সিদরাতুল মুনতাহা নামের অর্থ - জেনে নিন আরো ৫০টি নাম

সিদরাতুল মুনতাহা নামের অর্থ আমরা অনেকেই জানতে চাই। যারা ইসলামী শরীয়া অনুযায়ী নিজেদের বা প্রিয়জনদের কারো বাচ্চার নাম রাখতে হয় সেক্ষেত্রে এই সিদরাতুল মুনতাহা নামটি সবার উপরে থাকে। অনেকেই এই নামের অর্থ জানার জন্য বই কিনেনে বা অনেক কিছু করে থাকেন।

পোকা-দাঁতের-ব্যাথা-কমানোর-উপায়-1

এরই প্রেক্ষিতে আজকে আমরা জানবো এই নামের অর্থ, সিদরাতুল মুনতাহা শব্দের উৎপত্তি, এই নামের বাংলা অর্থ কি, এই নামটি রাখা কতটা কার্যকর, এছাড়াও এই নামের সাথে মিল রেখে আরো কি কি নাম রাখতে পারবেন সকল কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই আর্টিকেলে। আশাকরি আপনি যা জানতে চাচ্ছেন তা এই পোস্টেই থাকবে।

সূচীপত্রঃ সিদরাতুল মুনতাহা নামের অর্থ - জেনে নিন আরো ৫০টি নাম

সিদরাতুল মুনতাহা শব্দের উৎপত্তি

সিদরাতুল মুনতাহা নামের অর্থ জানার পূর্ব সিদরাতুল মুনতাহা শব্দের উৎপত্তি জানতে হবে। সিদরাতুল মুনতাহা হলো একটি আরবি শব্দ। যার অর্থ শেষ প্রান্তের বরই গাছ। এই বরই গাছটি সুবিশাল আকৃতির ও রহস্যে ঘেরা একটি গাছ। এই গাছটির অবস্থান সপ্তম আসমানে। সপ্তম আসমানের দামিয়াহ বা লাবিয়্যাহ নামক স্থানে এই সিদরাতুল মুনতাহার অবস্থান। ইসলামি মতঅনুযায়ী এই সিদরাতুল মুনতাহার পরে আর কোন সীমানা নেই। এরপরে আর কোন ব্যাক্তি পার হতে পারবে না এমনকি ফেরেশতাও না। এই আশরাফুল মাখলুকাতে কোন সৃষ্টিই বা মাখলুকাত অতিক্রম করতে পারবে না।

ইসলাম ধর্ম অনুসারে এটি এই মহাবিশ্বেরে শেষ প্রান্ত যার পরে আর কোন সীমানা নেই। এই সীমানার পর থেকে শুরু হয় অবিনশ্বর জগৎ। যেই জগৎ সম্পর্কে পৃথিবীর কোন মানুষের কোনো ধারণা নেই। এই সিদরাতুল মুনতাহা গাছটি যেহেতু রহস্যে ঘেরা তারপরও নবী তার বর্ণায় এই গাছের বাহ্যিক আকার তুলে ধরেছেন। এই গাছটি দেখতে সুবিশাল, গাছটি তার রং প্রতি মূহুর্তে বদলাতে থাকে, গাছের পাতাগুলো হাতের কানের মতো আর ফুল গুলো হাজার অঞ্চলের ন্যায় মটকার মতো।

আমরা এই পৃথিবীর বুকে সর্বোচ্চ সাতটি রং দেখতে পায় কিন্তু এই গাছের রঙ যে হারে বদলায় তা জানা অসম্ভব একটি বিষয়। হাদিসের বর্ণনা অনুযায়ী এই সিদরাতুল মুনতাহা গাছের চারিদিকে অনেক প্রজাপতি ঘুরাঘুরি করছিল। আর এই গাছের পাদদেশ চারটি নদী বা ঝর্ণা প্রবাহিত হয়েছে। মূলত এই সকল ব্যাখ্যা জানা যায় যখন আমাদের সর্বশেষ নবী মেরাজের রাতে সপ্তম আসমানে যান। তিনি এই বিষয়গুলো লক্ষ করেন ও পরে তাঁর সাহাবিদের দৃশ্যগুলো বর্ণনা করেন।

ইসলামী শরীয়া অনুযায়ী সিদরাতুল মুনতাহা কী?

ইসলামী শরীয়া অনুযায়ী সিদরাতুল মুনতাহা হলো একটি কুল গাছ যা আমরা বরি গাছ নামে বেশি পরিচিত। এই গাছটি হয় মূলত সপ্তম আসমানে। এই সপ্তম আসমানের শেষ সীমানায় এই গাছের অবস্থান। এই গাছটি এমনভাবে সৃষ্টি যা আল্লাহর দ্বারা সৃষ্টি কোন মাখলুকাত অতিক্রম করতে পারবে না। মানুষ থেকে শুরু করে জ্বীন, পক্ষীকূল, ফেরেশতাগন কেউই না। এই গাছটি দুটি আসমন জুড়ে অবস্থান করে। একটি ষষ্ঠ অপরটি সপ্তম।

ষষ্ঠ আসমানে রয়েছে এই গাছের শিকড় আর সপ্তম গাছে রয়েছে এই গাছের শাখা-প্রশাখা। এই গাছের ফল ও পাতা নিয়ে পূর্বেই আলোচনা করেছি। মেরাজের রাতে যখন হযরত মুহাম্মদ(সাঃ) আল্লাহর সাথে দেখা করতে যান তখন আল্লাহ প্রদত্ত অনুমতি নিয়ে গাছটি অতিক্রম করে। এরপর নবী আল্লাহকে অনেক সন্নীকটে পায়। নবীর সাথে থাকা ফেরেশতা হযরত জীবরাইল (আঃ) সিদরাতুল মুনতাহা পার হতে পারেন নি। কারণ তাঁকে এই গাছটি পার হওয়ার কোন অনুমতি দেয়া হয় নি।

সিদরাতুল মুনতাহা নামের অর্থ

সিদরাতুল মুনতাহা নামের অর্থ বিশ্লেষণ করলে দুটি আরবি শব্দ পাওয়া যাবে। একটি সিদরাত অপরটি মুনতাহা। এই সিদরাত শব্দের অর্থ কুল বা বরই গাছ। আর মুনতাহা শব্দের অর্থ শেষ প্রান্ত। অর্থাৎ সিদরাতুল মুনতাহা শব্দের অর্থ বুল বা বরি গাছের শেষ প্রান্ত। এছাড়াও এই নামের আরো কয়েকটা অর্থ রয়েছে সেগুলো হলো: সর্বোচ্চ সীমানার কুল গাছ, প্রান্তস্থিত বরই গাছ, শেষ প্রান্তের বরই গাছ। এই নামটির আরো অনেক কয়েক ধরণের হতে পারে।

যেহেতু এই নামটি আরবি নাম সেহেতু প্রায় সকল মুসলিম দেশেই এই নাম ব্যবহৃত হয়। তবে আফগানিস্থান, মালেশিয়া, ইন্দোনেশিয়া, ইরাক, জর্ডান, বাহারাইন, বাংলাদেশ, মিশর, ফিলিস্তিন, কাতার, আলজেরিয়া, আরব-আমিরাত, লিবিয়া ইত্যাদি অঞ্চলগুলোতে এই নামের ব্যবহার অনেক বেশি।

সিদরাতুল মুনতাহা নামের বৈশিষ্ট্য

সিদরাতুল মুনতাহা নামটি যেমন ইসলামিক দিন দিয়ে শুনতে সুন্দর ও শ্রতিমধুর তেমনি এই নামটি বাংলায় ও অনেক সুন্দর। এই নামটি ইউনিক একটি নাম। যা বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে অনেক ব্যবহার হয়। এই নাম অনেকেই পছন্দ করে। যেহেতু নামটি ইসলামিক নাম সেহেতো সবারই পছন্দ হবার কথা। এই নামটি মেয়েদের ক্ষেত্রে ব্যবহার হয়। এই নামটির পেছনে ইসলামিক একটি ইতিহাস রয়েছে। তবে এই নামের কিছু বৈশিষ্ট্য রয়েছে। চলুন নামের বৈশিষ্ট্য গুলো জেনে নেয়া যাক। 

নাম সিদরাতুল মুনতাহা
প্রথম অক্ষর স ও ম
লিঙ্গ মেয়ে/ স্ত্রী
বাংলা অর্থ সর্বোচ্চ সীমানার কুল গাছ, প্রান্তস্থিত বরই গাছ, শেষ প্রান্তের বরই গাছ
উচ্চারণ সহজ ও শ্রতিমধুর
নামের উৎস আরবি
দেশের ব্যবহার সকল মুসলিম দেশ
ইংরেজি বানান Sidratul Muntaha
আধুনিক/ইউনিক নাম অবশ্যই
কুরআন এ নামের অবস্থান সূরাঃ আন নাজম, আয়াতঃ১৪
ইসলামিক নাম হ্যাঁ
ছোট নাম একদমই না
নামের দৈর্ঘ্য মোট বর্ণ ৯টি আর শব্দ ২টি

সিদরাতুল মুনতাহা নাম দিয়ে আরো নাম

সিদরাতুল মুনতাহা নামের অর্থ এর সাথে মিল রেখে সিদরাতুল মুনতাহা নাম দিয়ে আরো অনেক ধরণের নাম রয়েছে যা আপনারা আপনাদের প্রিয়জনদের জন্য রাখতে পারেন। যেহেতু সিদরাতুল মুনতাহা নামটি ইসলামিক ও ইউনিক সেহেতু সবাই এই নামটি পছন্দ করে। আবার এই নামটি হুবুহু অনেকেই রাখতে চায় না। এর সাথে কিছু যুক্ত করে রাখতে চায় তারই প্রেক্ষিতে আজকে আমরা জেনে নিব সিদরাতুল মুনতাহা নাম দিয়ে আরো বেশ কিছু নাম।

বাংলা নাম ইংরেজি নাম
সিদরাতুল মুনতাহা সিদরাত Sidratul Muntaha Sidrat
সিদরাতুল মুনতাহা সিরাত Sidratul Muntaha Sirat
সিদরাতুল মুনতাহা সিমু Sidratul Muntaha Shimu/Simu
সিদরাতুল মুনতাহা ওয়াশিফা Sidratul Muntaha Oashifa
সিদরাতুল মুনতাহা শিফা Sidratul Muntaha Shifa
সিদরাতুল মুনতাহা নিবা Sidratul Muntaha Niba
সিদরাতুল মুনতাহা সাদিয়া Sidratul Muntaha Sadia
সিদরাতুল মুনতাহা যাইকা Sidratul Muntaha Zaika
সিদরাতুল মুনতাহা সুমামা Sidratul Muntaha Sumaiya
সিদরাতুল মুনতাহা অথৈয় Sidratul Muntaha Authoy
সিদরাতুল মুনতাহা সোফিয়া Sidratul Muntaha Sofia
সিদরাতুল মুনতাহা সাইমা Sidratul Muntaha Saima
সিদরাতুল মুনতাহা সীমা Sidratul Muntaha Sima/Shima
সিদরাতুল মুনতাহা সিদ্রাত Sidratul Muntaha Sidrat
সিদরাতুল মুনতাহা সানিয়া Sidratul Muntaha Sania
সিদরাতুল মুনতাহা প্রার্থনা Sidratul Muntaha Prathona
সিদরাতুল মুনতাহা রাফিয়া Sidratul Muntaha Rafia
সিদরাতুল মুনতাহা রাফা Sidratul Muntaha Raha
সিদরাতুল মুনতাহা সাজিয়া Sidratul Muntaha Sajia
সিদরাতুল মুনতাহা মুন Sidratul Muntaha Moon
সিদরাতুল মুনতাহা সামিহা Sidratul Muntaha Samiha
সিদরাতুল মুনতাহা মাহি Sidratul Muntaha Mahi
সিদরাতুল মুনতাহা মাভি Sidratul Muntaha Mavi
সিদরাতুল মুনতাহা ফাইজা Sidratul Muntaha Faija/Faiza
সিদরাতুল মুনতাহা ফারিয়া Sidratul Muntaha Fariha
সিদরাতুল মুনতাহা ফিমা Sidratul Muntaha Fima
সিদরাতুল মুনতাহা সিদরা Sidratul Muntaha Sidra
সিদরাতুল মুনতাহা রাকা Sidratul Muntaha Raka
সিদরাতুল মুনতাহা নাবিলা Sidratul Muntaha Nabila
সিদরাতুল মুনতাহা নাদিয়া Sidratul Muntaha Nadia
সিদরাতুল মুনতাহা সানজানা Sidratul Muntaha Sanjana
সিদরাতুল মুনতাহা আলিজা Sidratul Muntaha Alija
সিদরাতুল মুনতাহা ফিমু Sidratul Muntaha Fimu
সিদরাতুল মুনতাহা মানজিয়া Sidratul Muntaha Manjia
সিদরাতুল মুনতাহা মাসামা Sidratul Muntaha Masama
সিদরাতুল মুনতাহা বাহা Sidratul Muntaha Baha
সিদরাতুল মুনতাহা ফাইহা Sidratul Muntaha Faiha
সিদরাতুল মুনতাহা ইনসা Sidratul Muntaha Insha
সিদরাতুল মুনতাহা সাল সাবিলা Sidratul Muntaha Sal Sabila
সিদরাতুল মুনতাহা আইলা Sidratul Muntaha Ayla
সিদরাতুল মুনতাহা নীলা Sidratul Muntaha Nila
সিদরাতুল মুনতাহা সেহের Sidratul Muntaha Sheher
সিদরাতুল মুনতাহা রাইমা Sidratul Muntaha Raima
সিদরাতুল মুনতাহা প্রভা Sidratul Muntaha Prova
সিদরাতুল মুনতাহা ইকরা Sidratul Muntaha Ikra
সিদরাতুল মুনতাহা মেধা Sidratul Muntaha Medha
সিদরাতুল মুনতাহা সমৃদ্ধি Sidratul Muntaha Sombriddhi
সিদরাতুল মুনতাহা জান্নাত Sidratul Muntaha Jannat
সিদরাতুল মুনতাহা সাম্মি Sidratul Muntaha Shammi
সিদরাতুল মুনতাহা ফামিহা Sidratul Muntaha Samiha/Shamih
সিদরাতুল-মুনতাহা-নামের-অর্থ-2

সিদরাতুল মুনতাহা নাম কেন রাখবেন

সিদরাতুল মুনতাহা নাম রাখার পক্ষে যুক্তি দিতে গিয়ে কয়েকটা বিষয় উঠে আসে। নামটি যেহেতু অনেক সুন্দর ও উচ্চারণে অনেক সহজ। এছাড়াও নামটি শুনতে শ্রতিমধুর ও ইউনিক একটি নাম তাই নামটি সবাই রাখতে চাই। এছাড়াও সবথেকে বড় কারণ হচ্ছে নামটির পেছনে রয়েছে ইসলামিক কারণ যার কারণে নামটি সবাই পছন্দ করে। তাহলে চলুন নেয়া যাক এই নাম রাখার পক্ষে যুক্তি কী কী। 

শ্রুতি মধুর ও সুন্দর উচ্চারণ: সিদরাতুল মুনতাহা নামটি শুনতে যেমনটা শ্রুতিমধুর তেমনি উচ্চারণে অনেকটাই সহজ। নামটি মধুর উচ্চারণের মতো নাম। নামটি সবাই পছন্দ করেও বটে। এই নামটি শোনার সঙ্গে সঙ্গে এক প্রকার আকর্ষন কাজ করে। সেই সাথে নামটি মনে রাখা অনেকটাই সহজ। আপনি যদি আপনার বাচ্চার বা প্রিয়জনদের জন্য রাখতে চান তাহলে নামটি অনেকটাই ইউনিক ও শ্রতিমধুর।

ঐতিহাসিক গুরুত্ব: আমরা আগেই জেনেছি নামটি রাখার পক্ষে ইসলামিক যে ইতিহাস রয়েছে সেই সম্পর্কে। যেই নামের সাথে সরাসরি হযরত মুহাম্মদ(সাঃ) এর জীবন কাহিনীর সাথে জড়িত সেই নামের অর্থ ও অনেক সুন্দর সেই নাম নিঃসন্দেহে রাখা যেতে পারে। এই নামটি অর্থাৎ সিদরাতুল মুনতাহা নামটি রাখার পক্ষে সবথেকে বড় যুক্তি শেষ নবীর জীবন কাহিনীর সাথে নামটি সরাসরি যুক্ত।

ইতিবাচক অর্থ: আমাদের যাদের বাচ্চা রয়েছে বা হবে আমরা পূর্বে থেকেই নাম ভেবে রাখি। আর এই নাম রাখার আগে আমরা নামের অর্থ জানার চেষ্টা করি। কারণ ইসলামে অনেক নাম রয়েছে যেই নাম গুলোর অর্থ ইতিবাচক নয়। আপনাকে একটি উদাহরণ দিয়ে বুঝায়, আমরা সবাই জানি কুরআনে ফেরাউনের নাম রয়েছে। এই ব্যক্তির নামের সাথে কলঙ্কিত অনেক ঘটনা রয়েছে। এখন আপনি কখনোই আপনার ছেলের না মেয়ের নাম ফেরাউন রাখবেন না কারণ এর পেছনে একটি নেতিবাচক দিক রয়েছে। কিন্তু এই সিদরাতুল মুনতাহা নামের সাথে সর্বশেষ নবীর নাম সরাসরি জড়িত। সেহেতু এখানে ইতিবাচক দিক রয়েছে। তাই এই নামের কোন নেতিবাচক প্রভাব নেই।

ধর্মীয় গুরুত্ব: এই সিদরাতুল মুনতাহা নামের পেছনে ধর্মীয় গুরুত্ব অবশ্যই রয়েছে। এই নামের সাথে সরাসরি জান্নাতের একটি গুরুত্বপূর্ণ স্থানের নাম সংযুক্ত রয়েছে আর সেই নামটিই হলো সিদরাতুল মুনতাহা। এই নামটি আল্লাহর সৃষ্টির বিশলতার প্রতীক। এই নাম রাখার পেছনে ইমানের প্রতি শ্রদ্ধা প্রকাশ করা যায় এবং সেই সাথে আখিরাতের প্রতি আগ্রহ বেড়ে ওঠে।

সিদরাতুল মুনতাহা নাম রাখলে মেয়েদের চরিত্র কেমন হয়

সিদরাতুল মুনতাহা নাম রাখলে মেয়েদের চরিত্র কেমন হয় তা অনেকেরই জানার আকাঙ্কা থাকে। অনেকেই জানতে চায় তাদের এই নাম রাখার ফলে তাদের ভবিষ্যৎ কেমন হবে। এই নাম রাখলে তারা খারাপ কোন পথে পা দিবে কিনা বা তারা কোন প্রকার খারাপ কাজ করবে কিনা এমটা অনেকেই জানতে চান। আজকেই এই হেডিং এ বিস্তারিত আলোচনা করব এই নাম রাখার ফলে কোন মেয়ে তার চারিত্রিক বৈশিষ্ট্য খারাপের দিকে প্রভাহিত করবে কিনা।

আপাত দৃষ্টিতে নাম কখনোই একজন ব্যক্তির স্বভাব নির্ধারণ করতে পারে না। এটা কখনোই সম্ভব না। আমরা যারা মুসলিম তারা কখনোই এই ধারণাতে বিশ্বাস করতে পারি না যে একজন মুসলিমের নাম কখনোই তার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। এই কথা নিশ্চিত ভাবে কখনোই বলা সম্ভব নয় যে সিদরাতুল মুনতাহা নামটি রাখলে তার সবকিছু ভালো হবে। অনেকেই রাশিতে বিশ্বাস করে এই বিষয়টি ভিন্ন ধরণের তবে নাম কখনোই একজন মানুষের চরিত্র নির্ধারণ করতে পারে না।

সিদরাতুল মুনতাহা নামের ওপর রাশির প্রভাব

সিদরাতুল মুনতাহা নামের অর্থ জানার সাথে সাথে অনেকেরই জানার ইচ্ছা থাকে এই নামের উপর কোন রাশির প্রভাব রয়েছে। অনেকেই জ্যোতিষবিদ্যায় ভরসা রাখেন। সেই জ্যোতিষবিদ্যার উপর বিশ্বাস রেখে অনেকেই এমনটা ধারণা পোষণ করেন যে নাম রাখার উপর জীবনের সুখ, দুঃখ, ভালো, মন্দ সকল কিছু নির্ভর করে। এই জ্যোতিষবিদ্যায় এখন অনেক সাধারণ মানুষও ভরসা করে ও বিশ্বাস করতে শুরু করেছে। অনেকেই এটার ওপর নির্ভর হচ্ছে।

তারই প্রেক্ষিতে জ্যোতিষবিদদের মতে যাদের নাম ম দিয়ে শুরু তারা মূলত মেষ রাশির জাতক বা জাতিকা। তাদের মতে যাদের নাম ম দিয়ে শুরু তাদের সঙ্গে সবসময় মঙ্গলদায়ক হয়। যেহেতু ম দিয়ে মুনতাহা শুরু সেই ক্ষেত্রে নামটি অবশ্যই মঙ্গলদায়ল বলে বিবেচিত হয়। তাই মুনতাহা নামের মেয়ারা মেষ রাশির ও তাদের ভাগ্য মঙ্গলজনক হয়। যদিও রাশির ওপর বিশ্বাস করা ইসলামের পরিপন্থি। তাই যতদূর সম্ভব এই রাশিতে বিশ্বাস থেকে বিরত থাকবেন।

সিদরাতুল-মুনতাহা-নামের-অর্থ-3

সিদরাতুল মুনতাহা নামের গুরুত্ব

সিদারতুল মুনতাহা নামের গুরুত্ব বিশেষ ভাবে বলতে গেলে এই নামটির গুরুত্ব অপরিসীম। আমরা এই নামের ইতিহাস সম্পর্কে পূর্বেও জেনেছি। এই নামটি আমাদের শেষ নবীর সাথে ও আল্লাহর সাথে সরাসরি সম্পৃক্ত। এই নামটি মিরাজের ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত। এই নামটি রাখা সেইরকম দীর্ঘ নয় তারসাথে নামটি অনেক সুমধুর। আমরা আমাদের ছেলে মেয়েদের অনেকেই ইসলামিক নাম রাখি। তাই এই ইসলামিক নাম রাখার জন্য সবথেকে ইউনিক ও শ্রুতিমধুর নাম হলো সিদরাতুল মুনতাহা।

আমাদের শেষকথা

প্রিয় পাঠক, আজকের আর্টিকেলে আমরা জানলাম সিদরাতুল মুনতাহা নামের অর্থ, এই নামের উৎপত্তি, এই নামটি কেন রাখবেন, এই নামটি রাখার গুরুত্ব সকল কিছু নিয়েই বিস্তারিত জেনেছি। তবে এর মধ্যে ২টা গুরুত্বপূর্ণ হেডিং রাশির প্রভাব ও চরিত্রের ওপর নামের প্রভাব। অবশ্যই সেখানে যেভাবে আলোচনা করেছি বিষয়টি আশাকরি বুঝতে পেরেছেন। তাই কখনোই রাশির উপর বিশ্বাস না করাটাই একজন মুসলিমের দ্বায়িত্ব ও কর্তব্য। 

এইরকম আরো তথ্যমূলক আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। কারণ আমরা আমদের ওয়েবসাইটে নিয়মিত এই ধরণের আর্টিকেল প্রকাশ করে থাকি।  

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আবির ইনফো টেকের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url