জন্ম তারিখ অনুযায়ী রাশিফল জানুন ও স্বাভাব যাচাই করুন ২০২৪

রাশি মূলত ২ ভাবে নির্ধারিত করা হয়। একটা হলো ওয়েস্টার্ন অপরটি হলো ভারতীয়। এই দুই পদ্ধতিতে নির্ধারণ করা হয় আপনি কোন রাশির জাতক জাতিকা। জ্যোতিষশাস্থ্র অনুযায়ী ভারতীয় পদ্ধতিতে আপনার রাশিফল জানা যাবেজন্মের লগ্ন, তিথি নক্ষত্রের সম্পূর্ণ বিবরণের ওপর। 

জন্ম তারিখ অনুযায়ী রাশিফল জানুন ও স্বাভাব যাচাই করুন

যেহেতু এই সকল বিষয়গুলো সেইরকম কারো মনে থাকে না সেজন্য মানুষ ওয়েস্টার্ন পদ্ধতিকেই বেশি ভরসা রাখে। নতুন বছরে রাশিফল দেখে শনাক্ত করুব নিজের শক্তি ও দুর্বলতা। কোন রাশির জাতকরত জন্য ২০২৪ সাল কেমন যাবে তা নিয়ে আজকে আমরা আমাদের আর্টিকেলে সমস্ত কিছু জানবো।

সূচীপত্রঃ জন্ম তারিখ অনুযায়ী রাশিফল জানুন ও স্বাভাব যাচাই করুন

রাশিফল অনুযায়ী আপনার এই বছর কেমন কাটবে

বৈদিক জ্যোতোষশাস্থ্রে এক ৩৬০ অংশের রাশি-চক্রে ১২ টি রাশি হয়। এই ১২ টি রাশি ভারতীয় ও ওয়েস্টার্ন দুই রীতিতেই রয়েছে। এই রাশি গুলোর নিজস্ব আলাদা আলাদা বিশেষস্বত্ত রয়েছে। চলুন জেনেই নেয়া যাক কে কোন রাশির অর্ন্তভুক্ত।

মেষ রাশি: 

মেষ রাশির অর্ন্তভুক্ত যারা তাদের জন্ম তারিখ মার্চ ২১ থেকে এপ্রিল ২০ তারিখ পর্যন্ত। মেষ রাশুটি সর্বাধিক সক্রিয় চিহ্ন। এই মেষ রাশি মঙ্গল চিহ্নের অধিপতি। এই রাশিটি আগুনের উপাদানের লক্ষন। এই বছরে এই রাশিতে আপনার আত্ম বিশ্বাসের বছর। শুরু থেকে আপনার পরিকল্পনা অনুযায়ী কাজে লেগে পড়ুন। যাতে বছর শেষে আপনার কাংক্ষিত লক্ষে পৌঁছাতে পারে। পেশাগত ক্ষেত্রে আপনার পদোন্নতি হওয়ার সম্ভাবনা অনেক রয়েছে।

এছাড়াও বিবাহযোগ্য অনেক সঙ্গীর সাথে দেখা মিলবে, বিয়ের বাদ্য বাজবে এবং সন্তান প্রাপ্তির সম্ভাবনাও রয়েছে। আর্থিক দিকও ভালো যেতে পারে।

বৃষ রাশি: 

বৃষ রাশির অর্ন্তভুক্ত যারা তাদের জন্ম তারিখ এপ্রিল ২১ থেকে মে ২১ তারিখ পর্যন্ত। এই রাশিটি গুক্র বৃষ অধিপতি। এই বৃষ রাশি পৃথিবী উপাদানের লক্ষন। এই রাশিতে সারা বছরে ব্যায় নিয়ন্ত্রণের চাষ্টা করতে হবে। আয় বেড়ে গেলে তা বেশি পরিমাণে ব্যায় করা যাবে না। সেই টাকা সঞ্চয় বা বিনিয়োগে চেষ্টা করতে হবে। তবে বছরের শুরুতে ব্যায় বাড়তে পারে। কথাবার্তায় বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। এছাড়াও সন্তানদের শরীর সাস্থ্য খারাপ হতে পারে সেই ক্ষেত্রে দুশচিন্তার কারণ হতে পারে।

মিথুন রাশি: 

মিথুন রাশির অর্ন্তভুক্ত যারা তাদের জন্ম তারিখ মে ২১ থেকে জুন ২১ তারিখ পর্যন্ত। জ্যোতোষশাস্থ্রে এই রাশিটি বুধ গ্রহটিকে অধিপতি হিসেবে বিবেচনা করা হয়। এই বছর অপ্রয়োজনীয় বিষয়ে বন্ধুদের সাথে তর্ক হতে পারে সেখান থেকে শত্রুতে পরিণত হতে পারে। আপনার প্রিয়জনদের বা বন্ধুদের মধ্যে কেউ কেউ চাকরি না ব্যবসার অনুসন্ধান পেতে পারে। ভাইবোনদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে এবং তাদের পক্ষ থেকে সুপরামর্শ আশা করতে পারবেন। এছাড়াও দাম্পত্য জীবনে কোন প্রকার সমস্যার সম্ভাবনা নেই কিন্তু সন্তান লাভের আশা আছে। কর্ম ক্ষেত্রে যে কোন সময় চ্যালেঞ্জ আসতে পারে। কারো ক্ষেত্রে প্রবাসে যেতে হতে পারে।

কর্কট রাশি: 

কর্কট রাশি জলীয় রাশি। জ্যোতোষশাস্থ্রে এই রাশিটি চন্দ্র গ্রহ চিহ্নটির মালিক। মিথুন রাশির অর্ন্তভুক্ত যারা তাদের জন্ম তারিখ জুন ২২ থেকে জুলাই ২ তারিখ পর্যন্ত। এবছরে আপনাকে খ্যাদাভাসে বিশেষ খেয়াল রাখতে হবে। নিজের পায়ে দাঁড়ানোর ক্ষেত্রে এই বছরটি আপনার জন্য স্মরণীয় হয়ে থাকবে। এছাড়াও পেশাগত ও সামাজিক মর্যাদা বেড়ে যেতে পারে। সেজন্য নেতৃত্বের সুযোগ পাওয়ার সম্ভাবনা র‍য়েছ। ভিসা জটিলতা কেটে যেতে পারে। যে কোন সময়জ্যোতোষশাস্থ্রে এই রাশিটি

সিংহ রাশি: 

সিংহ রাশির অর্ন্তভুক্ত যারা তাদের জন্ম তারিখ জুলাই ২৩ থেকে আগস্ট ২৩ তারিখ পর্যন্ত। জ্যোতোষশাস্থ্রে এই রাশিটি লিওর অধিপতি হিসেবে বিবেচনা করা হয়। এটি আগুনের উপাদানগুলির পরিমান। এবছর আপনি অনেক ভ্রমণের সুযোগ পাবেন। এছাড়াও আপনার সঙ্গীর খেয়াল রাখুন দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। তবে কোন প্রকার তৃতীয় পক্ষকে মধ্যস্থতার জন্য টানবেন না। পারস্পারিক আলোচনায় সনাধান করার চেষ্টা করবেন। ব্যাবসা বাণিজ্য, লেনদেনের ক্ষেত্রে সাবধাণতা অবলম্বন করেবেন এবং চ্যালেঞ্জ আসতে পারে তা মোকাবিলায় প্রস্তুত থাকবেন।

কন্যা রাশি:

এই কন্যা রাশি পৃথিবী উপাদানের লক্ষন। বুধ এই রাশিটির অধিপতি। এই রাশির জাতকরা খুব ব্যবহারিক। ওই কন্যা রাশির অর্ন্তভুক্ত যারা তাদের জন্ম তারিখ আগস্ট ২৪ থেকে  সেপ্টম্বর ২৩ তারিখ পর্যন্ত। এই বছর দাম্প্যত জীবনে সম্পর্কে সন্দেহ ও ভুল বোঝাবুঝি হতে পারে সেক্ষেত্রে এগুকো এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। পরষ্পর পরষ্পরের প্রতি ভালোবাসা, সম্নান , শ্রদ্ধা দিয়ে সম্পর্ক সতেজ রাখুন। এসময় অনেকের মুখমন্ডলে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। ধর্মীয় বিষয়ে ও আলোচনায় বেশ আগ্রহ বাড়তে পারে। কারো কারো ক্ষেত্রে চোখের সমস্যা সাময়িকভাবে হতে পারে। ভুল বুঝাবুঝুি ক্ষেত্রে অবশ্য নিজে সরাসরি কথা বলবেন। বিবাহোত্তর ক্ষেত্রে কারো কারো সমস্যা হতে ওআরে। তবে বিদেশ ভ্রমণ করতে সুযোগ পাবেন।

তুলি রাশি:

তুলা রাশি হলো বাতাসের উপাদানগুলির পরিমাণ। শুক্র এই রাশির অধিপতি। তুলি রাশির অর্ন্তভুক্ত যারা তাদের জন্ম তারিখ সেপ্টম্বর ২৪ থেকে অক্টোবর ২৩ তারিখ পর্যন্ত। অভিভাবক বা গুরুজবদের কাছে থেকে পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিলে আপনি আপনার ব্যবসায় সাফল্য লাভ করতে পারেন। শারীরিক ও মানসিক ভাবে ভালো হয়ে যেতে পারেন। পেশাগত ক্ষেত্রে পদোন্নতি ও নেতৃত্ব লাভ করার সুযোগ পেতে পারেন। প্রতিপক্ষের সঙ্গে কোন প্রকার তর্ক না করে আলোচনার সাপেক্ষে তা সমাধান করতে হবে।       

বৃশ্চিক রাশি:

বৃশ্চিক একটি জলজ লক্ষণ। মঙ্গল এই চিহ্নের অতিপতি। বৃশ্চিক রাশির অর্ন্তভুক্ত যারা তাদের জন্ম তারিখ অক্টোবর ২৪ থেকে নভেম্বের ২২ তারিখ পর্যন্ত। এবছরে আপনার পারিবারিক দায়িত্ব বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনার ও আপনার পরিবারের বেশি বেশি যত্ন নিন। লোইভার সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। সন্তানের ক্ষেত্রে উদ্বিগ্নতা বাড়তে পারে। প্রেমের বিষয়ে ধোঁকা খেতে পারেন। এছাড়াও অনেকের বিবাহ হতে পারে। যে কোন বিষয়ে চুক্তি সম্পাদনা হতে পারে। এছাড়াও আপনি যা ইনকাম করেন তার বিকল্প সন্ধান পেতে পারেন।

ধনু রাশি: 

ধনো রাশিটি হলো আগুনের উপাদানটির লক্ষণ। ধনু রাশির অর্ন্তভুক্ত যারা তাদের জন্ম তারিখ নভেম্বর ২৩ থেকে ডিসেম্বর ২২ তারিখ পর্যন্ত। এ বছর আপনাকে ভ্রমণের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। প্রস্তুত ছাড়া যাত্রায় বের হলে পথে বাধার সমস্যা দেখ দিতে পারে। শিল্প- সংস্কৃতির, সৃজনশীল পেশায় নিয়জিত তাদের সময়টা ভালো কাটতে পারে। বেকারত্ব দুরের ক্ষেত্রে পাশাগত স্বকৃতি পেতে পারেন। সন্তান লাভের আশা আছে। প্রতিবেশীর সাথে ঝামেলা এড়াতে সতর্ক থাকুন।

মকর রাশি:

মকর রাশিকে পৃথিবী উপাদান বলে গণ্য করা হয়। শনি এই চিহ্নের অধিপতি। মকর রাশির অর্ন্তভুক্ত যারা তাদের জন্ম তারিখ ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ২০ তারিখ পর্যন্ত। এবছর আপনাকে কাজের প্রতি মনোযোগ দিতে হবে। আর্থিক দিক থেকে চ্যালেঞ্জ আসতে পারে কিন্তু আপনাকে কিছু কিছু সঞ্চয় করে রাখতে হবে। সাময়িকভাবে আপনার জীবনে চ্যালেঞ্জ আসতে পারে। এমনকি অলসতার জন্য আপনার হাত থেকে ভালো ভালো সুযোগ হাত ছাড়া হয়ে যেতে পারে। ভ্রমণের সময় সাবধানতা অবলম্ব করবেন। সন্তান লাভের ক্ষেত্রে সাফাল্য আসতে পারে।

কুম্ভ রাশি:

কুম্ভ রাশি বায়ু উপাদানটির লক্ষণ হিসেবে বিবেচিত হয়। শনি এই চিহ্নের অধিপতি। কুম্ভ রাশির অর্ন্তভুক্ত যারা তাদের জন্ম তারিখ জানুয়ারি ২১ থেকে ফেব্রয়ারি ১৭ তারিখ পর্যন্ত। এ বছের আপনার জন্য পরিশ্রমের বছর। এ বছরে আপনি যদি অলসতা করেন তাহলে আপনাকে পরবর্তী সময়ে পস্তাতে হবে। সমাজ কী বলবে তা না দেখে কাজে লাগতে হবে। অলসতা ও খেয়ালিপোনা আপনার সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াবে। এছাড়াও আপনি যদি কম দূরত্বের কোথাও ঘুরতে যান সেখানে নতুন কারোসাথে পরিচিত হতে পারে ও ভাগ্যোয়ানের সুযোগ হতে পারে। কথাবার্তায় বিশেষ সাবধানতা অবলম্বন করতে হতে পারে।   

মীন রাশি:

মীন একটি জলজ লক্ষণ। বৃহস্পতি এই রাশির আধিপত্য। মীন রাশির অর্ন্তভুক্ত যারা তাদের জন্ম তারিখ ফেব্রয়ারি ১৯ থেকে মার্চ ২০ তারিখ পর্যন্ত। এ বছর আপনাকে ধাপে ধাপে চ্যালেঞ্জ আসতে পারে কিন্তু সাফল্যের পথে অগ্রসর হবে। আর্থিক দিক মোটামোটি ভালো যেতে পারে। আমদানি-রপ্তানিতে ব্যাবসায়ীরা ভালো দিকে যেতে পারে। শিক্ষকতা তাদের উচ্চতর বিষয়ে জ্ঞান লাভের জন্য ও গবেষনায় সুযোগ পারেন।

জন্ম তারিখ অনুযায়ী রাশিফল জানুন ও স্বাভাব যাচাই করুন

রাশি দিয়ে জেনে নিন আপনার শুভক্ষণ

মেষ রাশি:
  • অধিপতি গ্রহ: মঙ্গল
  • শুভ সংখ্যা: ১,২,৩,৪,৫,৮,৯
  • শুভ বার: মঙ্গল, শনি ও শুক্র
  • শুভ রত্ন: রক্ত প্রবল, রুবি, ও গানের্ট
  • শুভ রং: লাল, হলুদ ও সোনালি
বৃষ রাশি:
  • অধিপতি গ্রহ: শুক্র
  • শুভ সংখ্যা: ২,৭,৮,৯
  • শুভ বার: শুক্র, শনি, সোম ও বুধ 
  • শুভ রত্ন: হীরা ও পান্না 
  • শুভ রং: সবুজ, নীল, সাদা
মিথুন রাশি:
  • অধিপতি গ্রহ: বুধ 
  • শুভ সংখ্যা: ৩,৫,৬,৭
  • শুভ বার: সোম, বুধ, বৃহস্পতিবার. শুক্র
  • শুভ রত্ন: পোখরাজ ও পান্না
  • শুভ রং: সবুজ ও হলুদ
কর্কট রাশি:
  • অধিপতি গ্রহ: চন্দ্র
  • শুভ সংখ্যা: ১, ৪,৬, ৮
  • শুভ বার: সোম, শুক্র, বুধ
  • শুভ রত্ন:মুক্তা ও মুনষ্টোন
  • শুভ রং: সাদা, সোনালী,ক্রিম, হলুদ ও লাল
সিংহ রাশি:
  • অধিপতি গ্রহ: রবি
  • শুভ সংখ্যা: ১, ৪,৫, ৯
  • শুভ বার: রবি, মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শুক্র
  • শুভ রত্ন: রুবি, ও পান্না
  • শুভ রং: লাল, কমলা, সবুজ
কন্যা রাশি:
  • অধিপতি গ্রহ: বুধ
  • শুভ সংখ্যা: ১,২,৩,৪,৫,৮,৯
  • শুভ বার: সোম, বোধ, শুক্র ও বৃস্পতিবার
  • শুভ রত্ন: পান্না ও পোখরাজ
  • শুভ রং: সাদা, হলুদ, সবুজ
তুলা রাশি:
  • অধিপতি গ্রহ: পাশ্চাত্য মতর প্লুটো, আর পাচ্যমতে মঙ্গল
  • শুভ সংখ্যা: ১, ২, ৪, ৭
  • শুভ বার: রবি, সোম, মঙ্গল, বুধ শনি 
  • শুভ রত্ন: হীরা, সাদা পোখরাজ, ইন্দ্রালীনা ও মুনস্টোন
  • শুভ রং: সাদা, কমলা ও লাল
বৃশ্চিক রাশি:
  • অধিপতি গ্রহ: মঙ্গল
  • শুভ সংখ্যা: ১,২,৩,৪,৫,৮,৯
  • শুভ বার: রবি, সোম, মঙ্গল, বৃ্হস্পতি ও শুক্র
  • শুভ রত্ন: রক্ত প্রবল
  • শুভ রং: হলুদ, কমলা, লাল ও সাদা
ধনু রাশি:
  • অধিপতি গ্রহ: বৃহস্পতি
  • শুভ সংখ্যা: ১, ৩, ৪, ৬ ,৮ ও ৯
  • শুভ বার: রবি, বুধ, বৃ্হস্পতি ও শুক্র
  • শুভ রত্ন: পোখরাজ, টোপাজ
  • শুভ রং: সাদা, কমলা, সবুজ, ও উজ্জ্বল নীল
মকর রাশি:
  • অধিপতি গ্রহ: শনি
  • শুভ সংখ্যা: ৬, ৮, ৯
  • শুভ বার: মঙ্গল, বুধ ,শুক্র ও শনি
  • শুভ রত্ন: ইন্দ্রনীলা
  • শুভ রং: সাদা, কালো, নীল ও লাল
কুম্ভ রাশি:
  • অধিপতি গ্রহ: পাশ্চাত্য মতে ইউরেনাস, প্রাচ্যমতে  শনি
  • শুভ সংখ্যা: ২, ৩, ৬, ৭, ৯
  • শুভ বার: সোম, মঙ্গল, বৃ্হস্পতি ও শুক্র
  • শুভ রত্ন: ইন্দ্রনীলা
  • শুভ রং: সাদা, লাল, হলুদ
মীন রাশি:
  • অধিপতি গ্রহ: পাশ্চাত্য মতে নেপচুন, প্রাচ্যমতে র্বহস্পতি 
  • শুভ সংখ্যা: ১,২,৩,৪,৫,৮,৯
  • শুভ বার: রবি, সোম, মঙ্গল, বৃ্হস্পতি ও শুক্র
  • শুভ রত্ন: রক্ত প্রবল
  • শুভ রং: লাল, হলুদ, কমলা, গোলাপি

মেষ রাশিতে স্বভাব যাচাই

মেষ রাশিতে আপনার স্বভাব হবে প্রাণবন্ত, আশাবাদী ও উদ্যামী। আপনি জানেন কীভাবে অধিকার আদায় করতে হয়। আপনার কিছু কটূ কথায় সামনেজনের মনোকষ্টের কারণ হতে পারেন। আবেগের বসে বা রাগের মাথায় অনেককে অনেক কিছু বলে ফেলেন পরে তা আবার অনুশোচনা করেন। আবার নিজের আবেগ অনুভূতি সহজেই কারো সামনে প্রকাশ করেন না। কখনো কখনো কারো সাথে হঠকারিতায় জড়িয়ে পড়েন। এতে আপনার সামাজিক মর্যাদা ক্ষুন্ন হতে পারে। 

এছাড়া আপনি স্বাধীন থাকতে বেশি পছন্দ করে এবং দায়িত্ব নিতে ভালোবাসেন। একটি অনুপ্রেরণা পেলে আপনি যেকোন কাজ ভালোভাবে করতে পারেন এবং সবাইকে চমকিয়ে দিতে পারেন। আপনি সকল কিছুতেই সহজাতভাবে মহৎ ও দয়ালু। বন্ধুদের প্রতি বিশ্বস্ত। যদিওবা কখনো কখনো আপনাকে অনেকেই ভূল বুজে থাকে। আপনার মধ্যে রয়েছে তেজ ও বীরত্ব। এছাড়াও এই রাশির জাতকদের দুর্বলতম স্থান চোখ, মুঝ ও মাথা।

বৃষ রাশিতে স্বভাব যাচাই

মেষ রাশিতে আপনার স্বভাব ধীরস্থিরভাবে সকল কাজ করতে পছন্দ করেন। অন্যেরপ্রতি সহনশীলতা দেখানো আপনার একটি মহৎ গুন। আপনাএ উদারতা দিয়ে আপনি অন্যকে আপন করে নিতে পারেন। কেউ কিছু বলতে আসলে তা ভালোভাবে মনোযোগ দিয়ে শুনুন হতে পারে আপনার প্রশ্নের জবাব সেখানেই পেয়ে যাবেন। এরপর যদি আপনার মতামত দেওয়ার থাকে তা সুন্দর ভাবে দিয়ে থাকেন। আপনি সবার সাথে ছোট হতে বড় সবাইকে ভালোবাসেন। অন্যের প্রতি সহানুভুতিশীল দেখান ও সহমর্মী হন।

আপনি আপনার বাড়িতে অবসর সময়ে আপনার ঘর গোছাতে ভালোবাসেন। এই গুনের জন্য আপনাকে সবাই ভালোবাসে। আপনি জানেন কখন কোন সময় নিজেকে ও সিচুয়েশন কে কীভাবে সামলানো যায়। লেখালেখি, সাজসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতি আপনার আগ্রহ রয়েছে। এই রাশির জাতকরা সাধারনত রান্নায় খুব পাকা হয়। এছাড়াও এই রাশির জাতকরা থায়রয়েড গ্রন্থি, গলা, ঘাড় ও কন্ঠস্বর সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন।

মিথুন রাশিতে স্বভাব যাচাই  

মিথুন রাশিতে আওনার স্বভাব হবে উড়ন্ত প্রকিতির। আপনি একজায়গায় বেশিক্ষণ বসে থাকতে পারেন না। এটি আপনার জন্য কষ্টকর হয়ে যায়। আপনার আশেপাশে চাঞ্চল্যতা ও কথামালায় চারপাশ মুখরীত রাখতে ভালোবাসেন। কারো কারো ওপর বিধের প্রভাব পড়লে কেউ কেউ মিথ্যা বলে থাকে যা তার নিজের ওপরই খারাপ প্রভাব পড়ে। এতে সমাজে তার গ্রহন যোগ্যতা কমে যায়। সহজাত ভাবে আপনি দক্ষ সংগঠক। আপনার মধ্যে একাধিক কাজ করার দক্ষতা রয়েছে। সঙ্গ পেলে আপনি গল্প করতে অনেক ভালোবাসেন।

আপনার হৃদয়ে অনেক স্নেহ, মমতায় ও ভালোবাসায় ভরা। লেখালেখি, রাইটিং, ক্রীয়াতে ভালোভাবে মনোযোগ দিলে ভালো একটা সুযোগ পাবেন। জ্ঞান অর্জন করার জন্য আপনার আকর্ষন রয়েছে । এই রাশির অনেকেই বই পড়তে ভালোবাসেন। ব্যাস্ততার মাঝেও আপনি সময়কে কাজে লাগাতে পারেন। জীবনে অনেক ভ্রমণের সুযোগ পাবেন। এই রাশির জাতকরা কাঁধ, হাত, স্নায়ুতন্ত্র, শ্বাসতন্ত্র ও মস্তিষ্কের পীড়ায় আক্রান্ত হতে পারেন।

কর্কট রাশিতে স্বভাব যাচাই

কর্কট রাশির জাতকরা খুবই শান্ত স্বভাবের হয়ে থাকে। তারা সাধারণত ঝমেলা পছন্দ করে না।তারা খুবই শান্তিপ্রিয় মানুষ। কিন্তু তারা যদি একবার রেগে যায় তাহলে বাস্তবের আচরণের চেয়ে খুবই ভয়ংকর রূপ ধারণ করে। পুরোনো রীতিনীতিতে এখনও তারা বিশ্বাস করে এমনকি সেইসকল রীতিনীতির ওপর তাদের অন্যরকম একটা আকর্ষন কাজ করে। আপনি একজন কল্পনাপ্রবন ও কর্মঠ মানুষ। যা কিছু করেন ভেবেচিন্তে করেন। রাশির জাতকদের মধ্যে রয়েছে আত্মনির্ভশীল হওয়ার অদম্য চেষ্টা ও ইচ্ছা। 

এদের অন্তর্দৃষ্টি অনেক গভীর। এরা অতিথিপরায়ন হয়ে থাকে ও এদের ব্যবহার খুবই আরন্তরিক। সেবামুলক কাজে এদের আকর্ষন রয়েছে। এরা আবেগ ও অনুভূতির দ্বারা বেশি প্রভাবিত হন। আবার অনেক ক্ষেত্রে এরা জীবনের হিসাব মেলাতে না পারয় হতাশাগ্রস্থ হয়ে পারে।কর্কট রাশির জাতকদের পরট, বুক, স্তন ও খ্যাদানামির সমস্যাবয় ভুগতে দেখা যায়। 

সিংহ রাশিতে স্বভাব যাচাই

এই রাশির জাতকদের রয়েছে যে কোন কিছু করার দৃঢ় শক্তি। আপনি অন্যের কাছে আনেক বিশ্বস্থ। আপনি জানেন সময়ের মূল্য কীভাবে দিতে হয় ও সকল কিছু সময় মতো নিখুঁত ভাবে  করে দেন। আপনার জেদ ও একরোখা বা রগচটা মনোভাবের কারণে আপনি যে কোন সময় যে কারো রোষানলে পড়তে পারেন। আপনি ন্যায়ের পক্ষে থাকতে ভালোবাসেন ও ন্যায় বিচার করতেও ভালোবাসেন।আপনার মধ্যে রয়েছে সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্ব দেওয়ার গুন ও সাহস।

ক্রীয়া, শিল্পকলা ও সংগীতের প্রতি আপনার আকর্ষন রয়েছে। আপনি মুখে যা বলেন তা একদম স্পষ্ট ও সোজাসাপটা। এর জন্য অনেকের কাছে আপনি খারাপ ও হতে পারেন। তবে আপনার হৃদয় ভালোবাসায় পূর্ণ। এই রাশির জাতকদের বুক, হৃদপিন্ড ও মেরুদন্ডের সমস্যা থাকতে দেখা যায়।

কন্যা রাশিতে স্বভাব যাচাই

এই রাশির জাতকদের রয়েছে বিচারবুদ্ধি ও যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেওয়া। এই রাশির জাতকরা প্রিয়জনদের জন্য যে কোন কিছু করতে রাজি। তাদের ভালোর জন্য সকল কিছু ত্যাগ করতে পারেন। আপনার স্মৃতি শক্তি অনেক তীক্ষ্ণ। তারা সচরাচর ভালোবাসার প্রতিদান পায় না। যার জন্য তারা প্রায় অভিমান নিয়ে থাকে । তারা শুধুমাত্র বিনা স্বার্থে ত্যাগ স্বীকার করেন ও অব্যের সেবায় নিজেকে উৎসর্গ করতে চালোবাসেন। এই রাশির জাতকরা ভালো কাজে অংশগ্রহণ করে আত্মতৃপ্তি পান।

সংগীত, গণিত, যুক্তি ও কর্মদক্ষতায় আপনি অনন্য। সাংগঠনিক গুরুত্বপূর্ণ কাজগুলো অনেক সময় আপনার ওপর দায়িত্ব আরোপণ করা হয়। এই রাশির জাতকদের পাচনতন্ত্র , প্লিহা, অন্ত্র ও স্নায়ুতন্ত্রের সামস্যায় ভুগতে পারেন।

তুলা রাশিতে স্বভাব যাচাই

এই রাশির জাতকরা তাদের পছন্দ সামঞ্জস্যতা ও শৃঙ্খলা। সাধারণত এরা বৈষম্য পছন্দ করে না। মানুষকে খুব সহজেই নিজের আপন করে নেওয়ার অসাধারণ গুন বিদ্যমান রয়েছে। আপনি যদি কোন অপরিচিত জায়গায় বা পরিবেশে যান তাহলে ওই পরিবেশে খুবসহজেই সেখানকার মানুষের সাথে খাপ খাইয়ে চলতে পারে। এই তুলা রাশির জাতকরা সৌন্দর্যের পূজারি, রোম্যান্টিক ও বুদ্ধিমান হয়ে থাকে। যোগাযোগ মূলক কাজে আপনার দক্ষতা আছে। আপনার কাছে অন্যায় কাজ নীতিবিরুদ্ধ। 

সংগীত, ক্রিয়া, লেখালেখি তে আপনাকে ভালো করতে দেখা যায়। আপনি যে কোন কাজ ধীরে ধীরে করতে পছন্দ করেন। এজন্যই আপনার ভাগ্যে উন্নয়নে বিলম্বিত হয়। আপনার শরীরে র্দুবল অঙ্গ হচ্ছে কিডনি,  ত্বক, কাটিদেশীয় অঞ্চল ও নীতম্ব। 

বৃশ্চিক রাশিতে স্বভাব যাচাই 

এই রাশির জাতকরা সংযমী, দৃঢ়প্রতিজ্ঞ ও গোপনীয়তাপ্রিয়। তারা নিজের দুঃখ কষ্ট সহজেই অন্যকে বুঝতে দেয় না। তারা নিরিবিলি থাকতে বেশি পছন্দ করেন কিন্তু সুযোগ মতো সবাইকে চমকিয়ে দেয়। এই রাশির জাতকরা জীবনের সবসময় সততার সাথে প্রতিটি কাজ করে থাকেন। আপনাদের মধ্যে দায়িত্ব নেওয়ার মতো সৎ সাহস ও ধৈর্য আছে। তবে একবার চটে গেলে আপনার কথাবার্তা বেশী তীক্ষ্ণ ও কঠিন হয়ে যায়। আপনি মূলত গবেষণামূলক কাজে বেশ দক্ষ। আপনার মধ্যে যথেষ্ট বুদ্ধি রয়েছে।   

সংগীত , শিল্পকলা ও লেখালেখির প্রতি বেশ আগ্রহ রয়েছে। লেখক হিসেবে বেশ সুনাম অর্জন করতে পারেন। মাঝেমধ্যে নিজের প্রতিকূল পরিস্থিতিতে পড়তে পারেন। প্রেম ভালোবাসার ক্ষেত্রে আপনি যথেষ্ট আন্তরিক। তবে তরুণ অবস্থায় কারও ভূল সর্ম্পকে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। আপনার শরীরের দুবর্লতম অংশ হচ্ছে প্রজনন ও যৌনাঙ্গ।  

ধনু রাশিতে স্বভাব যাচাই

এই রাশির জাতকরা সনাতন ধারণার পাশাপাশি বিজ্ঞান ও দর্শনের প্রতি বেশ আগ্রহ আছে। তারা আবেগ বা কল্পনায় কাজ করে না, তারা বাস্তবতায় বিশ্বাসী। বাস্তবমতাদর্শী আপনি সিদ্ধান্ত নিতে পছন্দ করেন। আপনি যথেষ্ট ব্যাক্তিসম্পূর্ণ ও প্রকৃতজ্ঞানের অধিকারী। আপনি মূলত দিক নির্দেশনামূলক পেশায় ভালো কিছু করেন। আপনার মধ্যে নতুন কিছু শিখার অনেক আগ্রহ রয়েছে। এই রাশির জাতকদের অন্যের জীবনের অনেক ক্ষেত্রে আপনার দর্শন, বুদ্ধি ও পরামর্শ অন্যের প্রেরণা জোগায়।

আপনাকে ধর্মকর্ম ও অন্যের উপকার আপনাকে মাসসিক প্রশান্তি দেবে। ব্যক্তি জীবনে আপনাকে সৎ থাকার চেষ্টা করেন। অন্যকে সততা ও ভালো কাজে উৎসাহিত করেন। কিন্তু কারি সমালোচনা করে না। সেই সাথে কখন বিতর্কে জড়ায় না।আপনার শরীরের দুর্বলতম অংশ যকৃত ও ঊরু।

মকর রাশিতে স্বভাব যাচাই 

এই রাশির জাতকরা অনেকটা আরামপ্রিয়।। এই জাতকরা ধীরস্থির ভাবে কাজ শুরু করতে পছন্দ করেন। এর জন্য আপনাকে বিভিন্ন জায়গায় ব্যক্তিগত, পারিবারিক ও পেশাগত কাজে আপনাকে কথা শুনতে হতে পারে। তবে আপনি সূক্ষভাবে করতে পারবেন।আপনি আগবাড়িয়ে কারো সাথে কথা বা বন্ধুত্ব করা বা অপরিচিতর সাথে পরিচিত হওয়ার জন্য সহজে মিশতে পারবেন না। নিজের মধ্যে জড়তা কাজ করে। এর জন্য মানুষের সাথে যত বেশি মেলামিশা করবেন ততই আপনার জন্য মঙ্গল। আপনি অধ্যাবসায় , স্বাধীনচেতা ও পরিশ্রমী হয়।

জন্ম তারিখ অনুযায়ী রাশিফল জানুন ও স্বাভাব যাচাই করুন

আপনি আপনার জীবনের অনেক ক্ষেত্রেই সহনশীল ও হিসাবি। আপনাকে অনেক সমস্যার সম্মুখিন করে এগিয়ে যেতে হবে সাফল্যের দিকে। এই রাশির জাতকরা সব ধরণের ঝুঁকি এড়িয়ে চলার চেষ্টা করে।এ রাশির জাতকরা পুরোনো রীতিতে বিশ্বাস করে। এছাড়াও আপনার মধ্যে সাংগঠনিক দক্ষতা আছে। বাস্তবজীবন সম্পর্কে খুব ভালো ধারণা রাখেন বলে কল্পনায় ভেসে বেড়ায়। আপনার শরীরের দুর্বলতম অংশ হাঁটু, জয়েন্ট, কঙ্কালতন্ত্র ও রক্তসংবহনতন্ত্র।

কুম্ভ রাশিতে স্বভাব যাচাই 

কুম্ভ রাশির জাতকরা যথেষ্ট ধৈর্শশীল ও সতর্ক প্রকৃতির। কিন্তু অতিরিক্ত সতর্কতার কারণে অনেক সুযোগ হাত ছাড়া হয়ে যেতে পারে। আপনি একাধিক বিষয়ে আগ্রহ প্রকাশ করবেন। কিন্তু আপনাকে একটি বিষয়ের ওপর পরিপূর্ণ দক্ষতা অর্জন করার চেষ্টা করতে হবে। আপনি আপনার মতো চলতে ভালোবাসেন। সেইজন্য আপনি প্রচলিত নিয়ম ও শৃঙ্খলা ভেঙ্গে নতুন কিছু করতে চান। কিন্তু আপনাকে শৃঙ্খলা মেনে চলতে হবে এতেই আপনার সফলতা আসবে। আপনার মধ্যে রয়েছে আকর্ষনীয় ব্যক্তিত্ব ও পরোপকারী স্বভাব।

আপনার মধ্যে নতুন কিছু নিয়ে কাজ করা বা আবিষ্কারের প্রতি রয়েছে সহজাত আকর্ষণ। আপনি যথেষ্ট পরিশ্রমী। আপনার ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের সংখ্যা খুবই কম। যোগাযোগমূলক কাজে আপনার দক্ষতা বিশেষভাবে প্রশংসনীয়। এই রাশির জাতকরা বেশিরভাগ ক্ষেত্রে স্বাধীন পেশায় আগ্রহী প্রকাশ করে। আপনার শরীরের দুর্বলতম অংশ হাঁটু ও গড়ালি। এছাড়া করো কারো ক্ষেত্রে পায়ে মোচড়, আঘাত ও অন্যান্য সমস্যা দেখা দিতে পারে।

মীন রাশিতে স্বভাব যাচাই

মীন রাশির জাতকরা প্রকৃতভাবে অনেক শান্ত স্বভাবের। আপনার মধ্যে মানবিক গুনাবলি স্পষ্টভাবে বিদ্যমান। আপনার মধ্যে রয়েছে অন্যকে উপকার করার মানসিকতা ও অন্যকে কীভাবে ভালোবাসতে হয় । আপনি সবসময় হাসি খুশি থাকা পছন্দ করেন এবং নিজের কষ্ট কাউকে বুঝতে দেন না। আপনি ভ্রমন করতে ভালোবাসেন। আপনার আচার ব্যবহার যথেষ্ট আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ যার জন্য আপনি যেকোন বয়সের মানুষের সাথে মানিয়ে নিতে পারেন। ধর্মীয় ও রহস্যজনক বিষয়ে আপনার বিশেষ আগ্রহ রয়েছে।

মীন রাশির জাতকরা কৃষি, জলজ জাতীয় পণ্য, শিক্ষকতায় পেশায় বেশি সফল হয়। আপনার শরীরে পায়ের পাতা ও আঙ্গুলে সমস্যা থাকতে দেখা যায়। এছাড়া পায়ের পাতা বেঁকে যাওয়া বা অন্য কোন ধরণের সমস্যা থাকতে পারে। 

আমাদের শেষকথা

রাশি নির্ণয়ের কাজ মূলত আপনার ভবিষৎকে কেন্দ্র করে। আপনার জন্ম তারিখ অনুযায়ী আপনি কোন রাশি তা জানতে পেরেছেন। সেই সাথে রাশির প্রভাবের উপর আপনার আচরণ বা স্বভাব কেমন হবে তা জানতে পেরেছেন। এছাড়াও রাশির ওপর আপনার শুভক্ষণ সহ আরো কিছু আলোচনা করা হয়েছে।

এইরকম আরো তথ্যমূলক আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। কারণ আমরা আমদের ওয়েবসাইটে নিয়মিত এই ধরণের আর্টিকেল প্রকাশ করে থাকি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আবির ইনফো টেকের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url