৭ দিনে ফর্সা হওয়ার নাইট ক্রিম - মেয়েদের ফর্সা হওয়ার ফেসওয়াস
৭ দিনে ফর্সা হওয়ার নাইট ক্রিম এই কথা শুনেই অনেকে অবাক হয়ে গেছেন! নাইট ক্রিম আপনার ত্বকের সারাদিনের হারিয়ে ফেলা আর্দ্রতা ফিরিয়ে আনে। আপনি কি অতি দ্রুত ফর্সা হতে চান? তাহলে আপনি সঠিক জায়গায় আসছেন। আজকের আর্টিকেলটি আপনার জন্যই।
আজকের আর্টিকেলে আমরা জানবো, ৭ দিনে ফর্সা হওয়ার নাইট ক্রিম সম্পর্কে, মেয়েদের ফর্সা হওয়ার ফেসওয়াস, ঘরোয়া পদ্ধতিতে কীভাবে নাইট ক্রিম বানাবেন. নাইট ক্রিমের ব্যবহার সহ সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আশাকরি শেষ পর্যন্ত পড়ে উপকৃত হবেন।
পোস্ট সূচীপত্রঃ ৭ দিনে ফর্সা হওয়ার নাইট ক্রিম - মেয়েদের ফর্সা হওয়ার ফেসওয়াস
- ৭ দিনে ফর্সা হওয়ার নাইট ক্রিম
- ঘরোয়া পদ্ধতিতে ফর্সা হওয়ার নাইট ক্রিম বানানোর রেমিটি
- স্থায়ীভাবে ফর্সা হওয়ার সেরা ৭টি নাইট ক্রিম
- স্থায়ীভাবে ফর্সা হওয়ার কার্যকরী ৯টি ডাক্তারি ক্রিম
- পন্ডস এজ মিরাকেল নাইট ক্রিমের ব্যবহার
- পন্ডস গোল্ড রেডিয়েন্ট ইউথফুল নাইট ক্রিম
- মেয়েদের ফর্সা হওয়ার সেরা ১০টি ফেসওয়াশ
- আজকের পোস্ট বিষয়ক সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন
- আমাদের শেষকথা
৭ দিনে ফর্সা হওয়ার নাইট ক্রিম
৭ দিনে ধবধবে ফর্সা হওয়ার নাইট ক্রিম এর মধ্যে এখন যেই ক্রিমটি নিয়ে আলোচনা করব সেটির নাম হলো REPAIRING 4 IN 1 NIGHT। এই ক্রিমটি ব্যবহারের ফলে আপনার ত্বকের ব্লামিশ দূর করবে, ফ্রিক্যাল দূর করবে, ডার্ক স্পট দূর করবে এবং আপনার ডাল স্কীনের সমস্যা দূর করবে। আপনি সারাদিনে ব্যস্ততার পরে যখন বাসায় ফিরবেন তখন আপনার নিস্তেজ ত্বকের পুনরায় সতেজ করতে সাহায্য করবে। আমাদের ত্বকে অনেক সময় দেখি বাদামি ছোপ ছোপ পড়ে আবার কালো ডার্ক স্পট পড়ে।
সেগুলো খুব সহজেই দূর করতে সাহায্য করে এই REPAIRING 4 IN 1 NIGHT ক্রিমটি। এই ক্রিমটিতে রয়েছে ভিটামিন ই। যা আপনার ত্বকের আর্দ্রতাকে ধরে রাখব এবং স্কীন সফট রাখার ক্ষেত্রে কাজ করবে। এছাড়াও রয়েছে কোলাজেন। এই কোলাজেন আমাদের ত্বকের বয়সের ছাপ পড়া থেকে দূরা রাখে, ত্বকের বলিরেখা দূর করে থাকে এবং ত্বককে মসৃণ করতে সাহায্য করে। সেই সাথে ত্বককে টানটান করে রাখে। এই ক্রিমে আরো রয়েছে অ্যাসকোরবিক এসিড(ভিটামিন সি)।
ভিটামিন সি আমাদের ত্বকের কালো দাগ দূর করার ক্ষেত্রে অনেক সাহায্য করে। এই ক্রিমের যে মূল উপাদান সেটি হলো আলফা আরবুটিন। কারণ আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এই আলফা আরবুটিন কাজ করে। মনে রাখবেন আলফা আরবুটিন কখনোইউ ত্বকের ক্ষতি করে না। আবার অ্যান্টি অক্সিডেন্টের পরিমাণ বাড়াতে এই উপাদানটি অনেক সাহায্য করে। আবার আমাদের ত্বকে কালো কালো ছোপ পড়ে অনেক সময়। এই দাগ গুলো সরাতে এটি অনেক সাহায্য করে।
এছাড়াও এই ক্রিমে রয়েছে অ্যালোভেরা, হাইলোরনিক এসিড, ভিটামিন বি-৩। এই সকল কিছুর মিশ্রণে এই ক্রিমটি তৈরি। অবশ্যই উপকারি একটি ক্রিম। এই ক্রিমটি মূলত থাইল্যান্ডের একটি প্রোডাক্ট। অবশ্যই আপনাকে আসল পণ্য যাচাই করে কিনতে হবে। আর যদি কোন সমস্যা হয় সে ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে।
- ক্রিমটি সকালে ব্যবহার করা যাবে না। রাতে মুখ পরিষ্কার করে লাগাতে হবে।
- ক্রিমটি মুখে দিয়ে মুখে কোন প্রকার তাপ বা হিট দেওয়া যাবে না। সেক্ষেত্রে ত্বক জ্বলে যেতে পারে।
- আপনি যদি এলার্জির সমস্যায় ভুগেন বা পূর্বে ভুগেছেন। সেক্ষেত্রে আপনি কয়েকদিন প্রথমত হাতে ও গলায় লাগিয়ে ব্যবহার করেবন। যদি আপনি ভালো মনে করেন তবেই এটি ব্যবহার করবেন।
- আর আপনার ত্বক যদি সেনসেটিভ হয় তাহলে একদমই ব্যবহার করা যাবে না।
ঘরোয়া পদ্ধতিতে ফর্সা হওয়ার নাইট ক্রিম বানানোর রেমিটি
ঘরোয়া পদ্ধতিতে ফর্সা হওয়ার নাইট ক্রিমের রেমিটি আপনাদের মাঝে ডিটেইলসে শেয়ার করার চেষ্টা করবো। অনেকেই আছেন যারা বাইরের ক্রিমের প্রতি বিশ্বাস রাখতে পারেন না। সেক্ষেত্রে তারা ঘরোবা পদ্ধতিতে বানানোর চেষ্টা করে। আসলে সঠিক রেমিটি পায় না। কিন্তু এখন যে রেমিটি দিব সেটি আপনার ত্বককে ফর্সা করবে সেই সাথে ত্বকের আরো অনেকে সমস্যা দূর হবে। তাহলে দেরি না করে চলুন ঝটফট শিখে নেওয়া যাক ঘরোয়া পদ্ধতিতে নাইট ক্রিম তৈরির প্রক্রিয়া-
প্রথমেই আপনি একটি পাত্রে তিন চা চামচ ভাতের চাল নিয়ে নিন। এরপর চাল গুলোকে দুই তিনবার খুব ভালোভাবে ধুয়ে নিন। আপনি কি জানেন এই চাল ধোয়া পানি আপনার ত্বকের জন্য কতোটা উপকারি। এই চাল ধোয়া আপনি ত্বকের জন্য অনেক উপকারি। আপনি চাইলে এই পানি স্প্রে এর মতো করে মুখে দিতে পারেন। এরপর আপনাকে নিতে হবে কমলালেবুর খোসার গুঁড়া। অনেকেই এই গুঁড়া কিনেন আবার অনেকেই ঘরেই বানান।
আরো পড়ুনঃ বরফ দিয়ে ব্রণ দূর করার উপায় - ঘরোয়া উপায়ে সমাধানের নিয়ম
আপনি যদি কমলালেবুর খোসার গুঁড়া বানাতে চান তাহলে আপনাকে প্রথমত নিয়ে নিতে হবে কমলালেবুতর খোসা। এরপর এই খোসাকে ভালোভাবে রোদে শুকিয়ে নিন। ৩-৪ দিন একদম টানা রোদে ভালোভাবে শুকিয়ে নিয়ে খোসাগুলোকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিন। এখন আরেকটি পাত্রে ১ চা চামচ সেই কমলালেবুর খোসার গুঁড়ো নিয়ে নিন। এরপর সেখানে বিচি ছাড়া টমেটো নিন। এরমধ্যে ভেজানো চালগুলো দিয়ে দিন।
এখন মিশ্রণটিকে ভালোভাবে ব্লেন্ডারে নিয়ে মিক্স করে নিন। এরপর ভালোভাবে ব্লেন্ড হয়ে গেলে একটি ছাকনিতে পেস্ট গুলো নিয়ে একটি ছেকে নিন। এরপর মিহি পেস্টের মধ্যে একটি ভিটামিন ই ক্যাপসুল যুক্ত করে দিন। এটা অবশ্যই এড করতে হবে। এখন এই ক্রিমটি ব্যবহারের উপযোগী। আপনি এই ক্রিমটিকে ফ্রীজের নরমালে রেখে সংরক্ষণ করতে পারবেন।
স্থায়ীভাবে ফর্সা হওয়ার সেরা ৭টি নাইট ক্রিম
স্থায়ীভাবে ফর্সা হওয়ার নাইট ক্রীম নিয়ে অনেকের মধ্যে কনফিউশন থাকে। আপনারা কি জানেন আমরা যখন ঘুমাতে যায় বা বেডে যায় তখন আমাদের ত্বকের কোষগুলো কাজ করা শুরু করে। আমরা সরাদিনের বিভিন্ন কাজ কর্ম নিয়ে ব্যস্ত থাকি। সেইভাবে আমাদের ত্বকের যত্ন নেওয়া হয়ে উঠে না। সেইজন্য রাত্রিকালীন পরিচর্চা করা একান্ত প্রয়োজন। তাই ঘুমাতে যাওয়ার পূর্বে আমাদের সকলকে নাইট ক্রীম ব্যবহার করা একান্ত আবশ্যক। তাহলে চলুন জেনে নেয়া যাক স্থায়ীভাবে ফর্সা হওয়ার সেরা ৭টি নাইট ক্রিম।
- পন্ডস এজ মিরাকেল নাইট ক্রিম
- পন্ডস গোল্ড রেডিয়েন্ট ইউথফুল নাইট ক্রিম
- ল্যাকমে অ্যাবোলিউট পারফেক্ট রেডিয়েন্স স্কিন লাইটেনিং নাইট ক্রিম
- ল্যাকমে ইয়ুথ ইনফিনিটি স্কিন স্কাল্পটিং নাইট ক্রিম
- পন্ডস এজ মিরাকল রিঙ্কল কারেন্টর নাইট ক্রিম
- ল্যাকমে পারফেক্ট রেডিয়েন্স ব্রাইটেনিং নাইট ক্রিম
- লোটাস হারবাল নাইট ক্রিম
স্থায়ীভাবে ফর্সা হওয়ার কার্যকরী ৯টি ডাক্তারি ক্রিম
- লোটাস হারবাল হোয়াইট গ্লো ক্রিম
- ল্যাকমে পারফেক্ট রেডিয়েন্স ব্রাইটেনিং নাইট ক্রিম
- ওলাই ন্যাচেরাল হোয়াইট বিউটি
- অল ইন ওয়ান ফেয়ারনেস ক্রিম
- বিল্লা ভিটা পাপায়াব্লেম অ্যান্টি ব্লেমিস ক্রিম
- ওয়াও ফেয়ারনেস ক্রিম
- হিমালয়া হারবাল ক্লিয়ার কমপ্লেশন ক্রিম
- গারনিয়ার লাইট কমপ্লিট ক্রিম
- হোয়াইটিং ক্রিম
পন্ডস এজ মিরাকেল নাইট ক্রিমের ব্যবহার
পন্ডস এজ মিরাকেল ৭ দিনে ফর্সা হওয়ার নাইট ক্রিম গুলোর মধ্যে খুবই জনপ্রিয় একটি ক্রিম। এই নাইট ক্রিম আমাদের ত্বককে ভেতর থেকে সুন্দর করে তোলে। এই ক্রিমটি আমাদের ত্বকের তিনগুন রিনিউয়াল পাওয়ার সমৃদ্ধ করে। এই ক্রিমের মধ্যে রয়েছে বায়ো-অ্যাকটিভস ফর্মুলা যা আমাদের ত্বককে সকল রকম প্রোটেকশন দিয়ে থাকে। এই ক্রিমে রয়েছে রেটিনল-সি-কমপ্লেক্স। যা আমাদের ত্বকের কোষ সতেজ ও টানটান করতে সহায়তা করে এবং বলিরেখা ও ফাইন লাইনস কমায়।
পন্ডস গোল্ড রেডিয়েন্ট ইউথফুল নাইট ক্রিম
পন্ডস গোল্ড রেডিয়েন্ট ইউথফুল নাইট ক্রিমটির সাথে অনেকেই পরিচিত। ৭ দিনে ফর্সা হওয়ার নাইট ক্রিম গুলোর মধ্যে অন্যতম। আবার অনেকেই আছে যারা এই নামটির সাথে পরিচিত নয়। যারা পরিচিত তারা মূলত জানেনই এই ক্রিমটির ব্যবহার ও উপকারিতা সম্পর্কে। আর যারা জানেন না তারা ব্যবহারে পূর্বে খুব ভালো জেনে তারপর ব্যবহার করতে চান। তাদের জন্য আজকের এই হেডিংটি। আজকে আমরা ওন্ডস গোল্ড রেডিয়েন্ট ক্রিম সম্পর্কে বিস্তাতির জানবো-
পন্ডস গোল্ড রেডিয়েন্ট ইউথফুল নাইট ক্রিম হলো একধরণের রিপেয়ার ক্রিম। যারা রাতে ঘুমানোর আগে কোন বিউটি প্রোডাক্টস ব্যবহার করতে চাচ্ছেন, তাদের জন্য Ponds Gold Radiance Youthful Night Repair Cream টি সম্পূর্ন ব্যবহারোপযোগী প্রোডাক্টস। এই প্রোডাক্টির টেক্সচার ঘন হলেও এটি ত্বকের সাথে খুব সহজেই মিশে যায়। ত্বককে ময়েশ্চারাইজ করে এবং ত্বকে খুব দ্রুত গ্লো নিয়ে আসে। এটিএ একটি বিশেষত্ব রয়েছে।
আরো পড়ুনঃ এলার্জিতে নিমপাতার ব্যবহার
আপনি যখন আপনার ত্বকে এই প্রোডাক্টি লাগাবেন তখন আপনার স্বস্থ্যজ্বল গ্লো করে তবে তেলতেলে ভাব আসে না। এটি যে খুব বেশি পরিমাণে বলিরেখা দূর করে সেইরকম প্র্যাকটিক্যালি কোন প্রমাণ পাওয়া যায় নি। তবে আপনার ত্বককে উজ্জ্বল ও ত্বকের নতুন কোষ তৈরিতে অনেক সাহায্য করে। এছাড়াও যাদের চোখের নিচে কালো দাগ পড়ে তাদের কালো দাগ দূর করতে এই নাইট ক্রিমটি অনেক সাহায্য করে। তাই যারা ব্যবহার করবেন ভাবছেন তাদের জন্য এই নাইট ক্রিমটি অনেক সাহায্য করবে।
মেয়েদের ফর্সা হওয়ার সেরা ১০টি ফেসওয়াশ
মেয়েদের ফর্সা হওয়ার ফেসওয়াস গুলো নিয়ে আজকের এই হেডিং এ আলোচনা করব। ফেসওয়াশ যেহেতু একধরণের ক্লিনজার সেহেতু এটি ত্বকের জন্য অনেক গুরুত্বপূর্ণ। বলা যায় ফেসওয়াশ মেয়েদের জন্য অতি প্রয়োজনীয় একটি জিনিস। আপনি মার্কেটে কমদামে অনেক ফেসওয়াশ পেয়ে যাবেন। কিন্তু সেই ফেসওয়াশ গুলো কতটা কার্যকর এটা নিয়ে কোন সন্দেহ নেই। তাই আজকের এই হেডিং এ আপনাদের কিছু ফেসোয়াশ সাজেস্ট করব যেগুলো আপনাদের ত্বকের জন্য অনেক উপকারি-
- ক্লিন এন্ড ক্লিয়ার এবং নিউট্রোজিনা
- ডাব ফেসওয়াশ
- সিটাফিল (Cetaphil)
- ফরেস্ট এসেনশিয়াল কাশ্মীরি জাফরান এবং নিম ডেলিগেট ফেসিয়াল ফেসওয়াশ ( Forest Essentials Kashmiri Saffron & Neem Delicate Facial Cleanser )
- এমক্যাফেইন ডিপ কফি ফেস ওয়াশ
- অ্যারোমা ম্যাজিক ফেসওয়াশ
- কজারেক্স জেল ক্লিনজার
- লাইক ব্রাইটেনিং ফেসওয়াশ
- দ্য বডি শপ ভিটামিন ই ফেসিয়াল ওয়াশ
- রাজকন্যা একনে ফাইটিং ফেসিয়াল ওয়াশ
ডে ক্রিম VS নাইট ক্রিম
অনেকে হাইড্রেটিং নাইট ক্রিমের পরিবর্তে ঘুমানোর আগে দিনের বেলা একই ক্রিম প্রয়োগ করতে বেছে নেবেন কারণ আপনারা দুই ধরনের স্কিনকেয়ার পণ্যের মধ্যে পার্থক্য জানেন না। সত্য হল দিন এবং রাতের ক্রিমগুলির খুব আলাদা ফর্মুলা রয়েছে এবং এটি বিভিন্ন উপায়ে আপনার ত্বকের উপকার করার উদ্দেশ্যে কাজ করে। ডে ক্রিমে অনেক হালকা ফর্মুলা থাকে যা আপনার ত্বককে রোদ থেকে রক্ষা করতে এবং দিনের বেলায় আপনি যে ধরনের ধ্বংসাবশেষের সম্মুখীন হবেন তার থেকে রক্ষা করার জন্য SPF এর সাথে ময়েশ্চারাইজারগুলিকে একত্রিত করে। আপনি যখন ঘুমাচ্ছেন তখন আপনার ত্বককে খুব বেশি সুরক্ষিত করার দরকার নেই, যেখানে একটি হাইড্রেটিং নাইট ক্রিম আছে৷ নাইট ক্রিমগুলি আপনার ত্বকের প্রাকৃতিক পুনর্জন্ম প্রক্রিয়াকে সাহায্য করে এবং ঘুমের সময় যে কোনও ক্ষতি হতে পারে তা প্রশমিত ও মেরামত করতে সহায়তা করে৷
আজকের পোস্ট বিষয়ক সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন
১। ৭ দিনে ফর্সা হওয়ার নাইট ক্রিম কি সত্যিই কার্যকর?
উত্তরঃ অনেক নাইট ক্রিম আছে যা ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে, তবে ৭ দিনের মধ্যে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা সবসময় সম্ভব নয়। ত্বকের ধরন ও অন্যান্য ফ্যাক্টরের উপর নির্ভর করে ফলাফল ভিন্ন হতে পারে।
২। নাইট ক্রিম ব্যবহারের সঠিক পদ্ধতি কী?
উত্তরঃ নাইট ক্রিম ব্যবহারের আগে মুখ ভালোভাবে পরিষ্কার করতে হবে। তারপর ক্রিমটি মুখে ও গলায় মাখতে হবে এবং হালকা হাতে ম্যাসাজ করতে হবে যাতে ক্রিমটি ভালোভাবে শোষিত হয়।
৩। নাইট ক্রিম ব্যবহারে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি?
উত্তরঃ কিছু নাইট ক্রিমে রাসায়নিক উপাদান থাকতে পারে যা ত্বকে অ্যালার্জি বা অন্যান্য সমস্যা সৃষ্টি করতে পারে। তাই ব্যবহারের আগে প্যাচ টেস্ট করা উচিত।
৪। কোন নাইট ক্রিম সবচেয়ে ভালো?
উত্তরঃ বাজারে অনেক ভালো নাইট ক্রিম আছে। কিছু জনপ্রিয় ব্র্যান্ডের মধ্যে রয়েছে ল্যাকমে, পন্ডস, এবং ডার্মালজিকা
আমাদের শেষকথা
প্রিয় পাঠক আজকের আর্টিকেলে আমরা জানলাম, ৭ দিনে ফর্সা হওয়ার নাইট ক্রিম, মেয়েদের ফর্সা হওয়ার ফেসওয়াস, স্থায়ীভাবে ফর্সা হওয়ার উপায়, স্থায়ীভাবে ফর্সা হওয়ার ডাক্তারি ক্রিমসহ অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। ত্বক অনেক সেনসেটিভ একটি জিনিস। তাই আমাদের দ্বায়িত্ব আমাদের ত্বকের যত্ন নেওয়া। আর এই যত্ন নেওয়ার পেছনে নাইট ক্রিম ও ফেসওয়াশ অনেক সাহায্য করে। তাই সঠিক নাইট ক্রিম ও ফেসওয়াশ সম্পর্কে আমরা স্বচ্ছ ধারণা পেয়ে গেছি। আশাকরি উপকৃত হয়েছেন।
এইরকম আরো তথ্যমূলক আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। কারণ আমরা আমদের ওয়েবসাইটে নিয়মিত এই ধরণের আর্টিকেল প্রকাশ করে থাকি।
আবির ইনফো টেকের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url