ট্রেনের টিকিট অনলাইনে কাটার নিয়ম
ট্রেনের টিকিট অনলাইনে কাটার নিয়ম অনেকটাই সহজ। কোনো প্রকার ভোগান্তি ছাড়া ঘরে বসেই আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে খুব সহজেই কেটে নিতে পারেন আপনার গন্তব্যে যাওয়ার ট্রেনের টিকিট। আপনার ভোটার আইডি কার্ডটি ভেরিফাই করে খুব দ্রুত ট্রেনের টিকিট কাটা ও মূল্য পরিশোধ করবেন।
আজকের এই আর্টিকেলে আমরা জানবো আপনি ঘরে বসে কীভাবে অনলাইন অ্যাপস বা ওয়েবসাইট থেকে টিকিট কাটবেন, অ্যাপসে কীভাবে রেজিস্ট্রেশন করবেন সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
সূচীপত্রঃ ট্রেনের টিকিট অনলাইনে কাটার নিয়ম
অনলাইনে ওয়েবসাইটে ট্রেনের টিকিট কাটার জন্য রেজিস্ট্রেশনের নিয়ম
ট্রেনের টিকিট কাটার পূর্বে আপনাকে আগে একটি আপনার নামে নিজস্ব একাউন্ট থাকতে হবে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে। সেই একাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে প্রথমত রেলওয়ে কর্তৃপক্ষের কাছে রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে চলুন নেযা যাক কীভাবে ওয়েবসাইট থেকে আপনার একাউন্ট ক্রিয়েট করার জন্য রেজিস্ট্রেশন করবেন।
ধাপ-১:
প্রথমত আপনাকে রেলওয়ে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেইজন্য আপনার মোবাইল বা ডেস্কটপ থেকে গুগোল বা ক্রোম ব্রাইজারে প্রবেশ করুন। এরপর আপনি ওয়েবসাইটে প্রবেশের পর সবার উপরে ৩ টা লাইন থাকবে সেখানে প্রবেশ করলে Register নামে একটি অপশন পাবেন সেখানে ক্লিক করুন।
ধাপ-২:
এখন আপনার কাছে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করার জন্য ভেরিফাই করতে হবে। এর জন্য আপনাকে প্রথমে আপনার কাছে যে ফর্মটি আসছে তাতে প্রথমে আপনার মোবাইল নাম্বারটি প্রবেশ করুন এরপর আপনার ভোটার আইডি কার্ড নাম্বারটি প্রদান করুন সে সাথে আপনার জন্ম তারিখ,জন্ম মাস ও জন্ম সাল দিন এরপর Verify এ ক্লিক করুন।
আরো পড়ুনঃ বাটন ফোনে বিকাশ একাউন্ট খোলার নিয়ম ও প্রিয় নাম্বার এ্যাডের নিয়ম ২০২৪
ধাপ-৩:
এখন আপনার সামনে আবার একটি নতুন ট্যাব ওপেন হবে। সেখানে ফুল নেম যেটা আইডি কার্ড দ্বারা অটোমেটিক নাম সিলেক্ট হয়ে থাকবে। এরপর মোবাইল নাম্বার, ভোটার আইডি কার্ড নাম্বার ও জন্ম তারিখ, মাস ও সাল সবকিছু অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে। নতুন করে আপনাকে শুধু মাত্র ইমেল আইডি, আপনার বাসার ডাকঘর নাম্বার কত এবং আপনার বাসার ঠিকানা প্রদান করতে হবে । এর আপনার মনমতো একটি ইউনিক পাসওয়ার্ড সেট করে দিন। এরপর Complete Registration এ ক্লিক করুন।
ধাপ-৪:
এ আপনার দেওয়া মোবাইল নাম্বারে একটি কোড প্রদান করা হব। সেই কোডটি আপনি বসিয়ে দিয়ে Continue এ ক্লিক করুন। তাহলেই আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে যাবে।
ওয়েবসাইটে ট্রেনের টিকিট কাটার নিয়ম
আমরা যারা বিভিন্ন কাজে বা ভ্রমণের উদ্দেশ্যে যায় সবথেকে আরামদায়ক যাবনাহনের মধ্যে ট্রেনের বিকল্প নেই। এই ট্রেন সবচেয়ে নিরাপদ ও সাশ্রয়ী পরিবহন। একসময় মানুষ লাইনে দাঁড়িয়ে ভোগান্তি নিয়ে ট্রেনের টিকিট কাঁটতো। এই বর্তমান ডিজিটাল যুগে রেলওয়ে কর্তৃপক্ষ ঘরে বসেই মোবাইল দিয়ে আপনার টিকিট যেন আপনি নিজেই কাঁটতে পারেন সেই ব্যবস্থা করে দিয়েছে। যার কারণে আপনার ভোগান্তি অনেকটাই কমছে এবং আপনি খুব দ্রুত টিকিট হাতে পেয়ে যাচ্ছেন। তাই চলুন জেনে নিই কিভাবে আপনি অনলাইনে খুব সহজেই টিকিট কাটবেন।
আরো পড়ুনঃ জন্ম নিবন্ধন দিয়ে ঝটফট ৫ মিনিটে স্টুডেন্ট বিকাশ একাউন্ট খুলুন
ধাপ-১:
প্রথমত ওয়েবসাইটের হোম পেজে প্রবেশ করুন। যেহেতু এখন আপনার নিজস্ব একাউন্ট হয়ে গেছে। আপনার কাছে একটি ফর্ম আসবে যাতে আপনি কোথায় থেকে কোন জায়গায় ভ্রমন করবেন তা জানতে চাওয়া হবে। From এর জায়গায় আপনি কোন স্টেশন থেকে উঠবেন এবং To এর জায়গায় আপনি কোন স্টেশনে যেতে চাইছেন অর্থাৎ আপনার গন্তোব্য স্থান। এরপর আপনি কোন তারিখে ভ্রমণ করতে চান তা দিবেন এর কোন ক্যাটাগরিতে আপনি আপনার সিট বুকিং দিবেন তা সিলেক্ট করে Search Trains ক্লিক করুন।
ধাপ-২:
এখন আপন কোন সিট নিবেন তা সিলেক্ট করুন। যে সকল সিট আগে থেকেই বুক করা হয়ে থাকে সেগুলো ডিপ কালার হয়ে থাকে আর যেগুলো ফাঁকা থাকে সেগুলো সাদা হয়ে থাকে। আপনি যেই সিটটি পূরণ করবেন সেটিতে চাপ দিন। এরপর CONTINUE PURCHASE এ ক্লোক করুন।
ধাপ-৩:
এরপর আপনার কাছে কিছু তথ্য চাওয়া হবে। PASSENGER DETAILS এ যাত্রীর নাম এরপর যাত্রীর ধরণ অর্থাৎ বড় (ADULT) নাকি শিশু ( CHILD) সিলেক্ট করুন। যারা শিশু তাদের বয়সসীমা হতে হবে ৩ থেকে ১২ বছর। এর উপরে গেলে তদের বড় হিসেবেই গণ্য হবে। এরপর নিচে আপনার মোবাইল নাম্বার ও ইমেল আইডি প্রদান করুন। এরপর নিচে ক্লিক করুন।
আরো পড়ুনঃ প্রবাসী কল্যান ব্যাংক থেকে ৫ লক্ষ্য টাকা লোনের জন্য যেভাবে আবেদন করবেন
ধাপ-৪:
এখন আপনাকে পেমেন্ট সম্পূর্ণ করতে হবে তার জন্য আপনি কোন মাধ্যমে পে করবেন তা সিলেক্ট করতে হবে। ২টি মাধ্যমে টাকা পে করতে পারেবেন একটি ব্যাংকের মাধ্যমে অপরটি মোবাইল ব্যাংকিং মাধ্যমে। মোবাইল ব্যাংকিং এ আপনি বিকাশ অথবা নগদে পেমেন্ট করতে পারেন। আর ব্যাংকের মাধ্যমে মাস্টার কার্ড ভিসা কার্ড এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। যে মাধ্যমে পেমেন্ট করবেন তা সিলেক্ট করে CONFIRM PURCHASE এ ক্লিক করলেই আপনার টিকিট কাটা সম্পূর্ণ হয়ে যাবে।
এখন আপনার টিকিট টি চাইলে প্রিন্ট করে নিতে পারেন অথবা আপনি আপনার ফোনে ডকুমেন্ট হিসেবে রেখে দিন।
মোবাইল অ্যাপস দিয়ে ট্রেনের টিকিট কাটার জন্য রেজিস্ট্রেশনের নিয়ম
মোবাইল দিয়ে ট্রেনের টিকিট কাটার নিয়ম অনেকটাই সহজ। আমরা বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রেই মোবাইল দিয়ে সবকিছু করি। ঠিক ট্রেনের টিকিট ও আমরা কোন প্রকার ঝামেলা ছাড়া ঘরে বসেই কাটতে পারি। সেজন্য চলুন জেনে নেয়া যাক কীভাবে মোমাইলে অ্যাপের মাধ্যমে টিকিট কাটবেন।
ধাপ-১:
প্রথমত আমাদের গুগোল প্লেস্টোর থেকে Rail Sheba APP ডাউনলোড করতে হবে। এরপর আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এরজন্য আবারো আপনার মোবাইলের উপরে ৩টি লাইনে দেওয়া অপশনে ক্লিক করুন। রেজিস্ট্রেশন করতে REGISTER এ ক্লিক করুন।
ধাপ-২:
এরপর আপনার সামনে নতুন ইন্টারফেস আসবে তাতে আপনার মোবাইল নাম্বার, ভোটার আইডি কার্ড নাম্বার ও জন্ম তারিখ, মাস ও সাল প্রদান করে VERIFY এ ক্লিক করুন।
ধাপ-৩:
এখন আপনার সম্পর্কে কিছু তথ্য জানতে চাওয়া হবে। আপনার মোবাইল নাম্বার, নাম ও ভোটার আইড কার্ড নাম্বার অটোমেটিক সিলেক্ট করা থাকবে। এরপর আপনার ইমেল আইডি .বাসার ঠিকানা, একাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার পাসোওয়ার্ড সেট করতে হবে। এরপর REGISTRATION এ ক্লিক করুন।
ধাপ-৪:
এরপর আপনার নাম্বারে একটি কোূড যাবে। কোডটি ঠিকঠাকমতো বাসান। এরপর VERIFY এ ক্লিক করুন। এরপর আপনার কাছে একটো পপআপ মেসেজ আসবে সেখানে I AGREE তে ক্লিক করলেই আপনার একাউন্ট সম্পূর্ণ হয়ে যাবে।
মোবাইল অ্যাপ দিয়ে ট্রেনের টিকিট কাটার নিয়ম
মোবাইল অ্যাপ দিয়ে আপনি নিজের টিকিট নিজেই কাটতে পারবেন। সেইজন্য আপনাকে কিছু ধাপ অবলম্বন করতে হবে। যেহেতু আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে সেহেতু আপনি টিকিট কাটতে পারবেন। তাহলে চলুন যেনে নেয়া যাক কীভাবে আপনি মোবাইল অ্যাপ দিয়ে অনলাইনে টিকিট কাটবেন।
ধাপ-১:
প্রথমত আপনি অ্যাপসেে হোম পেজে প্রবেশ করুন। এরপর আপনি কোন স্টেশন থেকে উঠবেন (FROM) আর কোন স্টেশনে নামবেন (TO) তা সার্চ করুন। এরপর আপনি কোন তারিখে ভ্রনণ করবেন তা সিলেক্ট করুন। তারপর কোন ক্যাটাগরি বা ক্লাসে বসে ভ্রমণ করবেন তা সিলেক্ট করুন। এখন FIND TICKET এ ক্লিক করুন।
ধাপ-৩:
এখন আপনি কোন সিট নিবেন তা নির্বাচন করুন। যেগুলো গাঢ় কালার হয়ে আছে সেগুলো পূরণ হয়ে গেছে আর যে গুলো হালকা কালার হয়ে আছে সেগুলো ফাঁকা হয়ে আছে। আপনি সেগুলোর মধ্যে থেকে আপনি সে কয়টা টিকিট কাটবেন তা নির্বাচন করুন। এরপর Continue Purchase এ ক্লিক করোন।
ধাপ-৪:
এরপর নতুন ইন্টারফেস আসবে সেখানে আপনি নাম ও কোন ধরণের যাত্রী অর্থাৎ বড় নাকি শিশু তা নির্বাচন করে নিচে আপনার মোবাইল নাম্বার ও ইমেইল আইডি প্রদান করুন।
ধাপ-৫:
এরপর আপনার পেমেন্ট সিস্টেম নির্ধারণ করুন। আপনি কোন মাধ্যমে পেমন্ট নিশ্চিত করবেন। দুই ধরণের পেমেন্ট করা যাবে একটি মোবাইল ব্যাংকিং অপরটি ব্যাংক কার্ড দিয়ে। বেশিরভাগ সবাই বিকাশ ও নগদে পেমেন্ট করে থাকে। পেমেন্ট নিশ্চিত করার জন্য CONFIRM PURCHASE এ ক্লিক করুন।
ধাপ-৬:
এখন আপনার টিকিট টি চাইলে প্রিন্ট করে নিতে পারেন অথবা আপনি আপনার মোবাইলে ডকুমেন্ট ফাইলে তা রেখে দিতে পারেন। এই টিকিট টি ডাউনলোড করতে আপনার প্রোফাইলের Purchase History থেকে চেক করে A4 সাইজ পেজে তা প্রিন্ট করে নিতে পারেন।
আরো পড়ুনঃ ঘরে বসে মাত্র ২০ মিনিটে ইন্ডিয়ান ভিসা অবেদনের নিয়মাবলী
ট্রেনের টিকিট কীভাবে চেক করা যায়
যদি আপনি নিজের মোবাইল দিয়ে নিজে নিজেই ট্রেনের টিকিট কেটে থাকেন তাহলে আর ট্রনের টিকিট চেক বা Verify করার তেমন প্রয়োজন পড়ে না। এখন আপনি যদি অন্য কোথাও অর্থাৎ কোনো কম্পিউটারের দোকান থেকে টিকিট ক্রয় করেন তাহলে আপনাকে একবার হলেও টিকিট টী Verify কিনা তা যাচাই করে নিতে হবে। সে জন্য যদি আপনার রেলওয়ের ওয়েবসাইটে কোন একাউন্ট না থাকে তাহলেও কোন সমস্যা হবে না।
এজন্য আপনাকে সর্বপ্রথম রেলওয়ে কর্তৃপক্ষের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর উপরের ডান দিকে ৩ টা লাইন দেওয়া আইকন এ ক্লিক করুন। এরপর VERIFY TICKET অপশনে ক্লিক করুন। এরপর আপনার মোবাইল নাম্বার ও টিকিট এর উপরে একটি PNR Number দেওয়া আছে সেটি বসিয়ে VERIFY TICKET বাটনে ক্লিক করুন। টিকিট সঠিক থাকলে TICKET VEREFIED দেখাবে।
বিকাশ অ্যাপ দিয়ে ট্রেনের টিকিট কাটার নিয়ম
আপনি এখন থেকে রেলওয়ে ওয়েবসাইট বা অ্যাপ ডাউনলোড করা ছাড়াই বিকাশ থেকেই ট্রেনের টিকেট কাটতে পারবেন। বিকাশ এজন্য আপনার বিকাশ একাউন্টে ঢুকতে হবে এরপর স্ক্রিনে Bangladesh Railway নামে একটি অপশন থাকবে। যদো স্ক্রীনে না পান তাহলে কিছুটা নিচে স্ক্রল করলে Suggestion দেখাবে সেখানে ক্লিক করে ঢুকে পড়ুন নিচের দিকে Bangladesh Railway নামে একটি অপশন থাকবে সেখানে ক্লিক করলে আপনাকে সরাসরি রেলোয়ে অ্যাপসে প্রবেশ করবেন।
যদি আপনার রেলওয়ে ওয়েবসাইটে একাউন্ট খোলা থাকে তাহলে লগইন এ ক্লিক করে আপনার মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগিইন করুন। আর যদি আপনার কোন একাউন্ট না থাকে তাহলে রেজিস্ট্রার এ ক্লিক করে রেজিস্ট্রেশন কর নিন। উপরে বিস্তারিত স্টেপ বাই স্টেপ ফলো করে আপনি আপনার ট্রেনের টিকিট নিশ্চিত করুন।
আমাদের শেষকথা
প্রিয় পাঠক, আমরাজানি ট্রেন বাংলাদেশের মানুষের যোগাযোগের একটি বড় মাধ্যম। আর সেই ট্রেনের টিকিট কাটাও বড় একটি ঝামেলার কাজ। কিন্তু যখন থেকে লাইনে না দাঁড়িয়ে ঘরে বসেই আপনি নিজের নিজেই ক্রয় করতে পারবেন সেই থেকে ভোগান্তি যেমন কমেছে তেমনি ট্রেন ব্যবহারে অনেক জনপ্রিতা বেড়েছে। আশাকরি আজকের আর্টিকেলটি পড়ার পর আপনি এখন থেকেই নিজেই নিজের টিকিট কাঁটতে পারবেন এবং অন্যকেউ শিখাতে পারবেন।
এইরকম আরো তথ্যমূলক আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। কারণ আমরা আমদের ওয়েবসাইটে নিয়মিত এই ধরণের আর্টিকেল প্রকাশ করে থাকি।
আবির ইনফো টেকের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url