প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিয়ম - প্রবাসী কল্যাণ ব্যাংক কত টাকা লোন দেয়

প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিয়ম সম্পর্কে জানুন। প্রবাসী কল্যাণ ব্যাংক ৩-৫ লক্ষ্য টাকা বিদেশে বসবাসকৃত রেমিটেন্স যোদ্ধা ও বিদেশে আগমনকৃত প্রাবাসীদের জন্য দিয়ে থাকে। এই একটি বিশেষায়িত ব্যাংক যা আর্থিক ভাবে সাহায্য সহোযোগিতা করে থাকে। 

প্রবাসী কল্যান ব্যাংক থেকে ৫ লক্ষ্য টাকা লোনের জন্য যেভাবে আবেদন করবেন

এই কষ্ট লাঘোবের আশায় বাংলাদেশ সরকার প্রবাসীদের জন্য একটি বিশেষায়িত ব্যাংক খোলা হয়েছে। আপনি যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে ঋণ, শিক্ষা, গৃহনির্মান এবং অন্যান্য প্রয়োজনী আর্থিক সহযোগিতা পেয়ে থাকবেন এই ব্যাংক থেকে। এই আর্টেকলে জানবেন কীভাবে এই সকল সহযোগীতা পাবেন।

সূচীপত্রঃ প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিয়ম - প্রবাসী কল্যাণ ব্যাংক কত টাকা লোন দেয়

প্রবাসী কল্যাণ ব্যাংকের ঋণ/লোনের প্রকারভেদ

প্রবাসী কল্যাণ ব্যাংক কত টাকা লোন দেয় তা জানার পূর্বে কোন ক্যাটাগরিতে লোন নিবেন তা জানতে হবে। বর্তমানে বাংলাদেশে বেশ কিছু সংখ্যক ব্যাংক রয়েছে যা প্রবাসীদের বিভিন্ন মেয়াদে বিভিন্ন লোন দিয়ে থাকে। কিন্তু এই ব্যাংকগুলো লোন ঠিকই দেয় তবে সবাইকে নয়। যাদের রেমিটেন্সে পাঠানোর পরিমাণ লাখ টাকার ওপরে হতে হবে সেই সাথে আরো অনেক কিছু শর্ত জুড়ে দিবে যা আপনার পক্ষে সম্ভব নাও হতে পারে। আর প্রবাসী কল্যাণ ব্যাংকে সেইরকম কোন ঝামেলা ছাড়ায় আপনি খুব অল্প সময়ে লোন পেয়ে যাবেন। চলুন নেয়া যাক আপনি কোন কোন ক্ষেত্র লোন পাবেন-

  • অভিবাসন ঋণ
  • পুর্নবাসন ঋণ
  • কর্মসংস্থান ঋণ
  • শিক্ষা ঋণ
  • গৃহ ঋণ
  • কৃষি ঋণ
  • ব্যবসায়িক ঋণ
  • স্বল্পমেয়াদী ঋণ
  • দীর্ঘমেয়াদী ঋণ

প্রবাসী কল্যাণ ব্যাংকের ঋণ/লোনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র

প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিয়ম জানার জন্য আপনাকে কিছু কাগজপত্র দেখাতে হবে। আপনি যখন কোন কিছু সঠিক উপায়ে পেতে যাবেন অবশ্যই আপনাকে লিগ্যাল উপায়ে ও সঠিক কাগজপত্র প্রদান করার মাধ্যমে তা পেতে হবে। ঠিক এখানেও আপনাকে লোন নেওয়ার জন্য কিছু প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে প্রবাসী কল্যাণ এ। তাহলে চলুন জেনে যাক কী কী কাগজপত্র আপনাকে প্রদান করতে পারে-

  • আবেদনকারীর জাতীয় পরিচয় পত্রের ফটোকপি
  • নাগরিক সনদ পত্র যা অনেক সময় কাজে লাগে ( আপনার নিকটস্থ কাউন্সিলর এর কাছে পেয়ে পাবেন)।

  • আপনার সদ্যতোলা পাসপোর্ট সাইজের ৪ কপি ছবি।
  • আবেদনকারীর ঠিকানা (বিদ্যুত / গ্যাস / পানির বিলের ফটোকপি) 
  • আবাদনকারীর আয়ের পরিমান (আপনার যেই ব্যাংকে টাকা আসে সেই ব্যাংক থেকে স্টেটমেন্ট তুলে নিবেন)
  • যেই প্রবাসী লোন নিবেন তার পাসপোর্ট ও ভিসার ফটোকপি। যা আপনাকে আপনার এজেন্সি প্রদান করবে।
  • জমীনদার অর্থাৎ যিনি নমিনি হবেন তার পরিচয় পত্রের ফটোকপি 
  • জমীনদারের আয়ের উৎসের প্রমাণ।
  • জমীনদারের স্বাক্ষর করা ফাকা ৩টি চেকের পাতা। 

প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিয়ম ২০২৪

প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিয়ম অনুযায়ী লোন নিতে হলে আপনাকে তাদের শর্ত অনুযায়ী ও প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করতে হয়। আমরা উপরে কী কী কাগজপত্র জমা দিতে হয় তা ইতোমধ্যে জেনে গেছি এখন আমরা জানব কীভাবে আপনি আবেদন করবেন- 

প্রথমত আপনি আপনার নিকটস্থ প্রবাসী কল্যাণ ব্যাংকে গিয়ে তাদের কাছে থেকে একটি ফর্ম সংগ্রহ করবেন । যদিওবা এখন সকল কিছু অনলাইনে পরিচালিত হচ্ছে সেক্ষত্রে আওনি আপনার মোবাইল বা ল্যাপটপ দিয়ে নিজে নিজেই আবেদন করতে পারেন। আপনি যদি অনলাইন আবেদন করতে চান তাহলে আপনাকে সরসরি আপনার নিকটস্থ প্রবাসী কল্যাণ ব্যাংকে যেতে হবে। তারা মূলতে আপনাকে কিছু শর্তসাপেক্ষে লোন দিবে। সেক্ষেত্রে আপনাকে মনস্থির করতে হবে আপনি কোন ধরণের লোন চান। 

যেহেতু লোনের অনেকগুলো প্রকারভেদ আছে। আপনি যদি প্রথমবার বিদেশে কাজের উদ্দ্যেশে যান সেক্ষেত্রে আপনি খুব দ্রুত লোন পাবেন। আপনি যে বিষয়ে লোন নিবেন সেই বিষটা আপনাকে ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাদের ভালোভাবে বুজিয়ে আপনার প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। এরপর তারা যদি মনে করে আপনি লোন নেওয়ার উপযোগী বা আপনার  পরিশোধ করার সামর্থ্য আছে সেক্ষেত্রে আপনাকে লোন দিবে।

প্রবাসী কল্যাণ ব্যাংকে লোনের অনলাইন আবেদনের নিয়ম

আমরা অজকাল ডিজিটাল যুগে বসবাস করছি তারই প্রক্ষিতে সকল অফিস আদালত সকল জায়গায় এই ডিজিটািলাইস করা হয়েছে । আপনি চাইলে ঘরে বসে তা নিজেি পূরণ করতে পারেন বা অনলাইন দোকান থেকে ফর্মটি পূরণ করতে পারেন। তাহলে চলুন জানা যাক অনলাইনে আবেদনের নিয়মাবলী-

প্রবাসী কল্যান ব্যাংক থেকে ৫ লক্ষ্য টাকা লোনের জন্য যেভাবে আবেদন করবেন

  • প্রথমত আপনাকে প্রবাসী কল্যাণ ব্যাংক ওয়েবসাইট এ যেতে হবে।
  • এরপর সেবাসমূহ থেকে "ঋণ" ট্যাবে ক্লিক করুন।
  • আপনি যে ক্যাটাগরিতে লোন নিতে চান তা সিলেক্ট করুন।

  • এরপর অনলাইন ফর্মটি ডাউনলোড করতে হবে। 
  • ফর্মটি ভালোভাবে পূরণ করে আপনার প্রয়োজনীয় তথ্য একসাথে করে আপনার নিকটস্থ প্রবাসী কল্যাণ ব্যাংক এ গিয়ে জমা দিয়ে আসতে হবে।

বি:দ্রঃ প্রবাসী কল্যাণ ব্যাংকে কোন প্রকার লোনের জন্য অনলাইন আবেদনের কোন সুযোগ নেই।

প্রবাসী কল্যাণ ব্যাংক কত টাকা লোন দেয় 

প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিয়ম  জানার পর কত টাকা লোন দেয় তা জানতে হবে। আমাদের মধ্যে অনেক প্রবাসী আছে যাদের লোনের প্রয়োজন হয়। কেউ ব্যাবসায়িক ক্ষেত্রে, কেউ গৃহ নির্মাণ, আত্মকর্ম সংস্থান গড়ে তুলতে এছাড়া আরো অনেক ক্যাটাগরিতে লোন পাবেন। কীভাবে লোন পাবেন এবং কোন কোন ক্যাটাগরিতে লোন পাবেন সকল কিছু উপরে আলোচনা করেছি। এখন আপনি তো লোন নিবেন ! সেই লোন পাওয়ার পর কত টাকা হারে ইনটারেস্ট দিবে তা চলুন জেনে নেয়া যাক-

প্রবাসী কল্যাণ ব্যাংক ১,০০,০০০ টাকা থেকে ৫০,০০,০০০টাকা পর্যন্ত দিয়ে থাকেন।

১. অভিভাসন ঋণ:

  •  নতুন ভিসার ক্ষেত্রে লোনের পরিমাণ ৩,০০,০০০ টাকা। ঋণ পরিশোধের সময়: সর্বোচ্চ ৩ বছর।
  • রি- এন্ট্রি ভিসার ক্ষেত্রে লোনের পরিমাণ ৩,০০,০০০ টাকা। ঋণ পরিশোধের সময়: সর্বোচ্চ ২ লক্ষ্য টাকা।

  • আপনি যখন টাকা পাবেন ঠিক তার দুই মাস পর থেকে আপনাকে কিস্তি হিসেবে পরিশোধ করতে পাবে।

  • এক্ষেত্রে আপনাকে ৯% হারে ইন্টারেস্ট দিতে হবে।

২. পুনর্বাসন ঋণ: 

  • পুনর্বাসন ঋণ সর্বোচ্চ ৫০ হাজার টাকা। 
  • জামনত বিহীন ঋণ ৩,০০,০০০ টাকা।

  • ৩ লক্ষ্য টাকার উর্ধ্বে হতে ৫ লক্ষ্য টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে সহজামানত গ্রহণ করতে হবে। 
  • ঋণের পরিমান ৫ লক্ষ্য টাকা উর্ধ্বে হলে ঋণের বিপরীতে ঋণ গ্রহীতার  বা গ্যারেন্টারের মালিকানাধীন স্থাবর রেজিস্ট্রি মর্টগেজমূলে ব্যাংকের কাছে জমা দিয়ে রাখতে হবে।

  • ঋণ পরোশোধের সময়সীমা সর্বোচ্চ ১০ বছর মেয়াদ। (৫ লক্ষ্যের ক্ষেত্রে)

  • এক্ষেত্রে আপনাকে ৯% হারে ইন্টারেস্ট দিতে হবে।

প্রবাসী কল্যাণ ব্যাংকে লোন পাওয়ার যোগ্যতা সমূহ

  • আবেদনকারীকে অবশ্যই প্রবাসী অথবা বিদেশগামী হতে হবে সেই সাথে যে সকল বৈধ ডকুমেন্ট চাওয়া হবে তা প্রদান করতে হবে। 
  • আপনি যে শাখায় আবেদন করবেন সেখানকার স্থানীয় বাসিন্দা হতে হবে।
  • অন্য কোন ব্যাংকে লোন আছে কিনা কিংবা আগে কোন ঋণ খেলাপির রেকর্ড আছে কি না তা নিশ্চিত করতে হবে।
  • আবেদনকারীর সাপেক্ষে ২ জন জমীনদার থাকতে হবে তার মধ্যে একজন কে সরকারী চাকরিজীবি হতে হবে।
  • পুর্নবাসন ঋন পাওয়ার ক্ষেত্রে ব্যবসায় ব্যবসায় বা প্রকল্পের সকল ঠিকানা প্রতিবেদন আকারে জমা দিতে হবে।
  • অভিবাসনের ক্ষেত্রে লোন পেতে হলে আপনাকে বৈধতা প্রমাণ করার জন্য পাসপোর্ট, ভিসা ও ওয়ার্ক পারমিট দেখাতে হবে।    

প্রবাসী কল্যাণ ব্যাংকের ঠিকানা ও হেল্পলাইন সমূহ

ঢাকা শাখা

  • প্রবাসী কল্যাণ ব্যাংকের প্রধান শাখা ৭১-৭২ ইস্কাটন গার্ডেন রোড, ইস্কাটন, ঢাকা-১০০০।
  • ওয়েব: www. pkb.govt.bd
  • ই-মেইল: info@pkb.gov.bd
  • টেলিফোন: +৮৮-০২-৪৮৩২২৮৭৩

রাজশাহী শাখা

  • ব্যবস্থাপক
  • টিটিসি কমপ্লেক্স, সপুরা, রাজশাহী।
  • ফোন: +৮৮-০৭২১-৭৬১৬১৯
  • মোবা: ০১৭০০-৭০২৭৩২

প্রবাসী কল্যান ব্যাংক থেকে ৫ লক্ষ্য টাকা লোনের জন্য যেভাবে আবেদন করবেন

আপনি যে জেলার স্থায়ী বাসিন্দা সেখানে প্রবাসী কল্যাণ ব্যাংক খুঁজে নিবেন আর যদি আপনার জানা না থাকে তাহলে গুগোল এ প্রাবাসী কল্যাণ ব্যাংক ( শাখার নাম) লিখে সার্চ করলেই আপনি পেয়ে যাবেন আপনার নিকটবর্তী প্রবাসী কল্যাণ ব্যাংক। 

আরো পড়ুনঃ ঘরে বসে মাত্র ২০ মিনিটে ইন্ডিয়ান ভিসা অবেদনের নিয়মাবলী

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নেওয়ার ৬টি সুবিধা

প্রবাসী কল্যাণ ব্যাংকের ৭টি সুবিধা কি কি?  আমাদের অনেকেরই জানা নাই। বাংলাদেশে অনেকগুলো ব্যাংক র‍য়েছে যারা প্রবাসীদের লোন দিয়ে থাকে। তবে অনেক শর্ত-স্বাপেক্ষে তারা লোন দিয়ে থাকে। কিন্তু প্রবাসী কল্যাণ ব্যাংকে রয়েছে অনেক সুযোগ সুবিধা। এই ব্যাংকে যে সকল সুবিধা গুলো পাবেন চলুন সেগুলো জেনে আসি।

  • প্রথমত আপনি যদি বিদেশে কাজের উদ্দেশ্যে যান বা ভ্রমণের উদ্দেশ্যে যান এছাড়া আর্থিক সহায়তা পেতে চান তাহলে আপনার ডকুমেন্ট সমূহ ঠিকঠাক থাকলে খুব দ্রুত লোন পেয়ে যাবেন।
  • আপনি যখন লোন অর্থাৎ যখন আপনাকে চেক প্রদান করবে ঠিক তার দুই মাস পর থেকে আপনার ঋণ পরিশোধ করার কার্যক্রম শুরু হবে।
  • অন্যান্য ব্যাংকের তুলনায় ইন্টারেস্টের পরিমাণ তুলনামূলক কম। প্রবাসী কল্যাণ ব্যাংকে ৭-৯% হারে আপনাকে ইন্টারেস্ট দিতে হবেL
  • আপনি যদি প্রবাসে থাকেন সেই ক্ষেত্রে আপনি যদি দেশে ব্যবসা শুরু করতে চান অর্থাৎ আপনি যদি পারিবারিক ব্যাবসা শুরু করার জন্য লোন দিয়ে থাকে।
  • আপনি যদি ৩ লক্ষ বা তার কম টাকা লোন করেন তাহলে আপনাকে কোন প্রকার জামানত প্রদান করতে হবে না। আর যদি ৫ লক্ষ্য টাকা নেন তাহলে গ্যারেন্টারের প্রয়োজনীয় প্রমাণ পত্র জমা দিতে হবে।
  • প্রায় সকল লোনের মেয়াদগুলো দীর্ঘমেয়াদী।

প্রবাসী কল্যাণ ব্যাংক ছাড়া যে সকল ব্যাংক লোন দিয়ে থাকে

প্রবাসী কল্যাণ ব্যাংক ছাড়াও বেশ কয়েকটি ব্যাংক প্রবাসীদের লোন দিয়ে থাকে। প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিয়ম আলাদা ও অন্য ব্যাংকের নিয়ম আলাদা। অনেকেই বিষয়টা জানে বা অনেকেই আবার জানে না। যেহেতু প্রবাসীরা বিভিন্ন সময় বিভিন্ন কারণে লোন নিয়ে থাকে তাই বেশ কিছু ব্যাংক আছে যারা প্রবাসীদের লোন দিয়ে থাকে। তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন কোন ব্যাংক প্রবাসীদের লোন দিয়ে থাকে-

  • সোনালী ব্যাংক: এই ব্যাংক প্রবাসীদের জন্য একটি লোন প্রদান করে থাকে যার নাম "প্রবাসী কর্মসংস্থান ঋণ প্রকল্প"।
  •  অগ্রণী ব্যাংক: এই ব্যাংক প্রবাসীদের জন্য একটি লোন প্রদান করে থাকে যার নাম "অভিবাসী শ্রমিক ঋণ প্রকল্প"। 
  • পূবালী ব্যাংক: পূবালী ব্যাংক প্রবাসীদের জন্য একটি লোন প্রদান করে থাকে যার নাম "প্রবাসী ঋণ প্রকল্প"। 
  • এনআরবি গ্লোবাল ব্যাংক: "প্রবাসী কর্মসংস্থান ঋণ" নামে এই ব্যাংক প্রবাসীদের ঋণ প্রদান করে থাকে। 
  • জনতা ব্যাংক।
  • UCB ব্যাংক।

আমাদের শেষকথা

প্রিয় পাঠক, আজকে আমরা প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিয়ম ২০২৪ , কী কী যোগ্যতা লাগবে, কোন কোন ক্ষেত্রে লোন দিয়ে থাকে, হেল্পলাইন সহ আরো অনেক অজানা বিষয় সম্পর্কে জেনেছি। আপনি যদি নিজে প্রবাসী হয়ে থাকেন বা পরিবারের কেউ হয়ে থাকেন তাহলে আপনার প্রয়োজন অনুযায়ী যে কোন সময় লোন এর আবেদন করতে পারবেন।

এইরকম আরো তথ্যমূলক আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। কারণ আমরা আমদের ওয়েবসাইটে নিয়মিত এই ধরণের আর্টিকেল প্রকাশ করে থাকি।  

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আবির ইনফো টেকের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url