনসোল থেকে। সবথেকে বড় বিষয় এই গুগোল সার্চ কনসোল আপনার আর্টিকেলের লিখার মধ্যে কী কী ভূল রয়েছে ও কোন কোন কারণে পোস্ট বা আর্টিকেল র‍্যাংক হচ্ছে না সে সকল বিষয় আপনার সামনে তুলে ধরবে। আপনার ওয়েবসাইটের সকল প্রকার রিপোর্ট এই গুগোল সার্চ কনসোল আপনাকে আপডেট করে থাকে।

গুগোল সার্চ কনসোলে ওয়েবসাইট সাবমিট করার নিয়ম

গুগোল সার্চ কনসোলে ওয়েবসাইট সাবমিট করার নিয়ম অনেকটাই সহজ। বেশ কয়েকটা ধাপ অতিক্রম করলেই আপনি আপনার ওয়েবসাইটকে গুগোল সার্চ কনসোলে সাবমিট করতে পারবেন। আপনি যদি ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাকে আপনার ওয়েবসাইটকে গুগোল সার্চ কনসোলে সাবমিট করতে হবে। তাহলে চলুন শিখে নেয়া যাক গুগোল সার্চ কনসোলে ওয়েবসাইট সাবমিট করার নিয়ম-

ধাপ-১: প্রথমে আপনি গুগোল সার্চবারে গিয়ে গুগোল সার্চ গিয়ে search console লিখে সার্চ করুন। অবশ্যই যে ইমেল দিয়ে আপনি ওয়েবসাইট খুলেছেন সেই ইমেল লগিন করে গুগোল সার্চ কনসোল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এরপর Sign in- Google search console এ ক্লিক করুন। যদি এটা না পান তাহলে Google Search Console Tools এ ক্লিক করে নতুন ইন্টারফেসে প্রবেশ করুন।

গুগোল সার্চ কনসোলে ওয়েবসাইট সাবমিট করার নিয়ম-1

ধাপ-২: এরপর Start now এ ক্লিক করে সামনের দিকে এগিয়ে যান।

ধাপ-৩: এখন আপনার সামনে নতুন যে ইন্টারফেস আসছে সেখানে ২ টা বক্স আছে একটা Domanin অপরটি URL prefix। আমরা URL prefix এ আমারা আমাদের ওয়েবসাইট লিংকটি কপি করে সেখানে বসিয়ে দিন। এরপর CONTINUE এ ক্লিক করব।

গুগোল সার্চ কনসোলে ওয়েবসাইট সাবমিট করার নিয়ম-2

ধাপ-৪: এরপর আপনার কাছে একটি পপআপ ম্যাসেজ আসবে সেখানে Go To PROPERTY তে ক্লিক করবেন। যদি আপনার জিমেইল লগিন থাকে তাহলে অটোমেটিক আপনার সার্চ কনসোল আইডি ভেরিফাইড হয়ে যাবে।

গুগোল সার্চ কনসোলে ওয়েবসাইট সাবমিট করার নিয়ম -3


গুগোল সার্চ কনসোলে ওয়েবসাইট সাবমিট করার নিয়ম -4

গুগোল সার্চ কনসোলে HTML tag ভেরিফাই করার নিয়ম

গুগোল সার্চ কনসোলে ওয়েবসাইট সাবমিট করার নিয়ম জানার পর গুগোল সার্চ কনসালে HTML tag ভেরিফাই করাটাও অত্যন্ত জরুরি একটি বিষয়। আমি মূলত আপনাদের সুবিধার্থে ভেঙ্গে ভেঙ্গে সকল কিছু আলাদা আলোচনা করছি। 

ধাপ-১: এখন আপনাকে HTML tag ভেরিফাই করতে হবে। সেই জন্য আপনাকে প্রথমে ড্যাশবোর্ডের সেটিংসে প্রবেশ করতে হবে। এরপর Ownership verification এ ক্লিক করতে হবে। এরপর নিচের দিকে দেখবেন HTML tag লিখা অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে কিছু কোড আসবে সেই কোড কপি বাটনে ক্লিক করে কপি করতে হবে।

গুগোল সার্চ কনসোলে ওয়েবসাইট সাবমিট করার নিয়ম -5

ধাপ-২: এখন আপনি সরাসরি আপনার ওয়েবসাইটে প্রবেশ করুন। প্রবেশ করার পর থিম এ ক্লিক করে কাস্টমাইজ এ ক্লিক করুন। এরপরে  এডিট HTML এ ক্লিক করে আপনার সামনে যেই ইন্টারফেস আসবে সেখানে মাউস রেখে একবার ক্লিক করুন। ক্লিক করার পর Ctrl+f একসাথে চাপ দিবেন। উপরে Search লিখা আসবে। এখন <body লিখে সার্চ করবেন। এরপর Enter বাটনে চাপ দিন। এখন আপনাকে হলুদ <body ট্যাগ এর কাছে নিয়ে যাবে। ঠিক উপরেও </head ট্যাগ পাবেন সেখানে থেকে উপরের একলাইন ফাকা করে নিবেন। তারপর কপি করা কোডটি Ctrl+v বাটনে চাপ দিয়ে বসিয়ে দিবেন। এরপর সেভ বাটনে চাপ করুন।

আরো পড়ুনঃ আর্টিকেল রাইটিং এর জন্য স্পিনিং-স্ক্রাপিং সহ ৬টি এ্যাডভান্স টিপস

ধাপ-৩: এরপর আবারো কোডে ফিরে যান এবং সেখানে Verify এ ক্লিক করুন। এরপর Owner Varification Succesfull দেখাবে। 

গুগোল সার্চ কনসোলে ওয়েবসাইট সাবমিট করার নিয়ম-6

 সেইসাথে আপনাকে HTML tag এর পাশে সবুজ রঙের ভিতরে সাদা টিক দেখাবে।

গুগোল সার্চ কনসোলে ওয়েবসাইট সাবমিট করার নিয়ম-7

সার্চ কনসোলে কন্টেন্ট সাবমিট করার নিয়ম

সার্চ কনসোলে কন্টেনন্ট সাবমিট কিছু নিয়ম রয়েছে। আমরা আমাদের সকল গুরুত্বপূর্ণ কাজ প্রায় সব শেষ করে দিয়েছি। এখন আমরা আমাদের ওয়েবসাইটে থাকা কন্টেন্ট অর্থাৎ আর্টিকেল বা পোস্ট যেগুলো রয়েছে সেগুলো গুগলের কাছে হস্তান্তর করা। তাহলে চলুন জেনে নেয়া যাক কীভাবে  সার্চ কনসোলে কন্টেন্ট সাবমিট করবেন-

গুগোল-সার্চ-কনসোলে-ওয়েবসাইট-সাবমিট-করার-নিয়ম-1.1

ধাপ-১: আপনাকে কন্টেন্ট সাবমিট করার জন্য প্রথমত গুগোল সার্চ কনসোল ড্যাশবোর্ডে প্রবেশ করুন। এরপর সাইডবারে যেই অপশন গুলো আছে সেখান থেকে Sitemaps এ প্রবেশ করুন। এখন প্রবেশের পর আপনাকে পর পর দুইটা কোড বসাতে হবে। প্রথমত আপনি sitemap.pages.xml লিখে Submit ক্লিক করুন। এতে আপনার ওয়েবসাইটে যতগুলো পেজ ছিল সবগুলো গুগোলে সাবমিট হয়ে গেছে।

গুগোল সার্চ কনসোলে ওয়েবসাইট সাবমিট করার নিয়ম-8

ধাপ-২: এখন আপনি সাবমিট করবেন আপনার যতগুলো পোস্ট বা আর্টিকেল লিখা আছে সেইগুলো। সেইজন্য আপনাকে ঠিক একই জায়গায় আরেকটি কোড বসিয়ে সাবমিট করতে হবে। যেইখানে আপনি আগের কোডটি বসিয়েছেন সেখানে এখন sitemap.xml লিখে Submit করে দিন। তাহলে আপনার সকল পোস্ট গুগোলে সাবমিট হয়ে যাবে। আপনি প্রতিদিন একবার করে আপডেট দিবেন ঠিক একই পদ্ধতিতে। যদিও এটি গুগোল নিজে থেকেই করে তবুও আপনি নিজে থেকে একবার তা আপডেট করে দিবেন।

গুগোল সার্চ কনসোলে ওয়েবসাইট সাবমিট করার নিয়ম-9

গুগোল সার্চ কনসোল সেটিংস পরিচিতি

গুগোল সার্চ কনসোল সেটিং পরিচিতি বলতে বোঝায় গুগোল সার্চ কনসোলের ড্যাশবোর্ডের কোনটির কাজ কী। যেহেতু আপনি এইমাত্র ওয়েবসাইট সাবমিট করলেন সেহেতু আপনার ওয়েবসাইট আপডেট নিতে একটু সময় লাগবে। সেক্ষেত্রে আপনাকে ১ দিনের মতো অপেক্ষা করতে হবে। আর পুরোপুরিভাবে ওয়েবসাইট কাজ করাতে প্রায় ১ মাস বা তারও বেশি সময় লাগতে পারে। তাহলে চলুন শুরু করা যাক গুগোল সার্চ কনসোল সেটিং পরিচিতি।

Overview: Overview এ আপনি আপনার ওয়েবসাইটের সমস্ত রিপোর্ট দেখতে পারবেন। আপনার ওয়েবসাইটের পারফরমেন্স কেমন তা গ্রাফ আকারে আপনার সামনে তুলে ধরবে। এরপর Indexing অর্থাৎ আপনার পাবলিশ করা কোন কোন পোস্ট গুলি গুগোলে সবার সামনে আসছে। আপনি কোন কিছু লিখে সার্চ করলে আপনার পেজ যদি সামনে আসে তাহলে ভাববেন সেই পোস্টটি ইনডেক্স হয়ে গেছে। ইনডেক্স হতে অনেক সময় লাগে। ৩-৪ মাস সময়ও লাগতে পারে। এছাড়াও আপনি দেখতে পারবেন কোন পোস্ট ইনডেক্স হচ্ছে আর কোনগুলো হচ্ছে না। 

আরো পড়ুনঃ ট্রেনের টিকিট অনলাইনে কাটার নিয়ম

Performance: এটা মূলত গুরুত্বপূর্ণ একটি ড্যাশবোর্ড যেখানে আপনি দেখতে পারবেন আপনার মোট কতটা ক্লিক অর্থাৎ যখন কেউ কোন কিছু লিখে সার্চ করেছেন তখন আপনার পোস্ট তার সামনে গিয়েছে এবং তিনি ক্লিক করে তা পড়েছেন। এরপর ইম্প্রেশন এটির সংখ্যা মূলত আপনার ওয়েবসাইটের পোস্ট গুলো তত জনের সামনে গেছে। এরপর অ্যাভারেজ সিটিআর এর মানে সেখানে যে পার্সেন্টেজ আছে সে অনুযায়ি অর্থাৎ ১০০ জনের মধ্যে যত লিখা থাকবে ততজন আপনার ওয়েবসাইটে প্রবেশ করে। 

এরপর অ্যাভারেজ পজিশন মানে আপনার ওয়েবসাইট সবার মধ্যে কত তে র‍্যাংক করে তা জানা যায়।নিচে আরেকটি বিষয় জানা দরকার সেটি হলো QUERIES। এটা মূলত আপনি যেই আর্টিকেল গুলো লিখেছেন সেই আর্টিকেল গুলো থেকে কোন কোন আর্টিকেল গুলোর জন্য বেশি ভিউ আসছে বা ক্লিক আসছে এছাড়াও পোস্টগুলো কত নাম্বারে র‍্যাংক করছে তাও জানতে পারবেন।

URL Inspection: URL Inspection এটি মূলত পেজ বা পোস্ট ইনডেক্স হয়েছে কি না জানা যায়। আপনি যদি পেজ বা পোস্ট ইনডেক্স হয়েছে কিনা তা জানতে চান তাহলে আপনি যে পোস্টটি দেখতে চান সেই পোস্টের লিংক কপি করে URL Inspection এ বসিয়ে দিন তাহলেই রেজাল্ট দেখতে পারবেন। যদি ইনডেক্স হয়ে থাকে তাহলে সবুজ রঙের মধ্যে সাদা টিক চিহ্ন থাকবে আর না ঘলে অন্য কালার থাকবে।

Pages: Pages এ আপনি মূলত দেখতে পারবেন আপনার কোন পেজটি ইনডেক্স হয়েছে আর কোন পেক ইনডেক্স হয় নি। সেই সাথে কিছু কারণ দেখানো হবে যেখানে কিছু সত্য থাকে বাকি গুলো সবার ক্ষেত্রে দেখিয়ে থাকে।

Sitemap: ইতিপূর্বেই আপনারা sitemap এর সাথে পরিচিত হয়েছেন। এখানে তেমন কোন কাজ নেই প্রতিদিন শুধু পোস্টগুলো এখান থেকে একবার করে আপডেট দিতে হবে।  

Removals: এখান থেকে আপনি চাইলে কোন পোস্ট একেবারে ডিলিট না করে তা সমসাময়িক সময়ের জন্য সবার থেকে এড়িয়ে রাখতে পারেন। পরে আবার তা সবার সামনে আনতে পারবেন।

এখানে বাকিগুলো তেমন গুরুত্বপূর্ণ নয় যার কারণে সেগুলো আর আলোচনা করা হলো না। তবে যদি কেউ জানতে চান তাহলে অবশ্যই আমাদের যোগাযোগ পেজ থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে তা জেনে নিতে পারেন।

ম্যানুয়ালি ইনডেক্স করার নিয়ম

ম্যানুয়াল ইনডেক্স করা অত্যন্ত সহজ একটি বিষয়। আমরা আগেই জেনেছি আপনার গুগোল সার্চ কনসোল সেট হতে প্রায় ১ মাসের মতো সময় লাগে। সেইসাথে পেজ ইনডেক্স হতেও সময় লাগে। এটি ন্যাচারাল একটি প্রক্রিয়া। যদি দেখেন আপনি ১ মাস এর বেশি সময় অতিক্রম হওয়ার পরেও আপনার পোস্ট ইনডেক্স হচ্ছে না সেক্ষেত্রে আপনি জোর করে ইনডেক্স করাতে পারবেন। তাহলে চলুন জেনে আসি ম্যানুয়ালি ইনডেক্স করার নিয়ম-

প্রথমত আপনি যে পেইজ বা পোস্ট ইনডেক্স করাবেন সেই পেজ বা পোস্টের লিংক কপি করবেন। এরপর গুগোল সার্চ কনসালে এসে URL Inspection এ  কপি করা লিংকটি বসিয়ে দিন এরপর কী-বোর্ড থেকে Enter চাপুন।

গুগোল সার্চ কনসোলে ওয়েবসাইট সাবমিট করার নিয়ম-10

এরপর যে ইন্টেরফেস আসবে সেখানে Request Index এ ক্লিক করুন। 

গুগোল সার্চ কনসোলে ওয়েবসাইট সাবমিট করার নিয়ম -11

কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনার ওই পোস্টটি ইনডেক্স হয়ে যাবে। আপনাকে একটি পপআপ ম্যাসেজও প্রদান করা হবে।

গুগোল সার্চ কনসোলে ওয়েবসাইট সাবমিট করার নিয়ম-12

সার্চ কনসোল অ্যাড করার কার্যকারীতা

সার্চ কনসোল এ্যাড করার অনেক কার্যকারীতা রয়েছে। গুগোল সার্চ কনসোলে ওয়েবসাইট সাবমিট করার নিয়ম ও সার্চ কনসোলর কার্যক্রম আমরা সবাই ওপরে বিস্তারিতভাবে জেনেছি। আপনি এই সার্চ কনসোল সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারছেন। এছাড়াও অনেক ধরণের সার্ভিস আপনাকে প্রদান কর‍ছে যা আপনার ওয়েবসাইটকে র‍্যাংক করাতে বেশ বড় ভূমিকা রাখে। আর হ্যাঁ মনে রাখেবেন যারা এই ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করবেন তাদের জন্য অবশ্যই আপনার ওয়েবসাইটকে গুগোলে সাবমিট করতেই হবে। আর গুগোলর সাবমিট করার জন্য গুগোল সার্চ কনসোলের ভূমিকা অবস্বীকার্য।

আরো পড়ুনঃ ঘরে বসে ১০ বছর মেয়াদি ইপাসপোর্ট করতে কি কি লাগে ও কত টাকা বিস্তারিত জানুন ২০২৪

সার্চ কনসোল অ্যাড করার কার্যকারীতা

আমাদের শেষকথা 

প্রিয় পাঠক, আজকের এই আর্টিকেলে আমরা জানলাম গুগোল সার্চ কনসোলে ওয়েবসাইট সাবমিট করার নিয়ম, গুগোল সার্চ কনসোল এর কাজ কী, সেটিংস পরিচিতি, কীভাবে আপনি ম্যানুয়ালি পোস্ট ইনডেক্স করবেন সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশাকরি বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছেন। আপনি যদি প্রফেশনালি ওয়েবসাইট পরিচালনা করতে চান তাহলে অবশ্যই আপনাকে গুগোল সার্চ কনসোলে ওয়েবসাইট সাবমিট করতে হবে।

তাই আপনি যদি এখনো গুগোল সার্চ কনসোলে ওয়েবসাইট সাবমিট না করে থাকেন তাহলে এখনি করে ফেলুন। এইরকম আরো তথ্যমূলক আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। কারণ আমরা আমদের ওয়েবসাইটে নিয়মিত এই ধরণের আর্টিকেল প্রকাশ করে থাকি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আবির ইনফো টেকের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url