ফ্রি টাকা ইনকাম বিকাশে পেমেন্ট - অ্যাডসেন্স থেকে লাখ টাকা ইনকাম বিস্তারিত
ফ্রি টাকা ইনকাম বিকাশে পেমেন্ট অনেক উপায় রয়েছে। আমারা মনে করি অনলাইন থেকে টাকা ইনকাম করা অনেকটা কঠিন একটি বিষয়। আপনি যদি প্রতিদিন ৪০০ থেকে ৫০০ টাকা ইনকাম করতে চান তাহলে আজকের ব্লগ পোস্টটি আপনার জন্যই।
ব্যক্তিগতভাবে আমি নিজেই নিম্নোক্ত সাইটে কাজ করে পেমেন্ট নিচ্ছি। আজকের আর্টিকেলে আমরা জানবো এমন কিছু সাইটের কাজ যা দিয়ে আপনি বিনা টাকা ইনভেস্ট করা ছাড়া প্রতিদিন ৪০০ থেকে ৫০০টাকায় নয় লাখ টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন।
সূচীপত্রঃ ফ্রি টাকা ইনকাম বিকাশে পেমেন্ট - অ্যাডসেন্স থেকে লাখ টাকা ইনকাম বিস্তারিত
- Blum এ কাজ করে ১৫০ ডলার পেমেন্ট নিন বিকাশে
- Blum/ব্লাম সাইটে অ্যাকাউন্ট খোলার নিয়ম
- Blum/ব্লাম থেকে কয়েন আর্ন করার নিয়ম
- Blum/ব্লাম থেকে ইনকাম বাড়ানোর আরো একটি উপায়
- ওয়েবসাইট থেকে টাকা ইনকাম
- গুগোল অ্যাডসেন্স থেকে মাসে লক্ষ্যাধিক টাকা ইনকামের টেকনিকস
- অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম
- আর্টিকেল বা কন্টেন্ট রাইটিং করে ইনকাম
- ওয়েবসাইট বিক্রি করে ইনকাম পেমেন্ট নিন বিকাশে
- সচরাচর জিজ্ঞাসা
- আমাদের শেষকথা
Blum এ কাজ করে ১৫০ ডলার পেমেন্ট নিন বিকাশে
বর্তমানের সবথেকে জনপ্রিয় একটি সাইট হলো ব্লাম/Blum। ফ্রি টাকা ইনকাম বিকাশে পেমেন্ট এর সবথেকে বড় ইনকাম সাইট। আপনি এখান থেকে কাজ করার পর একবারে ১৫০ ডলার ইনকাম করতে পারবেন। আমি প্রথমত নিজে ইনকাম করছি তারপর সত্যতা পেয়ে আপনাদের সাথে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করছি। এই ব্লাম ওয়েবসাইটের কাজ হলো মূলত বিভিন্ন এ্যাড দেখা সেই সাথে প্রতিদিন ২ থেকে ৩টা একই ধরণের গেম খেলা।
এভাবে প্রতিনিয়ত গেম ও এ্যাড দেখার মাধ্যমে আপনি যত বেশি কয়েন আর্ন করতে পারবেন সেই হিসান অনুযায়ী ডলার ইনকাম করতে পারবেন।বর্তমানে ব্লাম এর নীতি অনুযায়ী ৩০ হাজার কয়েন আর্ন করতে পারলে আপনি ১৫০ ডলার পাবেন। অর্থাৎ প্রতি ১০ হাজার কয়েনে ৫০ ডলার করে পেমেন্ট দিয়ে থাকে এই ব্লাম সাইট। এই ব্লাম সাইটের সবথেকে বড় সুবিধা হলো আপনি যত কয়েন আর্ন করনেন তত ডলার ইনকাম করতে পারবেন।
আপনি যদি ৫ হাজার কয়েন আর্ন করতে পারেন তাহলে আপনি সেই ৫ হাজার কয়েনের সমমূল্য ডলার আপনি পেয়ে যাবেন। যা আপনি বাংলাদেশি কারেন্সিতেও উইথড্র করতে পারবেন। আর এই উইথড্র বিকাশে নিতে পারবেন। সুধু আপনাকে বেশি বেশি কয়েন জমাতে হবে। যত কয়েন জমাতে পারবেন তত টাকা বেশি পাবেন।
Blum/ব্লাম সাইটে অ্যাকাউন্ট খোলার নিয়ম
আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি এটি একটি টেলিগ্রাম বেজ সাইট। সেইজন্য আপনাকে প্রথমত আপনার ফোন নাম্বার দিয়ে একটি টেকিগ্রাম চ্যানেল ক্রিয়েট করতে হবে। আর যাদের টেলিগ্রাম নেই তারা গুগোল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিজের নাম্বার দিয়ে টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েট করে নিন। এরপর আপনি একটি লিংক প্রদান করছি সেটাই ক্লিক করার সাথে আপনাকে মেইন ইন্টারফেসে নিয়ে যাবে। এরপর Start এ ক্লিক করুন।
এখন আপনার যে ইন্টার ফেসটি আসছে সেখানে Launch Blum আর নিচে Join community আসবে সেখান থেকে Launch Blum এ ক্লিক করে আবারো Start এ ক্লিক করে নতুন একটি একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেসটি আসতে হয়তো একটু দেরি হতে পারে সেক্ষেত্রে অবশ্যই আমরা অপেক্ষা করব।তারপরও যদি না আসে তাহলে একটি Syns বাটন আসবে সেখানে আবারো ক্লিক করতে হবে তাহলে সেটা সম্পূর্ণরূপে আসবে।
এরপর আপনার সামনে যে ইন্টারফেসটি আসবে সেখানে আপনার নিকনেম চাওয়া হবে অবশ্যই নিকনেমে দেওয়ার শেষে সংখ্যা যুক্ত করবেন। যেমন: Abir889।এরপর আপনাকে কিছু বোনাস দেওয়া হবে। এরপর Continue এ ক্লিক করে দিন।
এখন আপনার সামনে যে নতুন ইন্টারফেস আসলো এটা হলো আপনার কয়েন জামা হওয়ার ইন্টারফেস। এখান থেকে দেখতে পারবেন আপনার কত কয়েন রয়েছে। এখন আপনো Start Farming এ ক্লিক করে দিন। তাহলে আপনার Blum একাউন্ট ক্রিয়েট করা শেষ।
আরো পড়ুনঃ ঘরে বসে ইনকাম করার ১৫ টি কার্যকরী ট্রিকস
Blum/ব্লাম থেকে কয়েন আর্ন করার নিয়ম
Blum/ব্লাম থেকে কয়েন আর্ন করা খুন সহজ। সেই জন্য আপনাকে আপনার একাউন্ট খোলা শেষে Farming এর উপরে লক্ষ্য করেত হবে। সেখানে Drop game লিখা একটি বক্স আছে। সেখানে ৫টা বা ৩টা গেম আসবে সেখানে Play বাটনে চাপতে হবে। এরপর ফুলগুলোকে ট্যাপ করতে হবে আর কয়েনন আর্ন হতে থাকবে। এরমাঝে বোম আসবে সেখানে টাচ না করে গেম খেলে যেতে হবে। বোম ছাড়াও আরো একটি কুলারের মতো আসবে সেটিতে ক্লিক করে ফুলগুলোকে থেমে যাবে।
তখন ফুলগুলো আপনি ক্লিক করে পয়েন্ট আর্ন করতে পারবেন। যতবার গেম আসবে ঠিক ততবার আপনি ফুল গুলো থেকে পয়েন্ট আর্ন করতে পারবেন। এরপর আপনি চলে যাবেন। Task অপশনে। সেখানে আপনাকে অনেকগুলো টাসক দেওয়া হবে। যেগুলো আপনাকে প্রথমবারের মতোই দেওয়া হবে। অর্থাৎ আপনি প্রথমদিন যেই পরিমাণে টাসক পাবেন পরবর্তীতে সেই পরিমাণ টাসক পাবেন না। তাই টাসকগুলো দ্রুত করে ফেলুন।
শুধু Start বাটনে ক্লিক করুন যেখানে নিয়ে যাবে সেখানে গিয়ে ওপেন হওয়ার পর সাথে সাথে বের হবে আসেন এরপর Claim করুন।
এইভাবে সকল টাসক সম্পূণ্ণ করুন। প্রথমবারের মতো আপনি একদিনেই ৭ হাজার এর মতো কয়েন আর্ন করতে পারবেন। যা প্রায় ২০ ডলারের সমতুল্য। আপনি চাইলে এই এই ৭ হাজার পয়েন্টে ২০ ডলার উইথড্র করতে পারবেন তখনই যখন ব্লাম পেমেন্ট ছাড়বে।
আরেকটি বিষয় জানিয়ে দিই প্রতি ৭ ঘন্টা ৫০ মিনিট পর পর আপনাকে কিছু টসক দেওয়া হবে যা আপনাকে সম্পূণ্ণ করে কয়েন আর্ন করতে হবে। মনে রাখবেন যত কয়েন তত টাকা ইনকাম হবে। ফ্রি টাকা ইনকাম বিকাশে পেমেন্ট এ কোম্পানি কর্তৃক আপনি ডলার ছাড়ার পর পরই উইথড্র করতে পারবেন।
Blum/ব্লাম থেকে ইনকাম বাড়ানোর আরো একটি উপায়
Blum/ব্লাম থেকে ইনকাম করার সবথেকে বড় একটি ধাপ হচ্ছেভ রেফার করা। আপনি যত বেশি রেফার করতে পারবেন তত বেশি টাকা আপনি ইনকাম করতে পারবেন। আপনার টাকা ইনকাম বাড়ানোর সবথেকে বড় পথ হলো ফেফার করা। সেই জন্য আপনাকে Task অপশনের পরে Fren নামক একটি অপশন রয়েছে সেখানে ক্লিক করে Invite a fren এ ক্লিক করুন। এরপর Copy Link এ ক্লিক করুন। এরপর আপনার বন্ধুদের পাড়িয়ে তাদের প্রসেসটা বুঝিয়ে একটি একাউন্ট ক্রিয়েট করান।
আরো পড়ুনঃ টাকা ইনকাম করার সহজ উপায় বাংলাদেশে
ফ্রি টাকা ইনকাম বিকাশে পেমেন্ট এ তাহলে আপনি সেখান থেকে ১০% কমিশন পাবেন। অর্থাৎ ৭হাজারে ৭০০ পয়েন্ট কমিশন পেয়ে যাবেন। আবার আপনার বন্ধু যদি তার অন্য কোন বন্ধুকে রেফার করে একাউন্ট ক্রিয়েট করে তাহলে আপনিও সেখান থেকে ২৫% বোনাস পেয়ে যাবেন। এভাবেই রেফার করে করে মূলত কয়েনের পরিমাণ বৃদ্ধি পাবে। আর কয়েনের পরিমাণ যত বৃদ্ধ পাবে।
ওয়েবসাইট থেকে টাকা ইনকাম
ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করা সবথেকে সহজ একটি ইনকাম। আপনি চাইলে আপনার নিজস্ব একটি ওয়েবসাইট থেকে মাসে লক্ষাধিক টাকা ইনকাম করতে পারবেন। বিষয়টি জেনে অবাক হলেও বাস্তবতা এটাই। বর্তমানে ওয়েবসাইট থেকে অ্যাড দেখানোর মাধ্যমে আপনি চাইলে লক্ষাধিক টাকা ইনকাম করতে পারবেন। তাই অন্য জায়গায় কোন সময় বা টাকা ইনভেস্ট না করে আজ থেকেই শুরু করতে পারেন এই ইনকাম।
আরো পড়ুনঃ ব্লগারে abirinfotech.com website তৈরি করলাম যেভাবে
আমরা যে ওয়েবসাইটটি ব্যবহার করব এই ওয়েবসাইটটি হলো আমাদের হাতিয়ার। এই হাতিয়ারকে ব্যবহার করে আমরা টাকা ইনকাম করবো। আমরা গুগুলে অনেক কিছু লিখে সার্চ করি। যেমন আপনি ফ্রি টাকা ইনকাম বিকাশে পেমেন্ট বা অনলাইন ইনকাম লিখে সার্চ করেছেন। সার্চ করার পরে আপনি মূলত প্রথম ১০ টা ওয়েবসাইটে ক্লিক করবেন। এইযে ক্লিক করলেন এখান থেকেই মূলত আপনার ইনকাম টা শুরু হবে তবে আপনাকে আর্টিকেলটি এমনভাবে লিখতে হবে যাতে প্রথম ১০ এর মধ্যে থাকে।
আপনারা ডিজিটাল মার্কেটিং এর নাম অনেকেই শুনেছেন। ফ্রিল্যান্সিং পেশার মধ্যে সবথেকে কম সময়ে ইনকাম শুরু হয় এই ডিজিটাল মার্কেটিং করে। সর্বপ্রথম আপনাকে একটি ওয়েবসাইট খুলতে হবে। আর এই ওয়েবসাইট আপনি একদম ফ্রিতে পেয়ে যাবেন। আর এই ওয়েবসাইট খুলবেন অবশ্যই ব্লগারে। কারণ ব্লগার হলো গুগোলের নিজস্ব প্রোডাক্ট। আর আপনি যেখান থেকে ইনকাম করবেন সেটি হলো গুগোল অ্যাডসেন্স।
গুগোল অ্যাডসেন্স থেকে মাসে লক্ষ্যাধিক টাকা ইনকামের টেকনিকস
এই গুগোল অ্যাডসেন্স থেকে লাখ টাকা ইনকাম করবেন শুধু অ্যাড দেখানোর মাধ্যমে। আপনাকে শুধু মাত্র একটি ওয়েবসাইট খুলে সেখানে বিভিন্ন আর্টিকেল লিখে আপনাকে গুগুলে র্যাংক করাতে হবে। আর আপনার ওয়েবসাইট যখন গুগোলে ১ থেকে ১০ ভিতরে র্যাংক করবে তখন আপনার প্রতি মাসের ইনকাম দাড়াবে লক্ষ্যাধিক টাকার ওপরে। এটিকে মূলত প্যাসিভ ইনকাম বলা হয়। ইনকামটা কীভাবে হয় আপনাকে বিস্তারিতভাবে একটু বুঝায়।
আরো পড়ুনঃ ব্লগারে গুগোল অ্যানালিটিক্স এ্যাড করার নিয়ম ২০২৪
আপনাকে এমন কিছু কী ওয়ার্ড নিয়ে কাজ করতে হবে যেগুলো সারা বছর সার্চ হয়। আর যখন সেই কী ওয়ার্ড লিখে মানুষ সার্চ করবে তখন আপনার ওয়েবসাইট তাদের সামনে আসবে। তখন আপনার ওয়েবসাইটে প্রতিদিন ১০০ টা করে ক্লিক আসতে থাকবে তখন আপনি এই গুগোল অ্যাডসেন্স পেয়ে যাবেন। আর যখন এই গুগোল অ্যাডসেন্স পেয়ে যাবেন তখন থেকেই মূলত আপনার ইনকামটা শুরু হয়ে যাবে। প্রথমে কম হলেও পরবর্তীতে তা অনেক বড় একটি অ্যামাউন্টে দাঁড়াবে।
অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম
অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় বর্তমানে খুবই জনপ্রিয় ও ডিমান্ডেড একটি ইনকাম। আপনি আপনার ওয়েবসাইট থেকেই এই অ্যাফিলিয়েট মার্কেটিং চালাতে পারবেন। অ্যাফিলিয়েট মার্কেটিং হলো মূলত আপনার ওয়েবসাইটে অন্য কোন কোম্পানীর অ্যাড প্রচার করা আর সেই অ্যাডে কেউ ক্লিক করে উক্ত প্রোডাক্টি কেনে তবে আপনি সেখান থেকে একটি অ্যামাউন্ট পাবেন।। বর্তমানে অনেক বড় বড় কোম্পানি আছে যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করায় ও বড় ধরণের পেমেন্ট দিয়ে থাকে।
আরো পড়ুনঃ গুগোল সার্চ কনসোলে ওয়েবসাইট সাবমিট করার নিয়ম ২০২৪
আপনি যখন আপনার ওয়েবসাইটে গুগোল অ্যাডসেন্স পেয়ে যাবেন তখ আপনি প্রচারটি চালাতে পারেন। বর্তমানের কিছু বড় বড় অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রাম চালু আছে। যেমন:
এছাড়াও আপনি লোকাল মার্কেটে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। ধরুন আপনার আশেপাশে নতুন কোন রেসটুরেন্ট হয়েছে। এখন আপনি একজন ওয়েবসাইট পরিচালনাকারী আপনার ওয়েবসাইটে গুগোল অ্যাডসেন্স ও রয়েছে। সেক্ষেত্রে আপনি রেস্টুরেন্টের মালিক পক্ষের সাথে চুক্তি করতে পারেন আপনার রেস্টুরেন্টের অ্যাড আমার ওয়েবসাইটে চালিয়ে দিব। আমার ওয়েবসাইটে প্রতিদিন এই সংখ্যক মানুষ ভিউ হয় আপনি চাইলে আমার ওয়েবসাইটে আপনাদের রেস্টুরেন্টের অ্যাড চালাতে পারেন। যদি তাদের কাস্টমার বেড়ে যায় তখন আপনি তাদের কাছে ভালো একটা অ্যামাউন্টের টাকা নিতে পারবেন।
আর্টিকেল বা কন্টেন্ট রাইটিং করে ইনকাম
ফ্রি টাকা ইনকাম বিকাশে পেমেন্ট এর জনপ্রিয় ইনকাম আর্টিকেল রািটিং। আমরা যারা ওয়েবসাইট পরিচালনা করি বা আপনারা যারা ভবিষ্যতে আপনার ওয়েবসাইটকে বড় পর্যায়ে নিয়ে যাবেন তখন আপনার একজন বা একাধিক আর্টিকেল রাইটার প্রয়োজন হবে। তেমনি আমাদের এখন আর্টিকেলে রাইটারের অনেক প্রয়োজন। যারা আর্টিকেল লেখালেখি করে তাদের আর্টিকেল রাইটার বলা হয়। আর এই আর্টিকেল রাইটারা আটফিকেল লিখে মাসে ১৫ হাজার টাকা ইনকাম করে বিকাশে পেমেন্ট নিতে পারে।
এছাড়াও যারা প্রফেশনালি আর্টিকেল রাইটার তারা বিভিন্ন ওয়ার্ক প্লেসে কাজ করতে পারে। যেমন: ফাইবার, আপোয়ার্ক, ফ্রিল্যান্সার.কম সহ আরো অনেক মার্কেটে। তবে এইসকল মার্কেটে আপনাকে অনেক ধৈর্য্য ও সময় নিয়ে কাজ করতে হবে। তাই আপনি লোকাল মার্কেটে কাজ করলে কমসময়ে অনেক টাকা ইনকাম করতে পারবেন। আর আপনি যদি প্রফেশনালি হন তাহলে আপনি একটি আর্টিকেল প্রতি ১০০০ টাকা পর্যন্ত চার্জ করতে পারেন।
আরো পড়ুনঃ আর্টিকেল লিখার এ্যাডভান্স নিয়মকানুন - জানুন আর্টিকেল লিখে লাখ টাকা আয়
ওয়েবসাইট বিক্রি করে ইনকাম পেমেন্ট নিন বিকাশে
ফ্রি টাকা ইনকাম বিকাশে পেমেন্ট নিন ওয়েবসাইট বিক্রি করে। ওয়েবসাইট বিক্রি করার মাধ্যমে আপনি বড় একটি অ্যামাউন্টের টাকা ইনকাম করতে পারবেন। আপনারা শুনে অবাক হবেন একটি অ্যাডসেন্স প্রাপ্ত ওয়েবসাইট সর্বনিম্ন ৫০,০০০ টাকা থেকে ১ লাখব টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। সেই জন্য আপানকে কয়েকমাস ওয়েবসাইটে কাজ করে আর্টিকেল লিখে তা গুগোলে র্যাংক করাতে হবে। এরপর আপনার ওয়েবসাইটকে গুগুল সার্চ কনসোলে যুক্ত করতে হবে।
এরপর সেখান থেকে আপনি প্রতিদিন আপনার ওয়েবসাইটের পারফর্মেন্স দেখতে পারবেন। যখন দেখবেন সেখানে প্রতিদিন ১ওওটি করে ক্লিক করে আসছে সাথে সাথে গুগুল অ্যাডসেন্সে আবেদন করুন। এরপর গুগোল আ্যাডসেন্সে আবেদনের পর তা এ্যাপ্রুভাল হলে আপনি সেই ওয়েবসাইটটি লাখ টাকায় সেল করেত পারবেন। বিভিন্ন গ্রুপে প্রচার চালানোর মাধ্যমে আপনি সেই ওয়েবসাইটটি অনায়াসে সেল করে দিতে পারবেন।
সচরাচর জিজ্ঞাসা
১। অনলাইনে কাজ করে সব app থেকেই কি বিকাশে পেমেন্ট নেওয়া যায়?
উত্তরঃ এটা ডিপেন্ড করে ওই অ্যাপসের পেমেন্ট ম্যাথডের উপর। আপনি ওই অ্যাপ ডাউনলোড করার পর তাদের পলিসি পড়ে নিতে পারেন অথবা ওয়ালেট চেক করে দেখতে পারেন বিকাশে পেমেন্ট করার কোন অপশব আছে কিনা।
২। অ্যাফিলিয়েট মার্কেটিং করে কত টাকা আয় করা যায়?
উত্তরঃ অ্যাফিলিয়েট মার্কেটিং এ কোম্পানি গুলো সাধারণত ১০% থেকে ২০% পর্যন্ত কমিশন দিয়ে থাকে। আপনি যদি মাসে ২৫ থেকে ৩৫টি প্রোডাক্ট সেক করিয়ে দিতে পারেন আপনার ওয়েবসাইট থেকে তাহলে মাসে লাখ টাকার মতো ইনকাম করতে পারবেন।
৩।বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং এ সবথেকে বেশি চাহিদা কোন সেক্টরে?
উত্তরঃ বর্তমানে ফ্রিল্যান্সিং সেক্টরে সবথেকে বেশি চাহিদা হলো ডিজিটাল মার্কেটিং এ। এর সবথেকে বড় সুবিধা আপনাকে কোন বায়ারের জন্য অপেক্ষা করতে হয় না। বসে বসে ইনকাম করা যায়।
গুগোল অ্যাডসেন্স থেকে মাসে কত টাকা ইনকাম করা যায়?
উত্তরঃ গুগোল অ্যাডসেন্স থেকে টাকা ইনকাম এটি আপনার কাজের ওপর নির্ভর করে। আপনি যদি আপনার ওয়েবসাইটকে ভালো পর্যায়ে নিয়ে যান তাহলে আপনি মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন। আর আপনার ওয়েবসাইট যদি প্রথমের দিকে হয় তাহলে ১০ থেকে ১৫হাজার টাকা ইনকাম করতে পারবেন। যা আপনাকে গুগোল কর্তৃপক্ষ পেমেন্ট দিয়ে থাকবে।
আমাদের শেষকথা
প্রিয় পাঠক, আজকের আর্টিকেলে আমরা জানলাম ফ্রি টাকা ইনকাম বিকাশে পেমেন্ট ও অ্যাডসেন্স থেকে লাখ টাকা ইনকাম এর বিস্তারিত আলোচনা। এছাড়াও আমরা জানলাম ব্লাম থেকে ইনকামের উপায়। আপনাদের জানিয়ে রাখি ব্লাম থেকে নির্দিষ্ট একটি সময়ের জন্যই ইনকাম করা যায়। এটি যে কোন সময় বন্ধ হয়ে যেতে পারে। তাই আপনারা চেষ্টা করবেন ওয়েবসাইট, গুগুল অ্যাডসেন্স, অ্যাফিলিয়েটিভ মার্কেটিং থেকে ইনকাম করতে। এগুলো থেকে ইনকাম কখনোই বন্ধ হয় না।
এইরকম আরো তথ্যমূলক আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। কারণ আমরা আমদের ওয়েবসাইটে নিয়মিত এই ধরণের আর্টিকেল প্রকাশ করে থাকি।
আবির ইনফো টেকের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url